Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি  | by Lw Biozid




#bangladesh_railway, #khalasi, #pointsman, #jobpreparation


আপনারা যারা রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রশ্নোত্তর গুলো খুবই সহায়ক হবে।

  

 

 

প্রশ্ন : ‘রেল ইঞ্জিন’ আবিষ্কার করেন কে?
উত্তরঃ বিজ্ঞানী জর্জ স্টিফেনসন।


প্রশ্ন: বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি


প্রশ্ন: ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
উত্তরঃ উপভাষা।


প্রশ্ন : ম্যাকবেথ কী ধরনের রচনা?
উত্তরঃ নাটক।


প্রশ্ন : রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর : Ministry of Railways


প্রশ্ন : BRA এর পূর্ণরূপ কী??
উত্তর : Bangladesh Railway Authority.


প্রশ্ন : বুশম্যান উপজাতি কোন দেশের বাসিন্দা?
উত্তরঃ বতসোয়ানায়।


প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।


প্রশ্ন: ভাষার মৌলিক রীতি কোনটি?
উত্তরঃ লেখার রীতি।


প্রশ্ন : একজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন যিনি শিক্ষিতা এবং খেতাব পেয়েছিলেন।
উত্তরঃ ডা. সেতারা বেগম।


প্রশ্ন: রাতুল শব্দের অর্থ কি?
উত্তর: লাল।


প্রশ্ন : বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
উত্তর : মোঃ নূরুল ইসলাম সুজন ।


প্রশ্ন : রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ প্লেটো।


প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় নৌসেনারা কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে?
উত্তরঃ ১০ নং সেক্টর।


প্রশ্ন: ১০ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ এই সেক্টরের কোন সেক্টর কমান্ডার ছিল না।


প্রশ্ন: বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু-
উত্তরঃ ১৫ই নভেম্বর ১৮৬২ 


প্রশ্ন : ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ লিখুন।
উত্তরঃ অগ্নি,অনল,পাবক,হুতাশন ইত্যাদি।


প্রশ্ন : কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
উত্তর : ড্যানিয়েল বার্নহ্যাম ও বব বুই।


প্রশ্ন: ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: অনু + এষণ


প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।


প্রশ্ন: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর: ধূমকেতু


প্রশ্ন : কত বছর বয়সি শিশু বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ করতে পারে?
উত্তর : ৩ বছর।


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কবে ই-টিকেটিং সিস্টেম চালু করে?
উত্তর : ২৯ মে ২০১২।


প্রশ্ন: মেঘের প্রতিশব্দ কোনটি?
উত্তর:জলদ,বারিদ,জলধর ইত্যাদি।


প্রশ্ন: ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর:পারত্রিক।


প্রশ্ন : বাংলাদেশের ট্রেনগুলাের জ্বালানি কী ধরনের?
উত্তর : ডিজেল।


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তর : সৈয়দপুর, নীলফামারী (প্রতিষ্ঠা- ১৮৭০ সালে)।


প্রশ্ন: ‘ষড়ঋতু’ এর সন্ধি বিচ্ছেদ করুন।
উত্তরঃ ষট্ + ঋতু।


প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার।


প্রশ্ন :কমলাপুর রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৭ এপ্রিল ১৯৬৮।


প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর : কমলাপুর, ঢাকা।


প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭১ সালের ১০ই এপ্রিল। 


প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: অগ্নিবীণা।


প্রশ্ন : কমলাপুর রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর : ১৯৫০ সালে।


প্রশ্ন: “কাল নিরবধি” কার আত্মজীবনী?
উত্তরঃ ড. আনিসুজ্জামান।


প্রশ্ন: “কী করেই না দিন কাটেছে” বাক্যটিতে “না” কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ বিস্ময় প্রকাশ।


