পল্লী সঞ্চয় ব্যাংক | 🔥 সুপার সাজেশন 🔥 | PSB exam preparation || Lw Biozid

#jobpreparation #jobexam #examquestion #lwbiozid 


পল্লী সঞ্চয় ব্যাংক 🔥স্পেশাল সাজেশন🔥

পল্লী সঞ্চয় ব্যাংক এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেলটিতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনটি সম্পূন্ন বিগত সালের পরিক্ষাগুলো থেকে নেয়া গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। চলুন সাজেশনটি দেখে নেয়া যাক:-

 

পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক প্রশ্ন || PSB office sohayok exam question || Lw Biozid 

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিও গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।
 

 

 

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি

প্রশ্ন: কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
উত্তরঃ   ং, ঃ, ঁ ।

প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ২০১৪ সালে

প্রশ্ন: কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়?
উত্তরঃ ভুটান

প্রশ্ন: ‘দেশবন্ধু’ নামে পরিচিত কে?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস

প্রশ্ন: পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২

প্রশ্ন: NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্রাসেলস

প্রশ্ন: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
উত্তরঃ প্রলয়োল্লাস

প্রশ্ন: জার্মানির মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো

প্রশ্ন: বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি 

প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ইস্কাটন, ঢাকা

প্রশ্ন: উড়ন্ত মাছের দেশ বলা হয়?
উত্তরঃ বার্বাডোস

প্রশ্ন: ‘চকোলেট’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উত্তরঃ মেক্সিকান

প্রশ্ন: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে?
উত্তরঃ পদ

প্রশ্ন: দেশের প্রথম পতাকা ভাস্কর্য 'পতাকা-৭১' কোথায় নির্মিত হয়েছে?
উত্তরঃ মুন্সিগঞ্জে

প্রশ্ন: বড় দাদা > বড়দা- কী ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তরঃ ব্যঞ্জনচ্যুতি

প্রশ্ন: নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে?
উত্তরঃ নূরজাহান বেগম।

প্রশ্ন: 'এবং' কোন পদ?
উত্তরঃ অব্যয়

প্রশ্ন: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কবে মহাকাশে পাঠানো হয়?
উত্তরঃ ১২ মে ২০১৮

প্রশ্ন: ‘সমাচার দর্পণ’ সংবাদপত্রটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮১৮ খ্রিষ্টাব্দের ২৩ মে

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট ‘আলকাপ’ হলো এক প্রকার?
উত্তরঃ পালাগান

প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন কত?
উত্তরঃ ১ হাজার কোটি টাকা (পরিশোধিত মূলধন ২ শত কোটি)

প্রশ্ন: লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
উত্তরঃ  সেন্ট পিটার্সবার্গ।

প্রশ্ন: বীরবল কার ছদ্মনাম ?
উত্তরঃ প্রমথ চৌধুরী

প্রশ্ন: উপাচার্য শব্দটি কোন উপসর্গ-
উত্তরঃ বিদেশি

প্রশ্ন: স্ট্যাচু অব লির্বাটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: ‘উজানের কৈ’ বাগধারার অর্থ-
উত্তরঃ সহজলভ্য

প্রশ্ন: মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ DNA

প্রশ্ন: উৎকর্ষ শব্দটির বিপরীত শব্দ কোনটি-
উত্তরঃ অপকর্ষ

প্রশ্ন: বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

প্রশ্ন: নেপালে বাংলাদেশের ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয় কত তারিখে?
উত্তরঃ ২০১৮ সালের ১২ই মার্চ

প্রশ্ন: বত্রিশ সিংহাসন' কার রচনা?
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

প্রশ্ন: ECNEC এর চেয়ারম্যান কে?
উত্তরঃ  প্রধানমন্ত্রী।

প্রশ্ন: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
উত্তরঃ কপটচারী

প্রশ্নঃ পল্লী সঞ্চয়  ব্যাংকের মোট কয়টি শাখা আছে?
উত্তরঃ ৪৮৫টি

প্রশ্ন: অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ২ এপ্রিল

প্রশ্ন: দেশে-বিদেশে ভ্রমণ সাহিত্যের রচয়িতা-
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

প্রশ্ন:  A Brief History of Time গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ স্টিফেন হকিং

প্রশ্ন: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন: 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ ১৯৭১

প্রশ্ন: 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
উত্তরঃ পেরিয়ে

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রিগভেলি

প্রশ্ন: 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।

প্রশ্ন: সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে

প্রশ্ন: দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থসচিবের।

প্রশ্ন: ‘কচুবনের কালাচাঁদ' বাগধারার অর্থ-
উত্তরঃ অপদার্থ

প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১

প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
উত্তরঃ প্রমথ চৌধুরী

প্রশ্ন: সার্ক এ কতগুলো সদস্য দেশ রয়েছে?
উত্তরঃ ৮  টি


প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের শহুরে শাখা কয়টি?
উত্তরঃ ৫২ টি
 
