২০২৩ সালে বিভিন্ন পদের চাকরী পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্ন || Job Preparation || Lw Biozid

 #jobpreparation #jobexam #examquestion #lwbiozid 

 
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নোত্তর || চাকরির প্রস্তুতি || Lw Biozid

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিওটির লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।
 

বাংলা সাজেশন

প্রশ্ন: নিচের কোনটির সাহায্যে মানুষ সুক্ষাতি সুক্ষভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
উত্তরঃ কণ্ঠধ্বনির সাহায্যে

প্রশ্ন: হাইফেনকে বাংলায় কী বলে?
উত্তরঃ সংযোগ চিহ্ন

প্রশ্ন: লেখাপড়া কর, নতুবা ফেল করবে- বাক্যে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সমুচ্চয়ী অব্যয়

প্রশ্ন: “খাতক” এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: মহাজন

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র-
উত্তরঃ চারুলতা।

প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তরঃ কৃষ্ণকুমারী।

প্রশ্ন: গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার। (সরল বাক্য,জটিল বাক্য,যৌগিক বাক্য)

প্রশ্ন: আঞ্চলিক ভাষার অপর নাম কি?
উত্তরঃ উপভাষা।

প্রশ্ন: ‘ভোজন করার ইচ্চা’ এক কথায় কি হবে?
উত্তরঃ বুভুক্ষা।

প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান' কার রচনা?
উত্তরঃ সৈয়দ শামসুল হক

প্রশ্ন: সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম

প্রশ্ন: ‘খাপছাড়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন: ‘যা বলা হয়নি’ এক কথায় হবে-
উত্তরঃ অনুক্ত।

প্রশ্ন: আলোয় আঁধার দূর হয়- বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদাহরণ?
উত্তরঃ  করণ।

প্রশ্ন: প্রথিবীর প্রতিশব্দ কোনটি?
উত্তর: বসুমতী

প্রশ্ন: ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়?
উত্তরঃ অনন্বয়ী

প্রশ্ন: মুমুর্ষু এর সঠিক বানান কোনটি?
উত্তরঃ মুমূর্ষু

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস-
উত্তরঃ বৈদিক ভাষা

প্রশ্ন: ‘আইনজীবী' শব্দটি কোন দুইয়ের যোগফল?
উত্তরঃ আইন (ফারসি)+জীবী (তৎসম) = আইনজীবী । 

প্রশ্ন: কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল

প্রশ্ন: ‘তেলেভাজা’ কোন্ সমাস?
উত্তরঃ তৎপুরুষ

প্রশ্ন: ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কি?
উত্তর: অত্যন্ত গরিব

প্রশ্ন: ‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?
উত্তরঃ শিব।

প্রশ্ন: ‘মধুর’ শব্দের বিপরীতার্থক শব্দ-
উত্তরঃ তিক্ত।

প্রশ্ন: ‘দুর্লভ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ  দুঃ + লভ।

প্রশ্ন: ‘কেষ্ট বিষ্ণু' এর অর্থ কী?
উত্তরঃ গণ্যমান্য

প্রশ্ন: ‘পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য

প্রশ্ন: 'গাছপাথর' বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ হিসাব নিকাশ

প্রশ্ন: 'বেলা অবেলা কালবেলা' এর লেখক কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ

প্রশ্ন: ‘যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী?
উত্তরঃ প্লবগ

প্রশ্ন: ‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ গৈ + অক।

প্রশ্ন: ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ ইতালি শব্দ।

প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কয়টি?
উত্তরঃ চারটি। বহিপীর (১৯৬০),উজানে মৃত্যু (১৯৬৩),সুড়ঙ্গ (১৯৬৪),তরঙ্গভঙ্গ (১৯৭১)

প্রশ্ন: তখনকার দিনে পায়ে হেটে চলতে হতো মাইলের পর মাইল, “তখনকার” শব্দটি কোন কারক?
উত্তরঃ  সমন্ধ কারক।

