২০২৩ সালে অফিস সহায়ক পদের পরীক্ষায় আসা ৫০+ বাংলা প্রশ্ন || চাকরির প্রস্তুতি || Lw Biozid

 #jobpreparation #jobexam #examquestion


সম্প্রতি অফিস সহায়ক পদের পরীক্ষায় আসা ৫০+ বাংলা প্রশ্ন || Job Preparation || Lw Biozid

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিওটির লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।

 

অফিস সহায়ক বাংলা প্রশ্ন (সাজেশন)

প্রশ্ন: ‘লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ বর্মি  

প্রশ্ন: ‘কবর’ কবিতা কে লিখেছেন?
উত্তরঃ জসীমউদ্দীন 

প্রশ্ন: “চলচ্চিত্র ” শব্দের সন্ধিবিচ্ছেদ-
উত্তরঃ চলৎ+চিত্র

প্রশ্ন: কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে

প্রশ্ন: 'ঘটিরাম' বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অপদার্থ

প্রশ্ন: সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘নবান্ন’
উত্তরঃ নব + অন্ন

প্রশ্ন: ‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
উত্তরঃ  হতভাগ্য

প্রশ্ন: ‘সংসার’এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্+সার

প্রশ্ন: ‘নিঝুম’ শব্দের অর্থ কী?
উত্তরঃনীরব

প্রশ্ন: ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- কার উক্তি?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন: নৌকা ঘাটে বাঁধা– ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে সপ্তমী 

প্রশ্ন: ‘ব্যাঙ্গের আধুলি’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সামান্য অর্থ

প্রশ্ন: ছন্দের যাদুকর ছিলেন কে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কি?
উত্তরঃ ধ্বনি 

প্রশ্ন: কোনটি তৎসম শব্দ?
উত্তরঃ চন্দ্র ,সূর্য,নক্ষত্র,মস্তক ইত্যাদি।

প্রশ্ন: বিশ শতকের মেয়ে- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ  ড. নীলিমা ইব্রাহীম

প্রশ্ন:  শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
উত্তরঃ ভাববাচক বিশেষ্য ।

প্রশ্ন: “Basin” পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি?
উত্তরঃ অববাহিকা

প্রশ্ন: ‘সনেট’ কত লাইন হয়?
উত্তরঃ ১৪

প্রশ্ন: 'কবর' নাটকটির লেখক কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।

প্রশ্ন: ‘বিধবা’ শব্দের বিপরীত শব্দ কি ‍?
উত্তরঃ সধবা

প্রশ্ন: ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ  পণ্ডিত সেজে আছে যে মূর্খ

প্রশ্ন: ‘প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ  সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্ন: 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

প্রশ্ন: আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
 উত্তরঃ অনুজ্ঞা ভাব।

প্রশ্ন: 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
উত্তরঃ বি + অর্থ।

প্রশ্ন: ‘কর্তা’ শব্দের স্ত্রী লিঙ্গ কি?
উত্তরঃ কর্ত্রী

প্রশ্ন: ‘শেষের কবিতা’- কোন ধরণের রচনা?
উত্তরঃ উপন্যাস

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: অর্ধমাত্রার বর্ণ কয়টি-
উত্তরঃ ৮

প্রশ্ন: সন্ধি বিচ্ছেদ করুন: জনৈক
উত্তরঃ জন+এক

প্রশ্ন: ‘পূর্বেই’ শব্দটির চলিত রূপ কোনটি?
উত্তরঃ আগেই

প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন - ‘জয়ের জন্য যে উৎসব ’
উত্তরঃ জয়ন্তী

প্রশ্ন:  তদ্ভব শব্দ কোনটি?
উত্তরঃকামার,চামার,দুধ, চাঁদ ইত্যাদি।

প্রশ্ন: ‘মহাত্মা’ কোন সমাস ?
উত্তরঃ বহুব্রিহী

প্রশ্ন: বাংলার প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ পুণ্ড্র।

প্রশ্ন: ‘বিরাগী’ শব্দের অর্থ কি?
উত্তরঃ উদাসীন

প্রশ্ন: বাংলা ভাষার পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ কয়টি আছে?
উত্তরঃ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)

প্রশ্ন: ‘কিউরেটর’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তরঃ জাদুঘর রক্ষক।

প্রশ্ন: "উচিত নয় যা"-এক কথায় প্রকাশ কোনটি?
উত্তরঃ অনুচিত

প্রশ্ন: ক্রিয়ার মূল অংশকে কি বলে?
উত্তরঃ ধাতু 

প্রশ্ন: এক কথায় প্রকাশ করুনঃ কি করিতে হইবে বুঝিতে পারে না যে-
উত্তরঃ কিংকর্তব্যবিমূঢ়

প্রশ্ন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত উপন্যাস-
উত্তরঃ পদ্মরাগ এবং সুলতানার স্বপ্ন।

প্রশ্ন: ‘গায়ে হলুদ’ কোন সমাস?
উত্তরঃ অলুক বহুব্রীহি

প্রশ্ন: সঠিক বানান কোনটি?
উত্তরঃ স্বায়ত্তশাসন

প্রশ্ন: কোনটি সঠিক বানান?
উত্তরঃ অপরাহ্ণ

প্রশ্ন: ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ নৌ+ইক

প্রশ্ন: ‘সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
উত্তরঃ অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা

প্রশ্ন:  ‘কৃশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ স্থুল

প্রশ্ন: 'ভুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ভবিষ্যৎ

প্রশ্ন: যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না- তাকে এক কথায় কি বলে?
উত্তরঃ  ক্ষণপ্রভা

প্রশ্ন: ‘আনারস’ এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগীজ

প্রশ্ন: ‘মূক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বোবা 

প্রশ্ন: বিপরীত শব্দ লিখুনঃ চাক্ষুষ
উত্তরঃ অগোচর

প্রশ্ন: ‘ফকির’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?  
উত্তরঃ আরবি

প্রশ্ন: ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ গীতিকা,নাটিকা, মালিকা, পুস্তিকা ইত্যাদি।

প্রশ্ন: ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎক্ষণ + ইক।

প্রশ্ন: সঠিক বানান চিহ্নিত করুনঃ
উত্তরঃ অতিথি

প্রশ্ন: “হৈম কে আমি লইয়া যাইব”- কে বলেছিল?
উত্তরঃ  হৈমন্তীর স্বামী

প্রশ্ন: ব্যায়ামে শরীর ভালো হয়- বাক্যে ‘ব্যায়ামে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণ কারকে সপ্তমী

প্রশ্ন: ডালে ডালে কুসুম ভার। এখানে “ভার” কোন অর্থ প্রকাশ করছে?
উত্তরঃ সমূহ

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন?
উত্তরঃ কালের যাত্রা।

প্রশ্ন: দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো-
উত্তরঃ  বিদ্যুৎ

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘শাক্যমুনি’ কে?
উত্তরঃ  গৌতম বুদ্ধ

প্রশ্ন: ‘ষ্ণ’ সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
উত্তরঃ  ষ্+ণ

প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ  মহীয়সী

প্রশ্ন: ‘বল্কল’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ বৃক্ষত্বক

প্রশ্ন: ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তরঃ ততঃ+অধিক 

আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 

Post a Comment

নবীনতর পূর্বতন