প্রশ্ন: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
উত্তরঃ বনলতা সেন
 
প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ 5ই জুন
 
প্রশ্ন: ব্রহ্মপুত্র শব্দে ‘হ্ম’ যুক্তবর্ণের কোন কোন বর্ণ রয়েছে?  
উত্তরঃ  হ, ম 
 
প্রশ্ন: শিশুদের রিকেটস রোগ হয় কিসের অভাবে?
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে।
 
প্রশ্ন: ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ
 
প্রশ্ন: বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার [কর্মবাচ্যের, ভাববাচ্যের, কর্ম-কর্তৃবাচ্যের কর্তা] 
 
প্রশ্ন: মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
 
প্রশ্ন: সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
 
প্রশ্ন: ‘সুতি কাপড় অনেক দিন টিকে’ কোন বাচ্য?
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
 
প্রশ্ন: ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা
 
প্রশ্ন: “উদ্বাস্তু” কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ বহুব্রীহি
 
প্রশ্ন: বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২
 
প্রশ্ন: হুতুম পেঁচা কার ছদ্মনাম?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
 
প্রশ্ন: ট্রিগভেলি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ নরওয়ে।
 
প্রশ্ন: ‘অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ?
উত্তর: বহুব্রীহি [অল্প প্রাণ যার]
 
প্রশ্ন: ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক।
 
প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহ্-র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো?
উত্তর: How to cook beans
 
প্রশ্ন: 'শকুনি মামা' এর অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক
 
প্রশ্ন: মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তরঃ ২৩ জোড়া।
 
প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ড এর সদস্য কতজন?
উত্তরঃ ১৫ জন
 
প্রশ্ন: 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলোঃ
উত্তরঃ খুব অনুগত ব্যক্তি
 
প্রশ্ন: শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি
 
প্রশ্ন: ভিটামিন A এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ রেটিনাল
 
প্রশ্ন: যাযাবর কার ছদ্মনাম?
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়
 
প্রশ্ন: Sustainable Development Goals (SDG) কয়টি?
উত্তরঃ  ১৭টি।
 
প্রশ্ন: ঐহিক শব্দের বিপরীত শব্দ-
উত্তরঃ পারত্রিক
 
প্রশ্ন: দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
উত্তরঃ ৫৯টি
 
প্রশ্ন: সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ
 
প্রশ্ন: বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
 
প্রশ্ন: মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তরঃ ২০৬টি।
 
প্রশ্ন: 'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।'- কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য
 
প্রশ্ন: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা দেয়?
উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭
 
প্রশ্ন: ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি
উত্তরঃ প্রভাকর,দিবাকর, মিহির
 
প্রশ্ন: ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ১ অক্টোবর।
 
প্রশ্ন: ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
 
প্রশ্ন: “কারাগারের রোজনামচা' বইটি বঙ্গবন্ধুর কততম জন্মদিনে প্রকাশিত হয়েছে?
উত্তরঃ ৯৭ তম (২০১৭ সালে)
 
প্রশ্ন: রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
উত্তরঃ জ্ঞানদাস
 
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রিম কোর্ট
 
প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান কে?
উত্তরঃ মোঃ আকরাম-আল-হোসেন
 
প্রশ্ন: অন্ধজনে দেহ আলো। 'অন্ধজনে' কোন কারক?
উত্তরঃ সম্প্রদান কারক
 
প্রশ্ন: রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ  দিনাজপুর।
 
প্রশ্ন: কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃ বিধবা
 
প্রশ্ন: সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৫ সালে
 
প্রশ্ন: তাড়নজাত ধ্বনি কয়টি?
উত্তরঃ ২টি (ড়, ঢ়)
 
প্রশ্ন: ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম?
উত্তরঃ ব্রাজিল
 
প্রশ্ন: নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
উত্তরঃ আর্মেনিয়া - আজারবাইজান
 
প্রশ্ন: কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
উত্তরঃ আট কপালে
 
প্রশ্ন: কোনটি বিশেষণ বাচক শব্দ?
উত্তরঃ জীবনী
 
প্রশ্ন: 'জ্যোৎস্নার রাত'- কোন সমাসের দৃষ্টান্ত?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
 
প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?
উত্তরঃ  কুমিল্লা (১৭ টি)