প্রশ্ন : বিশ্বে কবে প্রথম রেললাইন চালু করা হয়?
উত্তর : ২৭ সেপ্টেম্বর ১৮২৫।


প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কবে গঠন করা হয়?
উত্তর : ১৮৪৫ সালের ১লা জুন।


প্রশ্ন: সাতাশ হত যদি একশো সাতাশ— এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
উত্তর: নিত্যবৃত্ত অতীত।


প্রশ্ন: সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?
উত্তর: আলোক শক্তি।


প্রশ্ন: ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
উত্তরঃ শহীদ কাদরী।


প্রশ্ন: জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে?
উত্তরঃ ২৯ মে।


প্রশ্ন: মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কী?
উত্তরঃ রামায়ণ।


প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে মোট কতটি জেলায় রেল সংযোগ রয়েছে?
উত্তর : ৪৪টি।


প্রশ্ন : কয়টি বিভাগের সকল জেলা রেল লাইনের আওতায় রয়েছে?
উত্তর : তিনটি রাজশাহী, রংপুর ও সিলেট।


প্রশ্ন: মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: রপ্তানি বৃদ্ধি করা।


প্রশ্ন: ‘নজরুল বাংলা ব্যাকরণে ভালো।’ কোন কারক?
উত্তর: অধিকরণ কারক।


প্রশ্ন: চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ কোন ধরনের পুরষ্কার?
উত্তর: গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড


প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে কবে প্রথম রেললাইনের উদ্বোধন করা হয়?
উত্তর : ১৬ এপ্রিল ১৮৫৩।


প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে প্রথম কোথায় রেলপথ উদ্বোধন করা হয়?
উত্তর : মুম্বাই। মুম্বাই থেকে থানে পর্যন্ত।


প্রশ্ন : একাত্তরের দিনগুলি ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা কার লেখা?
উত্তর: জাহানারা ইমাম। 


প্রশ্ন: ‘নির্জনতার কবি’ কে?
উত্তর: জীবনানন্দ দাশ।


প্রশ্ন : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত কয়টি অধিবর্ষ আছে?
উত্তর: ২৫ টি।


প্রশ্ন : রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা কতটি?
উত্তর : ২টি চট্টগ্রাম ও সৈয়দপুর।


প্রশ্ন : কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম কার্বনেট। (Na2CO3 )


প্রশ্ন: কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে।


প্রশ্ন:  বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তরঃ প্রাতিপদিক।


প্রশ্ন : রেলপথে ঢাকা থেকে সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ (২৩ কিমি)।


প্রশ্ন: দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
উত্তর: ইস্তাম্বুল।


প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার তেজগাঁও বিজয় সরণী ।


প্রশ্ন: যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে?
উত্তর: অবীরা।


প্রশ্ন : কোন জেলার মধ্যে সর্বোচ্চ রেলপথ বিস্তৃত রয়েছে?
উত্তর : চট্টগ্রাম (১৭৮.৪৫ কিমি)।


প্রশ্ন: জসীমউদ্‌দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ ধানক্ষেত।


প্রশ্ন: ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সহজলভ্য।


প্রশ্ন: বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
উত্তরঃ আইন বিভাগে।


প্রশ্ন: মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
উত্তরঃ ১০


প্রশ্ন: ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
উত্তরঃ আলস্য


প্রশ্ন:কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল একই পাঠ দিবে?
উত্তরঃ -40°


প্রশ্ন: শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
উত্তরঃ প্রকৃতি


প্রশ্ন: ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ বাক্ + আড়ম্বর


প্রশ্ন : কোন আইন দ্বারা ভারতীয় উপমহাদেশে রেলওয়ে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : রেলওয়ে আইন, ১৮৯০।


প্রশ্ন : কোন কোম্পানি ভারতীয় উপমহাদেশে প্রথম রেললাইন চালু করে?
উত্তর : গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি।


প্রশ্ন: আমি আজ জ্বর জ্বর বোধ করছি- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে?
উত্তর: সামান্য।


