সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid


 

বাংলা থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন বাংলা প্রশ্ন এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন, বাংলা ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন |

 

< সম্পূর্ণ তথ্য একত্রে > 


 

বাংলা প্রশ্নগুলোর সমাধান

০১. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ সৌজন্য।

০২. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ ক্ষুদ্রার্থে।

০৩. ‘পদ্মাবতী’ কার রচনা?
উত্তরঃ আলাওল।

০৪. বাক্যের মৌলিক উপদান কোনটি?
উত্তরঃ শব্দ।

০৫. ‘হংস’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ তৎসম শব্দ।

০৬.‘আষাঢ়ে বৃষ্টি নামে’ - বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ৭মী।

০৭.‘গড্ডালিকা প্রবাহ’ এর সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ অন্ধ অনুকরণ।

০৮. ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে?
উত্তরঃ বাকযন্ত্রের সাহায্যে ।

০৯. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উত্তরঃ ফলা বলা হয়।

১০. ব্যাকরণে বচন অর্থ কি?
উত্তরঃ সংখ্যার ধারণা।

১১. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
উত্তরঃ সবুজপত্র।
 
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 
 



১২.‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
উত্তরঃ আরবি।

১৩.‘রুপালি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কি?
উত্তরঃ রূপা + আলি

১৪.‘আন্না’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে-
উত্তরঃ আর + না

১৫. ‘পোস্টাল কোড' কী নির্দেশ করে?
উত্তরঃ প্রাপকের এলাকা।

১৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ ধ্বনিতত্তে¡।

১৬.‘সোনার পাথর বাটি’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ অলীক বস্তু।

১৭.‘নাড়ির টান’ বাগধারাটি যে অর্থে ব্যবহৃত হয়-
উত্তরঃ গভীর ও আন্তরিক মমত্ববোধ।

১৮. ‘দশে মিলি করি কাজ’ এখানে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্তৃকারকে ৭মী বিভক্তি।

১৯. এক কতায় প্রকাশ করুন- ‘অক্ষির সমীপে’
উত্তরঃ সমক্ষ।

২০.‘পটু’ এর বিপরীত শব্দ হবে-
উত্তরঃ অপটু/আনাড়ি

২১.‘গরজ বড় বালাই’ এর অর্থ কি?
উত্তরঃ প্রয়োজনে গুরুত্ব।

২২. ‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
উত্তরঃ নৌ + ইক।

২৩. ‘চতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
উত্তরঃ চতুর।

২৪. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় ব্যাকরণ।

২৫. ‘অমৃত’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ গরল।
 
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 
 

 

২৬.‘উন্নতি’ এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ উৎ + নতি

২৭.‘অরণ্য’ এর স্ত্রী-লিঙ্গ কি?
উত্তরঃ অরণ্যানী।

২৮.‘ঊর্ধ্ব’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ নিম্ন।

২৯.‘খেলনা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ √খেল্ + অনা

৩০. বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
উত্তরঃ লাল লাল গোলাপ

৩১. ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ নিঃস্ব।

৩২. বাংলা ভাষার মূল উৎস কী?
উত্তরঃ বৈদিক ভাষা।

৩৩. উপসর্গের কাজ কী?
উত্তরঃ নতুন শব্দ গঠন।

৩৪. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তরঃ ধাতু।

৩৫. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।

৩৬. এক কথায় প্রকাশ করুন- ‘হাতির ডাক’
উত্তরঃ বৃংহিত।

৩৭. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অর্থের কু প্রভাব।

৩৮. ‘লাঠালাঠি’ কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি।

৩৯.‘অঘটন’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ ঘটন।

৪০. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
উত্তরঃ বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য।

৪১. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে?
উত্তরঃ ৩টি।

৪২.‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যটি কোন দোষে দুষ্ট?
উত্তরঃ বাহুল্য দোষে।

৪৩. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?
উত্তরঃ কাহ্নপা।

৪৪.‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’  এখানে ‘মুখ’ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ দিক।

৪৫.‘আপনাকে পÐিত মনে করে যে’ এককথায় কি হবে?
উত্তরঃ পÐিতম্মন্য।

৪৫. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি-
উত্তরঃ প্রবন্ধ গ্রন্থ।

৪৬. ‘অগ্নি’ শব্দের সমার্থক কোনটি?
উত্তরঃ কৃশানু [আগুন, বহ্নি, অনল, পাবক, দাহন।]

৪৭. ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী -নিচের কোন নিয়মে হয়েছে?
উত্তরঃ আ+ঈ = এ

৪৮. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ ব্যাখ্যামূলক।

৪৯. ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

৫০. ‘উপকারীর অপকার করে যে’ তাকে কি বলে?
উত্তরঃ কৃতঘœ।
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 
 


৫১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ পদ্মরাগ, সুলতানার স্বপ্ন।

৫২. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম কি?
উত্তরঃ সাজু।

৫৩. বাংলা ভাষার ছন্দ কত প্রকার?
উত্তরঃ তিন।

৫৪. ‘হনন করার ইচ্ছা’ এক কথায়-
উত্তরঃ জিঘাংসা।

৫৫. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উঃ ৭টি। (অ,আ,ই,উ,এ,ও,অ্যা) যদি প্রশ্নে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি বলতো তাহলে উত্তর হতো ৩৭ টি।