প্রশ্ন: 'ওদন' শব্দের অর্থ—
উত্তরঃ অন্ন/ভাত

প্রশ্ন: গায়ক-শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ গৈ + অক।

প্রশ্ন: 'মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ শ্যাম বেনেগাল 

প্রশ্ন: বিদ্বান-শব্দের অর্থ কি?
উত্তরঃ জ্ঞানী,পণ্ডিত,শিক্ষিত

প্রশ্ন:  বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

প্রশ্ন: শত্রুকে দমন করে যে- এর এক কথায় প্রকাশ-
উত্তরঃ অরিন্দম

প্রশ্ন: 'কড়কড়' শব্দটি কোন অব্যয়?
উত্তরঃ অনুকার

প্রশ্ন: কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ‘ও’ গ্রুপকে।

প্রশ্ন: ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দৃশ + অনীয়।

প্রশ্ন: দূর থেকে আমরা কোন রঙ আগে দেখতে পাই?
উত্তরঃ লাল।

প্রশ্ন: আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?
উত্তরঃ ক্রন্দসী

প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি?
উত্তরঃ  ক্রোমোজোম।

প্রশ্ন: বিদ্বান-এর বিপরীত শব্দ?
উত্তরঃ বিদুষী

প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান

প্রশ্ন: তপোবন-কোন সমাস?
উত্তরঃ চতুর্থী তৎপুরুষ সমাস

প্রশ্ন: তুর্কি ভাষার শব্দ কোনগুলো?
উত্তরঃ বাবা, দারোগা, কুলি, লাশ, বন্দুক,চাকর

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে কি বলে?
উত্তরঃ কেলভিন (K)।

প্রশ্ন: 'জ্যোৎস্নার রাত'- কোন সমাসের দৃষ্টান্ত?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

প্রশ্ন: 'সায়ন্তন' শব্দের অর্থ কি?
উত্তরঃ সন্ধ্যাকালীন, সন্ধ্যাবেলা।

প্রশ্ন: পদ্মানদীর মাঝি- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের 

প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি।

প্রশ্ন: ‘বিগত হয়েছে পত্নী যার’- ব্যাসবাক্যটি কোন সমাসের?
উত্তরঃ বহুব্রীহি

প্রশ্ন: কারাগারের রোজনামচা একটি –
উত্তরঃ দিনলিপি।

প্রশ্ন: মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?
উত্তরঃ মুখরা রমণী বশীকরণ

প্রশ্ন: সংশপ্তক-কোন জাতীয় গ্রন্থ?
উত্তরঃ শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস

প্রশ্ন: বাংলাদেশের অর্থ বছর কোন তারিখে সমাপ্ত হয়?
উত্তরঃ ৩০ জুন

প্রশ্ন: "তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎক্ষণ + ইক

প্রশ্ন: 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ রত্ন + আকর 

প্রশ্ন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন: ছি! ছি! তুমি এত খারাপ।'- এখানে 'ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে?
উত্তরঃ ভাবের গভীরতা

প্রশ্ন: দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়?
উত্তরঃ এবং, ও

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তরঃ গভর্নর।

প্রশ্ন: যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ-
উত্তরঃ প্রিয়ংবদা 

প্রশ্ন: ‘বিগত হয়েছে পত্নী যার’- ব্যাসবাক্যটি কোন সমাসের?
উত্তরঃ বহুব্রীহি

প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তরঃ  রঞ্জন।

প্রশ্ন: অর্ধচন্দ্র- বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া

প্রশ্ন: ‘প্লাস্টিক মানি’ কাকে বলা হয় ?
উত্তরঃ ক্রেডিট কার্ড

প্রশ্ন: ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’। – কোন বৈশিষ্টের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন?
উত্তরঃ ইতিবাচক

প্রশ্ন: রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ ক্রিকেট

প্রশ্ন: ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছে’- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সন্মান 

প্রশ্ন: গ্রিসের রাজধানীর নাম কি?
উত্তরঃ এথেন্স

প্রশ্ন: ‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
উত্তরঃ জিহবামূল

প্রশ্নঃ পল্লী সঞ্চয়  ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করে কবে?
উত্তরঃ ২০০৭ সালে

প্রশ্ন: কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ কার্লোস আলভারদো 

প্রশ্ন: 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বাণ'—কোন ছন্দে রচিত?
উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্ন: বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে।

প্রশ্ন: শত্রুকে জয় করেন যিনি - এক কথায়-
উত্তরঃ শত্রুজিৎ।

প্রশ্ন: অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে?
উত্তরঃ মাত্রা

প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ ১০ জানুয়ারী, ১৯৭২

প্রশ্ন: বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ রেইনগেজ।

প্রশ্ন: সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ-
উত্তরঃ ধৃতি-চাদর

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: ভাষার সংবিধান কোনটি?
উত্তরঃ ব্যাকরণ।

