Bangladesh army job circular 2022 || বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার || Lw Bozid

 

#bangladesharmy, #bdarmyjobcircular , #sainik , #lwbiozid
 
 

 বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ 2023

বাংলাদেশ সেনাবাহিনী

  • বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার : বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। বাংলাদেশ  সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা।  
  • সেনাবাহিনীতে সৈন্যদের তিনটি বিস্তৃত বিভাগ রয়েছে| সৈনিক, জুনিয়র কমিশনড অফিসার এবং কমিশনড অফিসার। প্রত্যেকের নিজস্ব বিশেষ প্রশিক্ষণ, দায়িত্ব এবং দক্ষতার ক্ষেত্র রয়েছে। প্রতিটি সৈনিক আমাদের জাতির গর্ব। একসাথে, তারা আমাদের কাউন্টি, আমাদের স্বাধীনতা এবং আমাদের জীবনধারা রক্ষা করার জন্য সেনাবাহিনীর ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। 

 

আবেদনের সময়কালঃ ১০ ডিসেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনকারীর বয়সঃ
সাধারণ ট্রেড এর জন্য    : ০৩ মার্চ ২০২৪ ইং তারিখে ১৭-২০ বছর;
টেকনিক্যাল ট্রেডের জন্য : ০৩ মার্চ ২০২৪ ইং তারিখে ১৭-২১ বছর;


শিক্ষাগত যোগ্যতাঃ   

সাধারণ ট্রেড এর জন্য:
এসএসসি/সমমান পরিক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ।


টেকনিক্যাল ট্রেডের জন্য  :
1.এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ নূন্যতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ।
2.এসএসসি/সমমান পরিক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। এবং কারিগরি শিক্ষাবোর্ড কতৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নূন্যতম 6 মাস মেয়াদী ট্রেড কোর্সে যোগ্য।


শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

উচ্চতা: পুরুষ ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) [ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)]
             মহিলা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) [ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)]

ওজনঃ পুরুষ ৪৯.৯০ কিলোগ্রাম (১১০ পাউন্ড)    
           মহিলা  ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)

বুকঃ পুরুষ স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি
        মহিলা স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি


বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট : www.army.mil.bd 

আবেদন লিংক: http://sainik.teletalk.com.bd

 
 
 
 
 সবকিছু খুব সহজেই বুঝতে, ভিডিওটি দেখুন।
 
 

 
 
 
 
 
 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার

 


 




Post a Comment

أحدث أقدم