প্রশ্ন: যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
উত্তরঃ সরল।

প্রশ্ন: তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
উত্তরঃ পরপদ

প্রশ্ন: বাংলা বর্ণমালার পুর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে?
উত্তরঃ ৩২, ৮, ১০

প্রশ্ন: উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য বর্ণ কয়টি??
উত্তরঃ তালব্য বর্ণ ৮ টি। (চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়)

প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
উত্তরঃ ২৩ অক্টোবর ২০০১ 

প্রশ্ন: কোনটি নির্দেশক নয়?
উত্তরঃ -তম। (তম দ্বারা বচন বোঝায়) নির্দেশক: টি, টা, খানা, খানি, জন 

প্রশ্ন: সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
উত্তরঃ অলীক মানুষ।

প্রশ্ন: পরিভাষার আক্ষরিক অর্থ-
উত্তরঃ বিশেষ ভাষা।

প্রশ্ন: যৌগিক শব্দ কোনটি?
উত্তরঃ গায়ক

প্রশ্ন: বাংলায় পাদচ্ছেদ বলা হয় কোন যতি চিহ্নকে?
উত্তরঃ কমা,

প্রশ্ন: কোনটি তৎপুরুষ সমাস?
উত্তরঃ মন্ত্রমুগ্ধ,মধুমাখা

প্রশ্ন: ‘বিকল’ শব্দের ‘বি’ কোন শ্রেণির উপসর্গ?
উত্তরঃ সংস্কৃত

প্রশ্ন: ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটিতে ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ভেড়া

প্রশ্ন: সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তরঃ শনিবারের চিঠি

প্রশ্ন: ‘হেলাল’ শব্দের সমার্থক -
উত্তরঃ রাকা

প্রশ্ন: রবীন্দ্রনাথের ‘সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
উত্তরঃ মাত্রাবৃত্ত

প্রশ্ন: সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ বেঠিক।

প্রশ্ন: দৈনিক সমকাল পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে?
উত্তরঃ ঢাকা থেকে

প্রশ্ন: খাটি বাংলায় কোন সন্ধি নেই?
উত্তরঃ বিসর্গ সন্ধি

প্রশ্ন: এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না’- এটি কোন শ্রেনীর বাক্য?
উত্তরঃ যৌগিক

প্রশ্ন: কোনটি মৌলিক শব্দ ?
উত্তরঃ হাত

প্রশ্ন: অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন।  বিশেষ্য,বিশেষণ এবং সর্বনাম।

প্রশ্ন: ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান।

প্রশ্ন: অন্ধজনে দয়া কর- কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রাদানে সপ্তমী।

প্রশ্ন: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন: বড় > বড্ড কোন ধরনের পরিবর্তন?
উত্তরঃ ব্যঞ্জনদ্বিত্ব

প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।

প্রশ্ন: ‘লেফাফাদুরস্ত' বাগধারায় ‘লেফাফা' শব্দের আভিধানিক অর্থ-
উত্তরঃ খাম

প্রশ্ন: ‘বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কীw?
উত্তরঃ রাজিয়া খান

প্রশ্ন: ‘তপোবন' কোন সমাস?
উত্তরঃ চতুর্থী তৎপুরুষ

প্রশ্ন: এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো- কোন ধরণের বাক্য?
উত্তরঃ নির্দেশাত্মক

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা ।

প্রশ্ন: ‘ভারসাম্যতা’ শব্দটি অশুদ্ধ কেন?
উত্তরঃ প্রত্যয় জনিত কারণে

প্রশ্ন: ‘ছাদ থেকে নদী দেখা যায়' এখানে 'ছাদ' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে পঞ্চমী

প্রশ্ন: ‘রাতুল' শব্দের অর্থ-
উত্তরঃ লাল

প্রশ্ন: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ শশব্যস্ত

প্রশ্ন: 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
উত্তরঃ ক্ষমার্হ

প্রশ্ন: ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’ – ‘উঠলে’ কোন ক্রিয়াপদ?
উত্তরঃ অসমাপিকা।