প্রশ্ন: শশাঙ্ক-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ শশ + অঙ্ক

প্রশ্ন: নয়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তরঃ উঃ আমেরিকায়।

প্রশ্ন: ‘ঠক বাছতে গাঁ উজাড়’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ ভালো মানুষের অভাব

প্রশ্ন: বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তরঃ ২ টি।

প্রশ্ন: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৩২ টি।

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ভুটান

প্রশ্ন: গায়ে পড়া শব্দটির বাগধারা-
উত্তরঃ অযাচিত

প্রশ্ন: বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
উত্তরঃ ২০২১ সালের ১ এপ্রিল 

প্রশ্ন: কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্ন: কোনটি অলুক দ্বন্দ্ব সমাস ?
উত্তরঃ বাঘে-মহিষে

প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংকের পণ্যসমূহ কি কি?
উত্তরঃ সমবায়, ফাইন্যান্স ও বীমা, ক্ষুদ্রঋণ, যৌথ ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, বিনিয়োগ ব্যবস্থাপন

প্রশ্ন: যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান-চরণ দুটি লিখেছেন-
উত্তরঃঅন্নদাশঙ্কর রায়

প্রশ্ন: 'নাগার্নো কারাবাখ' হলো একটি -
উত্তরঃ ছিটমহল।

প্রশ্ন: বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত 

প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
উত্তরঃ  মুন্সি আব্দুর রউফ (৮ এপ্রিল ১৯৭১)

প্রশ্ন: 'হাঙ্গামা' শব্দটি কোন ভাষার?
উত্তরঃ ফারসি

প্রশ্ন: রেস্তোরাঁ- শব্দটি কোন ভাষার?
উত্তরঃ ফরাসি (কার্তুজ, কুপন, রেনেসাঁ)

প্রশ্ন: কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।

প্রশ্ন: ‘মন’ শব্দের বিশেষণ-
উত্তরঃ মানসিক

প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ

প্রশ্ন: 'আলো' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ আধার/অন্ধকার

প্রশ্ন: লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে।

প্রশ্ন: 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চৌধুরী

প্রশ্ন: পবিত্র ভূমি বলা হয় কোনটিকে?
উত্তরঃ জেরুজালেম।

প্রশ্ন: ‘আশীবিষ’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ  ব্যাধিকরণ বহুব্রীহি

প্রশ্ন: IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন, ডি. সি.

প্রশ্ন: অশ্বের ডাককে কি বলা হয়?
উত্তরঃ হ্রেষা 

প্রশ্ন: বাংলাদেশের লাগা উত্তরে যেগুলো অবস্থিত-
উত্তরঃ পশ্চিমবঙ্গ,মেঘালয় ও আসাম

প্রশ্ন: পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব শতবার-উক্তিটি কার?
উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ

প্রশ্ন: ‘অ’ ধ্বনির উচ্চারণ কত রকম?
উত্তরঃ ২ রকম।

প্রশ্ন: মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে?
উত্তরঃ ৩টি (রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার)

প্রশ্ন: কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ পাল বংশের

প্রশ্ন: স্বাধীন- শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ স্ব + অধীন

প্রশ্ন: ‘লাজুক’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ যৌগিক

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তরঃ ১৩৬ তম সদস্য (১৭ সেপ্টেম্বর ১৯৭৪)

প্রশ্ন: 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শঙ্খ ঘোষ

প্রশ্ন: একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি।

প্রশ্ন: 'মনীষা' শব্দের বিপরীত অর্থ কোনটি?
উত্তরঃ নির্বোধ

প্রশ্নঃ পল্লী সঞ্চয় ব্যাংক ই-সেবা চালু হয় কবে?
উত্তরঃ ২০১৮ সালে

প্রশ্ন: ব্যর্থ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ বি + অর্থ।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার মোট  আসামী কত জন?
উত্তরঃ ৩৫ জন

প্রশ্ন: "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে 

প্রশ্ন: যিনি বক্তৃতা দানে পটু- এককথায়-
উত্তরঃ বাগ্মী

প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ ৮নং থিয়েটার রোড, কলকাতা।

প্রশ্ন: যা ক্রমশ বর্ধিত হচ্ছে- এক কথায়-
উত্তরঃ বর্ধিষ্ণু।

প্রশ্ন: রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন?
উত্তরঃ ইয়াসির আরাফাত।

প্রশ্ন: বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ৫মী

প্রশ্ন: বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৯৩টি।

প্রশ্ন: কোনটি ‘পরপদ’  প্রধান সমাস?
উত্তরঃ কর্মধারয়

প্রশ্ন: বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
উত্তরঃ ০.০৩%



প্রশ্ন: 'পরিণীতা' উপন্যাস কে রচনা করেন?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
 
