সম্প্রতি বিভিন্ন চাকরী পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন || Job Preparation 2024 || Lw Biozid

#jobpreparation #jobexam #examquestion #lwbiozid

 

সম্প্রতি বিভিন্ন চাকরী পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন || Job Preparation 2024 || Lw Biozid

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিওটির লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।
 


সাধারণ জ্ঞান সাজেশন

প্রশ্ন: শিশুদের রিকেট হয়-
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে

প্রশ্ন: মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি

প্রশ্ন: পেনিসিলিন এর আবিষ্কারক কে?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
উত্তর: ১৭ মার্চ

প্রশ্ন: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি?
উত্তরঃ রাজ কাঁকড়া

প্রশ্ন: ১৭ মার্চ, ২০২৩ বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হলো?
উত্তরঃ ১০৩ তম।

প্রশ্ন: অস্ট্রিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ ভিয়েনা।

প্রশ্ন: ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ১৩ টি

প্রশ্ন: শুষ্ক বরফ বলা হয় কাকে?
উত্তরঃ হিমায়িত কার্বন ডাই অক্সাইড

প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর: মিথেন

প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: পীর খান জাহান আলী

প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা-
উত্তরঃ ১০

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী

প্রশ্ন: বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
উত্তর: গলদা চিংড়ি 

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ (১০,৬৬৮ বর্গকিমি) (সিলেট ১২,৫৯৫.৯৫ বর্গকিমি)

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ ভারত।

প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
উত্তর: ৭ জন

প্রশ্ন: এইচআইভি কি?
উত্তর: ভাইরাস

প্রশ্ন: কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ও পজেটিভ

প্রশ্ন: GPS এর পূর্ণরূপ কি?
উত্তর: Global Positioning System

প্রশ্ন: ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
উত্তর:  অ্যাসকরবিক এসিড

প্রশ্ন: ‘আমি হিমালয় দেখিনি , আমি শেখ মুজিবকে দেখেছি’ উক্তিটি কার?
উত্তর: ফিদেল কাস্ত্রো

প্রশ্ন: ‘আচেহ প্রদেশ' কোন দেশের অংশ?
উত্তরঃ ইন্দোনেশিয়ার

প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
উত্তর: ৭ এপ্রিল

প্রশ্ন: ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান

প্রশ্ন: কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ ইরান

প্রশ্ন: BRICS এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ এর কোনো সদর দপ্তর নেই।

প্রশ্ন:  শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উত্তর: ১৪ ডিসেম্বর

প্রশ্ন: সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন ডি

প্রশ্ন: বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
উত্তরঃ ইসরাইল

প্রশ্ন: বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে?
উত্তরঃ ৮ টি

প্রশ্ন: পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থ সচিবের।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়।

প্রশ্ন: LAN কি?
উত্তর: Local Area Network

প্রশ্ন: মানুষের দেহে হাড়ের সংখ্যা-
উত্তরঃ ২০৬টি

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
উত্তর: যশোর

প্রশ্ন: কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?
উত্তরঃ ঢাকা।

প্রশ্ন: যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন কি ঘটে?
উত্তরঃ চন্দ্রগ্রহণ।

প্রশ্ন: ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।

প্রশ্ন: ‘ভূস্বর্গ’ বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কাশ্মীরকে।

প্রশ্ন: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
উত্তরঃ পারদ

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
উত্তর: সুন্দরবন

প্রশ্ন: কোন মুসলিম দেশ 'ন্যাটোর' সদস্য?
উত্তর: তুরস্ক ও আলবেনিয়া

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে কি বলে?
উত্তরঃ কেলভিন

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে প্রচার করেন?
উত্তরঃ এম এ হান্নান।

প্রশ্ন: জাতীয় টিকাদান কর্মসূচিতে কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
উত্তরঃ ৬টি (বর্তমান ১০টি)

প্রশ্ন: IAEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Atomic Energy Agency