প্রশ্ন: ’আপন ভালো পাগলেও বোঝে’-এখানে ভালো কোন পদ?
উত্তর: বিশেষ্য।


প্রশ্ন: ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?
উত্তরঃ পর্তুগিজরা।


প্রশ্ন: ‘যাযাবর’ কার ছদ্মনাম?
উত্তরঃ বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।


প্রশ্ন : ‘ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে’ নাম পরিবর্তন করে ‘পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে’ করা হয় কবে?
উত্তর : ১ ফেব্রুয়ারি ১৯৬১।


প্রশ্ন : পাকিস্তান রেল বোর্ড গঠন করা হয় কবে?
উত্তর : ১৯৬২ সালে।


প্রশ্ন: ‘রজনী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন:‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা।


প্রশ্ন : বাংলাদেশের কোন বিভাগে রেলপথ নেই?
উত্তর : বরিশাল।


প্রশ্ন : রেলপথে ঢাকা হতে সর্বোচ্চ দূরত্বের জেলা কোনটি?
উত্তর : পঞ্চগড় (৬৩৯ কিমি)।


প্রশ্ন :  বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন :  বাংলাদেশের জাতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে?
উত্তর: ১০টি।


প্রশ্ন: ‘মধ্যরাতের অশ্বারোহী’ বলা হতো কাকে?
উত্তর: ফয়েজ আহমদকে।


প্রশ্ন: নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
উত্তর: মাওরি।


প্রশ্ন : পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের নাম কবে বাংলাদেশ রেলওয়ে করা হয়?
উত্তর : ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ রেলওয়ে রাখা হয়।


প্রশ্ন: পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ এইসিওম (AECOM)


প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ চালু হয় কবে এবং কোথায়?
উত্তর :১৮৫৪ সালে পশ্চিম বঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত (৩৮ কিমি)।


প্রশ্ন: ভাষার মৌলিক উপাদান কয়টি?
উত্তরঃ ৪টি 


প্রশ্ন: প্রস্তুত কোন পদ?
উত্তরঃ বিশেষণ


প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর : দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত (১৫ নভেম্বর ১৮৬২)।


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে বাের্ড বিলুপ্ত করা হয় কবে?
উত্তর : ৩ জুন ১৯৮২


প্রশ্ন: কোন স্থানে মানুষ ওজনহীন হয়?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রে।


প্রশ্ন: অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
উত্তরঃ অবিমৃষ্যকারী


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ (BRA) কবে গঠন করা হয়?
উত্তর : ১২ আগস্ট ১৯৯৫।


প্রশ্ন : রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ২৮ এপ্রিল ২০১১।


প্রশ্ন: রেঁনেসার সূত্রপাত কোথায়?
উত্তরঃ ইতালী।


প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তরঃ মাত্রাবৃত্ত 


প্রশ্ন: জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়?
উত্তরঃ পঞ্চগড়।


প্রশ্ন : রেলপথ বিভাগকে কবে রেলপথ মন্ত্রণালয়’ নামকরণ করা হয়?
উত্তর : ৪ ডিসেম্বর ২০১১।


প্রশ্ন: যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে কি ব্যবহৃত হয়?
উত্তর: ‘ত্রী’। যেমন: নেতা-নেত্রী


প্রশ্ন : ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উত্তর: ক+ষ।


প্রশ্ন: কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত দন্ত্য-ন কখনো মূর্ধন্য-ণ হয় না?
উত্তর: ত বর্গীয়।


প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে।


প্রশ্ন: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত- উক্তিটি কার?
উত্তর: প্রমথ চেীধুরীর।


প্রশ্ন: শনশন বায়ু বয় – বাক্যটিতে ‘শনশন’ শব্দটি কোন জাতীয় অব্যয়?
উত্তর: অনুকার বা ধন্যাত্নক অব্যয়।


প্রশ্ন: বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : রেলপথ মন্ত্রণালয়।