প্রশ্ন: আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর 
 
প্রশ্ন: ‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ 
 
প্রশ্ন: বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ 24 শে মার্চ 
 
প্রশ্ন: 'সাইরেন বেজে উঠলো' বাক্যটিতে 'বেজে উঠল' কি ধরনের ক্রিয়াপদ?
উত্তরঃ যৌগিক
 
প্রশ্ন: পথিক, তুমি পথ হারাইয়াছ- কোন উপন্যাসে উল্লেখ আছে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা' উপন্যাসে
 
প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৫টি।
 
প্রশ্ন: 'কাঁচকলা' কোন সমাসভুক্ত?
উত্তরঃ কর্মধারয়
 
প্রশ্ন: বাংলাদেশের সরকারি নোট কয়টি রয়েছে?
উত্তরঃ ৩টি (১,২,৫ টাকা)
 
প্রশ্ন: পবিত্র-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ পো + ইত্র
 
প্রশ্ন: কর্ণফুলী টানেল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম
 
প্রশ্ন: ‘সিরাজাম মুনিরা’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ ফররুখ আহমদ।
 
প্রশ্ন: লাভের ইচ্ছা- এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ লিপ্সা
 
প্রশ্ন: বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন-
উত্তরঃ ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর
 
প্রশ্ন: দৃষ্টান্ত-এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ দৃষ্টি + অন্ত।
 
প্রশ্ন: 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা-
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ্
 
প্রশ্ন: যে নারী বীর-এক কথায় প্রকাশ-
উত্তরঃ বীরাঙ্গনা।
 
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি
 
প্রশ্ন: ‘কাল নিরবধি' গ্রন্থটি কার আত্মজীবনী?
উত্তরঃ আনিসুজ্জামান
 
প্রশ্ন: কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি।
 
প্রশ্ন: বিষাদ সিন্ধু কোন সমাস-
উত্তরঃ রূপক কর্মধারয়
 
প্রশ্ন: থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উত্তরঃ Thai baht
 
প্রশ্ন: প্রত্যুষ-এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ প্রতি + ঊষ
 
প্রশ্ন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
উত্তরঃ ১৯৭৬ 
 
প্রশ্ন: 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে 
 
প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন -'যা বলা হয়নি'
উত্তরঃ অনুক্ত
 
প্রশ্ন: বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
 
প্রশ্ন: তন্বী এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ তনু + ঈ
 
প্রশ্ন: আত্মজা শব্দের সমার্থক-
উত্তরঃ কন্যা
 
প্রশ্ন: সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তরঃ দিনাজপুর জেলায়।
 
প্রশ্ন: ‘আজি সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের ?
উত্তরঃ দোলনচাপা (কাজী নজরুল ইসলাম রচিত)
 
প্রশ্ন: 'ডানায় ভর দিয়ে চলা' প্রবাদটির অর্থ কী?
উত্তরঃ শূন্যেলোকে ভাসা
 
প্রশ্ন: BIMSTEC কোন ধরণের প্রতিষ্ঠান?
উত্তরঃ অর্থনৈতিক।
 
প্রশ্ন: মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃ মানিনী
 
প্রশ্ন: ‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
উত্তরঃ লন্ডন।
 
প্রশ্ন: কোনটি মৌলিক শব্দ?
উত্তরঃ গোলাপ, হাত, ফুল
 
প্রশ্ন: 'ছন্দের জাদুকর 'কাকে বলা হয় ?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত  
 
প্রশ্ন: নিচের কোনটি তৎসম শব্দ-
উত্তরঃ বঙ্কিম
 
প্রশ্ন: কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ লুক্সেমবার্গ (১৯৮৫ সালে)
 
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
উত্তরঃ অগ্নিবীণা
 
প্রশ্ন: "চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ নেপাল

প্রশ্ন: যা ক্রমশ দূর হয়ে যাচ্ছে- এর এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ অপসৃয়মান

প্রশ্ন: অহরহ- এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ অহঃ + অহ

প্রশ্ন: জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান।

প্রশ্ন: উপকারীর অপকার করেন যিনি-
উত্তরঃ কৃতঘ্ন 

প্রশ্ন: তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
উত্তরঃ পল্লীকবি জসীমউদ্দীন

প্রশ্ন: ঊনকোটি চৌষট্টি- বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ প্রায় সম্পূর্ণ।

প্রশ্ন: সমুদ্রের ঢেউ-এক কথায় প্রকাশ-
উত্তরঃ ঊর্মি।

প্রশ্ন: 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ 

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
উত্তরঃ দোলনচাঁপা

প্রশ্ন: ভোজন করার ইচ্ছা- এক কথায়-
উত্তরঃ বুভুক্ষা।

প্রশ্ন: সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
উত্তরঃ গৌড়।

প্রশ্ন: 'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?
উত্তরঃ বিশেষ্যর বিশেষণ


