Bangladesh police constable job circular 2022 || পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

#police, #constable, #jobcircular #lwbiozid

 

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশ হয়েছে। গত 01 ডিসেম্বর 2022 তারিখে প্রকাশিত নতুন সার্কুলার অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানবো কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চলুন আমরা এই বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জেনে আসি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল তথা টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে।

 

 

 এক নজরে TRC পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি প্রকাশ:       : ০১ ডিসেম্বর ২০২২
পদ:                      : Trainee Recruit Constable (TRC) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
শূন্যপদ সংখ্যা        : অনির্দিষ্ট।
বয়স                    : ১৮-২০ বছর।
চাকরির ধরণ       : ফুল টাইম
কর্মস্থল                : বাংলাদেশের যেকোন স্থান
আবেদন ফি          : ৪০/- টাকা
পরীক্ষার ফি         : ১২০/- টাকা
অনলাইনে আবেদন শুরু : ০২ ডিসেম্বর ২০২২
আবেদন শেষ                : ২৮ ডিসেম্বর ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট : www.police.gov.bd

 

 

 

পুলিশ কনস্টেবল নিয়োগে যোগ্যতা ২০২২

Trainee Recruit Constable (TRC) পদে চাকরির আবেদন যোগ্যতা নিচে দেওয়া হলো।

  • শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (SSC) পাস।
  • বৈবাহিক অবস্থা    : অবিবাহিত।
  • জাতীয়তা             : বাংলাদেশী।
  • বয়স                    : ১৮-২০ বছর। ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।

উল্লেখ্য, সকল কোটাধারী প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।



শারীরিক যোগ্যতা : পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্য শারীরিক যোগ্যতা কি থাকতে হবে তা নিম্নে দেওয়া হলো।


    
উচ্চতা (পুরুষ)
সাধারণ প্রার্থী – ৫ ফুট ৬ ইঞ্চি
কোটাধারী     – ৫ ফুট ৪ ইঞ্চি    

উচ্চতা (নারী)
সাধারণ প্রার্থী – ৫ ফুট ৪ ইঞ্চি
কোটাধারী     – ৫ ফুট ২ ইঞ্চি
 
বুকের মাপ (পুরুষ)
সাভাবিক   – ৩১ ইঞ্চি
সম্প্রসারিত – ৩৩ ইঞ্চি
কোটাধারীদের ক্ষেত্রে,
সাভাবিক    – ৩০ ইঞ্চি
সম্প্রসারিত – ৩১ ইঞ্চি    


ওজন: বয়স ও উচ্চতা অনুসারে।
দৃষ্টি শক্তি (নারী/পুরুষ)ঃ-  ৬/৬ 

 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার 

 

 





Post a Comment

নবীনতর পূর্বতন