প্রশ্ন: পোলিও রোগের টিকার নাম কি?
উত্তরঃ OPV

প্রশ্ন: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উত্তর: সম্রাট আকবর

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তরঃ ২৬ শে মার্চ।

প্রশ্ন: আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।

প্রশ্ন: ‘লয়া জিরগা’ হলো-
উত্তরঃ আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ

প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

প্রশ্ন: বাংলাদেশ ‘মিলিটারি একাডেমি’ কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামের ভাটিয়ারিতে

প্রশ্ন: কোন দেশের প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ তৈরি করেছে?
উত্তর: ফ্রান্স 

প্রশ্ন: আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
উত্তর: ৩ লক্ষ কিলোমিটার 

প্রশ্ন: ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: ফিনল্যান্ড (৩১ তম) ০৪ এপ্রিল ২০২৩ ইং

প্রশ্ন: বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন?
উত্তর: ঈশা খাঁ

প্রশ্ন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান-
উত্তরঃ ৬৩৮ (প্রতিপক্ষ শ্রীলংকা, ২০১৩)

প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?
উত্তরঃ তেঁতুলিয়া। (সর্ব দক্ষিণের-টেকনাফ)

প্রশ্ন: বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।

প্রশ্ন: অগ্ন্যাশয় হতে কোনটি নিঃসৃত হয়?
উত্তরঃ ইনসুলিন।

প্রশ্ন: SIS কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
উত্তর: যুক্তরাজ্য

প্রশ্ন: মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৭ এপ্রিল

প্রশ্ন: 'Orient House' কার সদর দপ্তর?
উত্তরঃ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন

প্রশ্ন: ইসলামী সম্মেলন সংস্থার (OIC) সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ সৌদি আরবের জেদ্দায়

প্রশ্ন: EPZ এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Export Processing Zone.

প্রশ্ন: কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
উত্তর: যান্ত্রিক ভাষা

প্রশ্ন: পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
উত্তরঃ ২০টি

প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন

প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি

প্রশ্ন: বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

প্রশ্ন: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
উত্তরঃ পদার্থবিদ

প্রশ্ন: মূল্য সংযোজন কর (মূসক) একটি-
উত্তরঃ পরোক্ষ কর।

প্রশ্ন: আরব লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালের ২২ মার্চ

প্রশ্ন: মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
উত্তরঃ হায়ারোগ্লিফিক

প্রশ্ন:বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়?
উত্তর: ১৯৭২ সাল

প্রশ্ন: বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
উত্তর: বর্ধমান হাউজ

প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
উত্তর: সিসমোগ্রাফ

প্রশ্ন: তারামন বিবি কে?
উত্তর: একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা

প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন কে

প্রশ্ন: তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়

প্রশ্ন: ২০২৩ সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে?
উত্তর: আর্জেন্টিনা

প্রশ্ন: বাংলাদেশ কত সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে?
উত্তর: ১৯৯৭ সালে।

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
উত্তরঃ ভিটামিন বি-৯।

প্রশ্ন: মুজিবনগর দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল

প্রশ্ন: IMF (International Monetary Fund) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন ডিসি

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া।

প্রশ্ন: এডিস মশা কিসের জীবাণু বহন করে?
উত্তরঃ ডেঙ্গুজ্বর।

প্রশ্ন: ‍SDG এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Sustainable Development Goals.

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি (ক্ষুদ্রতম: নারায়ণগঞ্জ)

প্রশ্ন: জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ বেইজিং-১৯৯৫

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন

প্রশ্ন: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
উত্তর: পরমাণু (Atom)

প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান

প্রশ্ন: মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অব যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ

প্রশ্ন: সর্বনিম্ন তাপমাত্রার নির্দেশক কোনটি?
উত্তরঃ হিমাংক

প্রশ্ন: যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন-
উত্তরঃ সূর্যগ্রহণ


আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 

 


 

 


 

Post a Comment

নবীনতর পূর্বতন