প্রশ্ন: ‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ সম্ + বিধান

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

প্রশ্ন: ভাত কোন ধরনের শব্দ?
উত্তর: খাঁটি বাংলা

প্রশ্ন: ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ লেখক আবুল মনসুর আহমদ।

প্রশ্ন: ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ পর্তুগীজ।

প্রশ্ন:  জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ আন্তোনিও গুতেরেস (৯ম)

প্রশ্ন:  সন্ধি বিচ্ছেদ করুনঃ নবান্ন
উত্তরঃ নব + অন্ন

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তরঃ মহেশখালী দ্বীপ। (প্রবাল দ্বীপ: সেন্ট মার্টিন দ্বীপ)

প্রশ্ন: কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে

প্রশ্ন: ‘বৃক্ষ’ এর বহুবচন কি?
উত্তরঃ বৃক্ষরাজি।

প্রশ্ন: ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ  তুর্কি।

প্রশ্ন: ‘পা থেকে মাথা পর্যন্ত’ এককথায়-
উত্তরঃ আপাদমস্তক।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: ‘মনগড়া’ কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ।

প্রশ্ন: জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ জন+এক

প্রশ্ন: বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ 4 মার্চ 1972 সালে।

প্রশ্ন: ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সহজলভ্য।

প্রশ্ন:  কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
উত্তরঃ আলস্য

প্রশ্ন: জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়?
উত্তরঃ পঞ্চগড়।

প্রশ্ন: ‘তামার বিষ’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ অর্থের কুপ্রভাব

প্রশ্ন: ‘দক্ষিণের রানী’ বলা হয় কাকে?
উত্তরঃ সিডনি, অস্ট্রেলিয়া।

প্রশ্ন: ‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?
উত্তরঃ গণণাবাচক

প্রশ্ন: সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: চকলেট কোন দেশের শব্দ?
উত্তর: মেক্সিকো।

প্রশ্ন: ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ চাঁদপুর।

প্রশ্ন: ‘সত্য বই মিথ্যে বলবো না’ এখানে বই-
উত্তরঃ অনুসর্গ

প্রশ্ন: ‘কল্লোল’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯২৩।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় শ্লোগান কোনটি?
উত্তরঃ জয় বাংলা।

প্রশ্ন: ‘রাবণের চিতা’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ চির অশান্তি।

প্রশ্ন: ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ ঘাস।

প্রশ্ন: ‘কেঁচে গণ্ডূষ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ পুনরায় আরম্ভ।

প্রশ্ন: “নীল অপরাজিতা” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ুন আহমেদ।

প্রশ্ন: দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থসচিবের।

প্রশ্ন: ‘উর্বর নয় যা’ এক কথায়-
উত্তরঃ ঊষর/অনুর্বর

প্রশ্ন: রাষ্ট্রপতির সরকারি দফতরের নাম কি?
উত্তরঃ বঙ্গভবন।

প্রশ্ন: জসীমউদ্‌দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ ধানক্ষেত।

প্রশ্ন: পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ 2 ডিসেম্বর 1997

প্রশ্ন: ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিলে কোন সন্ধি গঠিত হয়?
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি।

প্রশ্ন: বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

প্রশ্ন: ‘কপিলা’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ পদ্মা নদীর মাঝি।

প্রশ্ন: জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কী?
উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি।

প্রশ্ন: ‘খ্রিস্টাব্দ’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ মিশ্র শব্দ।

প্রশ্ন: ‘গৌরচন্দ্রিকা’ বাগধারার অর্থ কী?
উত্তরঃ ভূমিকা।

প্রশ্ন: ‘ওয়ানগালা’ উৎসব কাদের?
উত্তরঃ গারোদের।

প্রশ্ন: ‘দেয়াল’ রচনাটি কার?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

প্রশ্ন: ‘কান্তজির মন্দির’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর

প্রশ্ন: ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ তাকে কি বলা হয়?
উত্তরঃ অনভিজ্ঞ।

প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্ন: অহি-নকুল কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ দ্বন্দ্ব সমাসের।

প্রশ্ন: চ্যাট-জিপিটি কি?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রশ্ন: নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সমাস।

প্রশ্ন: ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের চলিত রূপ হবে?
উত্তরঃ পেরিয়ে।

প্রশ্ন: রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী কোনটি?
উত্তরঃ আমার জীবননীতি আমার রাজনীতি।

প্রশ্ন: ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যটির লেখক কে?
উত্তরঃ আহসান হাবীব।