৫৬. সমাস শব্দের অর্থ কি?
উত্তরঃ সংক্ষেপণ।

৫৭. কোনটি দ্ব›দ্ব সমাসের উদাহরণ?
উত্তরঃ ভাই-বোন , অহি-নকুল

৫৮. কারক কত প্রকার?
উত্তরঃ ৬ প্রকার।

৫৯. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন?
উঃ ৩ টি। (আকাক্সক্ষা, আসত্তি এবং যোগ্যতা)

৬০. মৎস্য এর চলিত রূপ-
উত্তরঃ মাছ।

৬১. ‘চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ চতুঃ+পদ।

৬২. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
উত্তরঃ সাধু ভাষারীতি।

৬৩. ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে ৭মী

৬৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ শারীরিক

৬৫. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তরঃ কাব্য।

৬৬. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
উত্তরঃ বিশেষ্য ও বিশেষ্য।

৬৭. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ?
উত্তরঃ ছোটগল্প ।

৬৮. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ মনু+ষ্ণ

৬৯.‘বরফ গলা নদ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ জহির রায়হান

৭০.‘আসাদের শার্ট’ কবিতাটির লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান

৭১.‘ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ?
উত্তরঃ ক্ষুধা + ঋত

৭২.‘মহর্ষি’ কোন  সমাস?
উত্তরঃ কর্মধারয়

৭৩. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
উত্তরঃ অব্যয়।

৭৪. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা?
উত্তরঃ মাত্রাবৃত্ত। 

৭৫. রবীন্দ্রনাথ ঠাকুর ‘সোনার তরী’ কোথায় রচনা করেন?
উত্তরঃ শিলাইদহ।

৭৬.ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
উত্তরঃ সাধুরীতি।

৭৭.‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ পর্তুগিজ।

৭৮.‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ তিরোভাব।

৭৯.‘ঘণ্টা বেজে উঠল’ কোন ধরণের ক্রিয়াপদ?
উত্তরঃ যৌগিক।
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 
 

 

৮০.‘বিদ্যালয়’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ বিদ্যা + আলয়

৮১. মুখচোরা এর সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ লাজুক ।

৮২. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম?
উত্তরঃ অনুবর্ণ।

৮৩. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি?
উত্তরঃ ফলা।

৮৪. ‘অশে^র ডাক’কে বলা হয়-
উত্তরঃ হ্রেষা।

৮৫. ‘স্বল্প’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ সু + অল্প

৮৬. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক।

৮৭. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
উত্তরঃ কমা।

৮৮. তাতারি কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ ক্রীতদাসের হাসি [লেখক শওকত ওসমান]
 
৮৯. ‘একবার ফল দিয়ে যে গাছ মারা যায়’ তাকে বলে
উত্তরঃ ওষধি।

৯০.‘সঞ্চয়’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ সম্+ চয়

৯১. মোড়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মুড় + অক 

৯২. বিভক্তিহীন নামপদকে কী বলে?
উত্তরঃ প্রাতিপদিক।

৯৩. ‘হাজার বছরের বাঙ্গালি সংস্কৃতি’ বইটির লেখক কে?
উত্তরঃ গোলাম মুরশিদ

৯৪.‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অর্ধাঙ্গিনী।

৯৫.‘পুরস্কার’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ পুরঃ + কার

৯৬. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?
উত্তরঃ ছেলেধরা।

৯৭.‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ আবুল মনসুর আহমদ

৯৮.সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তরঃ ছাড়পত্র।

৯৯. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
উত্তরঃ কানাকানি।

১০০.‘গবেষণা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ গো + এষণা

১০১. ঊফরঃরড়হ শব্দের অর্থ-
উত্তরঃ সংস্করণ।

১০২. ‘বীর’ শব্দটির বিপরীত শব্দ কি?
উত্তরঃ বীরাঙ্গনা

১০৩. উপসর্গের কাজ কী?
উত্তরঃ নতুন শব্দ গঠন

১০৪. ‘প্রথম> পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তরঃ বিপ্রকর্ষ [মধ্য স্বরাগম] 

১০৫. পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?
উত্তরঃ  মিশ্র [আরবি, উর্দু, ফারসি ও হিন্দি] 

১০৬. কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ?
উত্তরঃ মানুষ

১০৭. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
উত্তরঃ নিত্য মূর্ধন্য-ষ ব্যাবহৃত শব্দসমূহ: আষাঢ়, ঈষৎ, উষ্ণ, ঊষা, ঔষধ, কোষ, তুষার, পুরুষ]

১০৮. ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ষষ্ঠী।

১০৯. ‘বেঁচে থাকার ইচ্ছা’ এক কথায়-
উত্তরঃ জিজীবিষা।

১১০. ‘প্রাণভয়’ কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় [প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়] 

১১১. ‘আগুন’ এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ অগ্নি, অনল, পাবক, দাহন।

১১২. নীচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ দোষী = নির্দোষী [সঠিক দোষী = নির্দোষ] 

১১৩. ‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ বাক্যটি?
উত্তরঃ যৌগিক বাক্য।

১১৪. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ জেলেনী
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০+ বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 

১১৫. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরণের রচনা?
উত্তরঃ প্রবন্ধ।

১১৬. ‘হাত-ভারী’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ কৃপণ।

১১৭. শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ বড়দিদি।

১১৮. কোনটি ঐতিহাসিক নাটক?
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর [মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ] 

১১৯. ‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?
উত্তরঃ ল্যাটিন।
 
১২০.‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
উত্তরঃ নীহাররঞ্জন রায়।
 
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।

 



 

Post a Comment

নবীনতর পূর্বতন