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : দুটি (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল)।


প্রশ্ন:  “মেঘ” শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয?
উত্তরঃ মালা।


প্রশ্ন: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উত্তরঃ পুণ্ড্র।


প্রশ্ন: মরুভূমিতে মরীচিকা দেখা যায় কি কারনে?
উত্তরঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।


প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


প্রশ্ন: বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি?
উত্তরঃ ৩টি


প্রশ্ন:অবলম্বনের ‘অব’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সম্যকভাবে।


প্রশ্ন: আদমশুমারী কেন করা হয়?
উত্তরঃ জনসংখ্যা গণনা


প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর: সৈয়দ আলী আহসান।


প্রশ্ন : বাংলাদেশের রণসংগীত কোন কবিতার অংশবিশেষ?
উত্তর: চল চল কবিতার।


প্রশ্ন: ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে?
উত্তরঃ স্পর্শ ধ্বনি।


প্রশ্ন :বাংলাদেশের কোন জেলায় সর্বশেষ রেল সংযোগ চালু হয়?
উত্তর : টাঙ্গাইল।


প্রশ্ন: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ তুষারশুভ্র


প্রশ্ন: কোনটি অনবায়নযোগ্য জ্বালানী?
উত্তরঃ কয়লা।


প্রশ্ন: দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ লালমনিরহাট।


প্রশ্ন: ভাষার মূল উপকরণ কী?
উত্তরঃ বাক্য


প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ ক্যারেলিনস্কা ইনস্টিটিউট।


প্রশ্ন: রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
উত্তরঃ UNHCR


প্রশ্ন: বাংলাদেশ কবে LDC হতে উত্তরণ করবে?
উত্তরঃ ২০২৬ সালে।


প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি কোথায়?
উত্তর : কমলাপুর, ঢাকা।


প্রশ্ন : রেলওয়ে লোকোমোটিভ কারখানা কতটি?
উত্তর : ৪টি ।


প্রশ্ন: সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে-
উত্তরঃ বিকিরণ।


প্রশ্ন: ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ উগ্র।


প্রশ্ন: কোন বানানটি সঠিক?
উত্তরঃ মহর্ষি


প্রশ্ন: বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী?
উত্তরঃ মালাক্কা প্রণালী।


প্রশ্ন: রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর: কাব্যগ্রন্থ।


প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম এ অঞ্চলের সদর দপ্তর কোথায়?
উত্তর : যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী।


প্রশ্ন: যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন-
উত্তরঃ যৌগিক শব্দ।


প্রশ্ন: “বৃষ্টি পড়ে টাপুর টুপুর” এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
উত্তরঃ পদের দ্বিরুক্তি।


প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
উত্তরঃ অস্ট্রিক।


প্রশ্ন: কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, তাকে বলে-
উত্তরঃ প্রযোজক ক্রিয়া।


প্রশ্ন: ড্রাই আইস তৈরিতে কি ব্যবহার করা হয়?
উত্তর: কার্বন ডাই অক্সাইড [CO2] 


প্রশ্ন :বাংলাদেশে রেলওয়ে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে কবে?
উত্তর : ১৯৮৬ সালে।


প্রশ্ন : ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।


প্রশ্ন: রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি?
উত্তরঃ মাইক্রোওয়েভ।


প্রশ্ন :  আকস্মিক এর বিপরীত শব্দ কি?
উত্তর: চিরন্তন।


উল্লেখ্য যে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতে পারে তবে এগুলাই আসবে এমনটা নয়।

সমস্ত প্রশ্নগুলোর সমাধান বিভন্ন ওয়েবসাইড, গাইড অথবা টেক্সবুক এর সাহায্য নিয়ে করা হয়েছে।
আশা করছি প্রদান কৃত সমাধান সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল।

তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্রশ্নসহ উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।


 

Post a Comment

নবীনতর পূর্বতন