প্রশ্ন: লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে।

প্রশ্ন: “কাঁদো নদী কাঁদো” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ  সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম স্বাধীন জেলার নাম কী?
উত্তরঃ  যশোর।

প্রশ্ন: চিনির পুতুল’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ  কর্মবিমুখ।

প্রশ্ন: “মহুয়া” কে রচনা করেছেন?
উত্তরঃ দ্বিজ কানাই।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে?
উত্তরঃ  1975 সালে।

প্রশ্ন: `সৃষ্টি' এক প্রকৃতি প্রত্যয়?
উত্তর: সৃজ+তি

প্রশ্ন: ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 

প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
উত্তরঃ ধাতু।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ।

প্রশ্ন: ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ চলৎ+চিত্র।

প্রশ্ন: ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ বাক্যে ‘মুখ’ শব্দটি কি অর্থ প্রকাশ করে?
উত্তরঃ ক্ষমতা।

প্রশ্ন: বাংলাদেশের জতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।

প্রশ্ন: ‘ব্যাঙের সর্দি’ এর অর্থ কি?
উত্তরঃ অসম্ভব ঘটনা।

প্রশ্ন: মস্তিষ্কের রক্তক্ষরণকে কি বলে?
উত্তরঃ স্ট্রোক।

প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাচামাল কি?
উত্তরঃ বালি

প্রশ্ন: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্ন: ‘ষোড়শ’ এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ষট+দশ।

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি।

প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।

প্রশ্ন : ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ লিখুন।
উত্তরঃ অগ্নি,অনল,পাবক,হুতাশন ইত্যাদি।

প্রশ্ন: পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।

প্রশ্ন: ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: অনু + এষণ

প্রশ্ন: চাঁদের হাট-কথাটির অর্থ কি?
উত্তরঃ আনন্দের প্রাচুর্য

প্রশ্ন: মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২

প্রশ্ন: ‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ গরল।

প্রশ্ন: ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ।

প্রশ্ন: বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তরঃ ফিনল্যান্ড।

প্রশ্ন: ‘কুলা’ কোন জাতীয় শব্দ?
উত্তর: দেশী শব্দ।

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রশ্ন: রিক্সা নগরী বলা হয় কোন শহর কে?
উত্তরঃ ঢাকা।

প্রশ্ন: ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ রচয়িতা কে?
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কা।

প্রশ্ন: ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ?
উত্তরঃ একই স্বভাবের লোক।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
উত্তরঃ দিনাজপুর জেলার সীতাকোট বিহার

প্রশ্ন: পত্রের মূল অংশ কোনটি?
উত্তরঃ পত্রগর্ভ বা অন্তর্ভাগ।

প্রশ্ন: ‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’ বাক্যের সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তরঃ কর্মঠ।

প্রশ্ন: সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে-
উত্তরঃ বিকিরণ।

প্রশ্ন: বঙ্গবন্ধু/কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩.৪৩ কিলোমিটার।

প্রশ্ন: ‘নীপ’ শব্দের অর্থ কোনটি?
উত্তর: কদম ফুল।

প্রশ্ন: দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ লালমনিরহাট।

প্রশ্ন: সাতাশ হত যদি একশো সাতাশ— এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
উত্তর: নিত্যবৃত্ত অতীত।

প্রশ্ন: ‘ঢেঁকি’ কোন জাতীয় শব্দ?
উত্তরঃ দেশি শব্দ।

প্রশ্ন: ‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?
উত্তরঃ প্যারিস।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: অগ্নিবীণা।

প্রশ্ন: আকস্মিক এর বিপরীত শব্দ কি?
উত্তর: চিরন্তন।

প্রশ্ন: বঙ্গবন্ধুকে কবে ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ ২৩ মে ১৯৭৩।

প্রশ্ন: তুমি এতক্ষণ কী করেছ?-বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম।

প্রশ্ন: মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল।

প্রশ্ন: সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মোহাম্মদপুরে [ষাট গম্বুজ: বাগেরহাট জেলা]

প্রশ্ন: মাঝি, আমাশয়, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ পুতৃগিজ।

প্রশ্ন: বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তরঃ ২১ টি।

প্রশ্ন: ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' এই বাক্যের 'কী' এর অর্থ-
উত্তরঃ বিরক্তি।

প্রশ্ন: “খেলাঘর” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: মাহমুদুল হক।

প্রশ্ন: পদ্মা সেতুর উদ্ভোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে

প্রশ্ন: মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ।

প্রশ্ন: জাতীয় ভোটার দিবস কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ

প্রশ্ন: 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
উত্তরঃ নিপুণতা।

প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
উত্তরঃ অনিলা দেবী।

প্রশ্ন: আফতাব শব্দের সমার্থক কোনটি?
উত্তরঃ সূর্য, রবি, সবিতা,ভানু, ভাস্কর।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওয়ের নাম কি?
উত্তরঃ হাকালুকি হাওড়

