২০২৩ সালে অফিস সহায়ক পদের পরীক্ষায় আসা ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন || চাকরির প্রস্তুতি || Lw Biozid

#jobpreparation #jobexam #examquestion #lwbiozid
 
 

 

সম্প্রতি অফিস সহায়ক পদের পরীক্ষায় আসা ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন || Job Preparation || Lw Biozid

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিওটির লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।

 
 

অফিস সহায়ক সাধারণজ্ঞান প্রশ্ন (সাজেশন)

 প্রশ্ন: পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২

প্রশ্ন: বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তরঃ গভর্নর।

প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
উত্তরঃ  সেন্ট পিটার্সবার্গ।

প্রশ্ন: ECNEC এর চেয়ারম্যান কে?
উত্তরঃ  প্রধানমন্ত্রী।

প্রশ্ন: ‘দিবর দিঘী’ কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ পত্নীতলা (নওগাঁ জেলা)

প্রশ্ন: বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

প্রশ্ন: আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর 

প্রশ্ন: Sustainable Development Goals (SDG) কয়টি?
উত্তরঃ  ১৭টি।

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন: মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
উত্তরঃ ০.০৩%

প্রশ্ন: বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৯৩টি।

প্রশ্ন:  বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম।

প্রশ্ন: কারাগারের রোজনামচা একটি –
উত্তরঃ দিনলিপি।

প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ ১০ জানুয়ারী, ১৯৭২

প্রশ্ন: বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ রেইনগেজ।

প্রশ্ন: কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ‘ও’ গ্রুপকে।

প্রশ্ন: মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তরঃ ২০৬টি।

প্রশ্ন: ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ১ অক্টোবর।

প্রশ্ন: ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে?
উত্তরঃ ৭ জুন ১৯৬৬

প্রশ্ন: প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১

প্রশ্ন: দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থসচিবের।

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রিম কোর্ট

প্রশ্ন: BIMSTEC কোন ধরণের প্রতিষ্ঠান?
উত্তরঃ অর্থনৈতিক।

প্রশ্ন: ‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
উত্তরঃ লন্ডন।

প্রশ্ন: কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?
উত্তরঃ পিঁপড়া।

প্রশ্ন: রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ  দিনাজপুর।

প্রশ্ন: মুজিবনগর দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি

প্রশ্ন: স্ট্যাচু অব লির্বাটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: ট্রিগভেলি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ নরওয়ে।

প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৫টি।

প্রশ্ন: মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ DNA

প্রশ্ন: কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি।

প্রশ্ন: শিশুদের রিকেটস রোগ হয় কিসের অভাবে?
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে।

প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তরঃ  রঞ্জন।

প্রশ্ন: বাংলাদেশের সামরিক যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ বিজয় সরনি, ঢাকা।

প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?
উত্তরঃ  কুমিল্লা (১৭ টি)

প্রশ্ন: দূর থেকে আমরা কোন রঙ আগে দেখতে পাই?
উত্তরঃ লাল।

প্রশ্ন: বাংলাদেশের সরকারি নোট কয়টি রয়েছে?
উত্তরঃ ৩টি (১,২,৫ টাকা)

প্রশ্ন: রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন?
উত্তরঃ ইয়াসির আরাফাত।

প্রশ্ন: RAM শব্দের অর্থ কি?
উত্তরঃ Random Access Memory.

প্রশ্ন: ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক।

প্রশ্ন: কার্টাগোনা প্রটোকল হচ্ছে-
উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

প্রশ্ন: বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

প্রশ্ন: মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তরঃ ২৩ জোড়া।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেনা কোনটি?
উত্তরঃ বেতবুনিয়া 

প্রশ্ন: জেনেভা কনভেনশন হলো কতগুলো -  
উত্তরঃ যুদ্ধ চুক্তি।

প্রশ্ন: একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি।

প্রশ্ন: লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে।

প্রশ্ন: নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
উত্তরঃ আর্মেনিয়া - আজারবাইজান

প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন।

প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি?
উত্তরঃ  ক্রোমোজোম।

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে কি বলে?
উত্তরঃ কেলভিন (K)।

প্রশ্ন: সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তরঃ দিনাজপুর জেলায়।

প্রশ্ন: রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
উত্তরঃ মাইক্রোওয়েভ।

প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।

প্রশ্ন: কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ লুক্সেমবার্গ (১৯৮৫ সালে)

প্রশ্ন: নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে?
উত্তরঃ নূরজাহান বেগম।

প্রশ্ন: সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
উত্তরঃ গৌড়।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ ১৯৭১

প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি।

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রিগভেলি

প্রশ্ন: হেলসিঙ্কি কোন দেশের রাজধানী?
উত্তরঃ ফিনল্যান্ডের রাজধানী।

প্রশ্ন: নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ Scanner

প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ

প্রশ্ন: কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
উত্তরঃ  মুন্সি আব্দুর রউফ (৮ এপ্রিল ১৯৭১)

প্রশ্ন: IAEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Atomic Energy Agency.

প্রশ্ন: পানির ছোট ফোটা কোন গুণের কারণে গোলাকৃতি হয়?
উত্তরঃ পৃষ্ঠাটান।

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
উত্তরঃ জার্মানি।

প্রশ্ন: সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কবে?
উত্তরঃ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

প্রশ্ন: শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তরঃ ভুটান

প্রশ্ন: বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
উত্তরঃ ২০২১

প্রশ্ন: SDG তথা টেকসই উন্নায়নের লক্ষ্যমাত্রা কতটি ?
উত্তরঃ ১৭

প্রশ্ন: 'নাগার্নো কারাবাখ' হলো একটি -
উত্তরঃ ছিটমহল।

প্রশ্ন: পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
উত্তরঃ জেরুজালেম।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তরঃ ১৩৬ তম সদস্য (১৭ সেপ্টেম্বর ১৯৭৪)

প্রশ্ন: ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য ছিল?
উত্তরঃ ৫১ টি।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলার উপজেলার সংখ্যা সবচেয়ে কম?
উত্তরঃ মেহেরপুর ও নড়াইল (৩টি উপজেলা)।

প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী।

প্রশ্ন: UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯

প্রশ্ন: দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
উত্তরঃ বাফার রাষ্ট্র।

প্রশ্ন: ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
উত্তরঃ ডেনমার্কের রাজা।

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবল ২০২২ এ ‘গোল্ডেন বুট’ লাভ করেন কে?
উত্তরঃ কিলিয়ান এমবাপ্পে। 


আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 

 


 

 


 
 
 
 

 
 
 

Post a Comment

أحدث أقدم