প্রশ্ন: ‘হাত টান’ বাগধারটির অর্থ –
উত্তরঃ চুরির অভ্যাস।

প্রশ্ন: ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ষষ্+থ।

প্রশ্ন: ‘খোকা’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তরঃ দেশি শব্দ

প্রশ্ন: বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে?
উত্তরঃ সেমিকোলন;

প্রশ্ন: তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎ + ময়

প্রশ্ন: কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
উত্তরঃ বন + পতি =বনস্পতি

প্রশ্ন: ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
উত্তরঃ ধাতু

প্রশ্ন: ‘শিক্ষক শ্রেনীকক্ষে এলেন’ এ বাক্যটি কোন কালের ক্রিয়া?
উত্তরঃ সাধারণ অতীত

প্রশ্ন: আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
উত্তরঃ অনুজ্ঞা ভাব

প্রশ্ন: মুহূর্তে অভিমান ভোলা-অর্থে কোন বাগধারাটির ব্যবহার হয়ে থাকে?
উত্তরঃ বিড়ালের আড়াই পাক

প্রশ্ন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর ।-এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
উত্তরঃ অব্যয়

প্রশ্ন: সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ

প্রশ্ন: এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একক কে কি বলে?
উত্তরঃ বাক্য।

প্রশ্ন: বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে?
উত্তরঃ বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও।

প্রশ্ন: ‘দ্বীপ’ এর ব্যাস বাক্য-
উত্তরঃ দুদিকে অপ যার

প্রশ্ন: ‘জল' শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তরঃ জলধি (সমুদ্রের প্রতিশব্দ জলধি)

প্রশ্ন: ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’? এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
উত্তরঃ হ্যাঁ-বাচক।

প্রশ্ন: কোনটি একবচন?
উত্তরঃ আমি।

প্রশ্ন: ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
উত্তরঃ আধা বা কম।

প্রশ্ন: ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
উত্তরঃ আলুনি

প্রশ্ন: তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো- কোন কালের উদাহরণ কোনটি?
উত্তরঃ নিত্য অতীতকালের।

প্রশ্ন: “প্রিয়ংবদা” শব্দটি কিভাবে গঠিত হয় ?
উত্তরঃ সমাসের সাহায্যে

প্রশ্ন: কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
উত্তরঃ আমি আজ আলবত যাব

প্রশ্ন: রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ ক্রোধানল,বিষাদসিন্ধু,মনমাঝি

প্রশ্ন: গাছটা মড়মড় করে ভেঙে পড়ল।- এখানে ‘মড়মড়’ কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
উত্তরঃ অনুভূতির কাল্পনিক

প্রশ্ন: বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’ বাক্যটি সার্থক বাক্যের কোন গুন হারিয়েছে?
উত্তরঃ আসত্তি

প্রশ্ন: অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি-বাক্যটির ‘অটবি’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ অরণ্য

প্রশ্ন: 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
উত্তরঃ বি + অর্থ

প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
উত্তরঃ ১২০১-১৮০০ খ্রি.

প্রশ্ন: ‘উৎকর্ষতা’ শব্দটি অশুদ্ধ কেন?
উত্তরঃ প্রত্যয়জনিত

প্রশ্ন: ‘মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে ‘খাওয়াচ্ছেন’ কোন ক্রিয়াপদের উদাহরণ?
উত্তরঃ ণিজন্ত

প্রশ্ন: 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

প্রশ্ন: সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে

প্রশ্ন: মাথা খাটিয়ে কাজ করবে- বাক্যে ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বুদ্ধি অর্থে।

প্রশ্ন: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা - এ তিনটি কিসের গুণ?
উত্তরঃ বাক্যের

প্রশ্ন: তার যেন সেখানে যাওয়া হয়’ বাক্যটি কোন বাচ্য?
উত্তরঃ ভাববাচ্য

প্রশ্ন: কোনটি দ্বন্দ্ব সমাস?
উত্তরঃ হাটেবাজারে

প্রশ্ন: 'দুরূহ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
উত্তরঃ দুঃ + উহ্

প্রশ্ন: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তরঃ কাহ্নপা।


আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 

 


 

 


Post a Comment

নবীনতর পূর্বতন