প্রশ্ন: ‘দুঃসময়ের মুখোমুখি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শামসুর রাহমান।

প্রশ্ন: ‘সাদা হাতির দেশ' বলা হয় কোন দেশকে?
উত্তরঃ  থাইল্যান্ডকে

প্রশ্ন: ‘কিশোর কবি’ বলা হয় কাকে?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ  এডিস মশা।

প্রশ্ন: ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
উত্তরঃ তুমুলকাণ্ড বা ভীষণ গন্ডগোল।

প্রশ্ন: ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন: ‘যদি বৃষ্টি হয় তবে বের হব না’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল বাক্য।

প্রশ্ন: `শেষের কবিতা' কোন ধরনের রচনা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।

প্রশ্ন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তরঃ ২২ তম।

প্রশ্ন: ‘বীরবল’ কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

প্রশ্ন: ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উত্তরঃ  চিলি।

প্রশ্ন: ‘অর্ধচন্দ্র’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া।


প্রশ্ন: আমাদের জাতীয় পতাকার অনুপাত কত?
উত্তরঃ  10:6 এবং 5:3

প্রশ্ন: ‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
উত্তরঃ পর্তুগিজ।

প্রশ্ন: আগুনের পরশমণি গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

প্রশ্ন: সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ আবু ইসহাক।

প্রশ্ন: আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়?
উত্তরঃ উগান্ডা।

প্রশ্ন: ‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক?
উত্তরঃ কর্মকারক।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ  পঞ্চগড়।

প্রশ্ন: ‘দত্তকুলোদ্ভব’কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: ‘মেঘদূত কাব্য’ কার লেখা?
উত্তরঃ মহাকবি কালিদাস।

প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স?
উত্তরঃ ৩৫ বছর

প্রশ্ন: 'শকুনি মামা' এর অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক।

প্রশ্ন: স্মার্ট বাংলাদেশের ভিত্তি কতটি ?
উত্তরঃ ৪টি ( স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট সরকার ও স্মার্ট ইকোনোমি)

প্রশ্ন: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা - এ তিনটি কিসের গুণ?
উত্তরঃ বাক্যের।

প্রশ্ন: ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ একমাত্র অবলম্বন

প্রশ্ন: পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত ?
উত্তরঃ ইস্তাম্বুল

প্রশ্ন: সিংহাসন এর সন্ধি বিচ্ছেদ কি
উত্তরঃ সিংহ + আসন

প্রশ্ন: খেউর গাওয়া-বাগধারার অর্থ কী?
উত্তরঃ গালাগালি করা।

প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়?
উত্তরঃ  ইন্দোনেশিয়া।

প্রশ্ন: ‘গগন’ শব্দের অর্থ কী?
উত্তরঃ আকাশ।

প্রশ্ন: নিষিদ্ধ দেশ নামে পরিচিত কেনটি?
উত্তরঃ  তিব্বত।

প্রশ্ন: সৌম্য এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: উগ্র।

প্রশ্ন: ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি কার লেখা?
উত্তরঃ সিকান্দার আবু জাফর।

প্রশ্ন: সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ  জাপানকে।

প্রশ্ন: ‘যা খুব দীর্ঘ নয়’ এক কথায়-
উত্তরঃ নাতিদীর্ঘ ।

প্রশ্ন: বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ  এশিয়া মহাদেশে।

প্রশ্ন: ‘ফকির’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?  
উত্তরঃ আরবি

প্রশ্ন: ‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ অস্টেলিয়া।

প্রশ্ন: ‘জানিবার ইচ্ছা’ এর সংক্ষিপ্তরূপ কি?
উত্তরঃ জিজ্ঞাসা।

প্রশ্ন: বাংলাদেশের বেশি গম উৎপাদিত হয় কোথায়?
উত্তরঃ রংপুর জেলায়।

প্রশ্ন: ‘মাথায়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মাথা+এ

প্রশ্ন: “গণকবর” শব্দে ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বহুবচন অর্থে।

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: ‘মজুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি??
উত্তরঃ মজুরনী।

প্রশ্ন: বঙ্গবন্ধু কোন পত্রিকায় কাজ করেছিলেন?
উত্তরঃ ইত্তেহাদ।

প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি।

প্রশ্ন: “অরণ্যে রোদন” শব্দের অর্থ কি?
উত্তরঃ নিস্ফল আবেদন।

প্রশ্ন: কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উত্তরঃ  রাষ্ট্রপতি।

প্রশ্ন: ‘অকুল পাথার’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ সীমাহীন বিপদ।
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 



Post a Comment

أحدث أقدم