সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে || Bangladesh Army Exam Preparation || Lw Biozid

 

#bdarmy, #defencejobpreparation, #defencejob, #jobpreparation, #lwbiozid

 

👉বাংলাদেশ সেনাবাহিনী:👈

  • বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার : বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। বাংলাদেশ  সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। 

  • সেনাবাহিনীতে সৈন্যদের তিনটি বিস্তৃত বিভাগ রয়েছে| সৈনিক, জুনিয়র কমিশনড অফিসার এবং কমিশনড অফিসার। প্রত্যেকের নিজস্ব বিশেষ প্রশিক্ষণ, দায়িত্ব এবং দক্ষতার ক্ষেত্র রয়েছে। প্রতিটি সৈনিক আমাদের জাতির গর্ব। একসাথে, তারা আমাদের কাউন্টি, আমাদের স্বাধীনতা এবং আমাদের জীবনধারা রক্ষা করার জন্য সেনাবাহিনীর ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।

 

 

👉বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি:👈

বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি। যেই প্রশ্ন এবং উত্তরগুলো সহজ করবে তোমার ভাইভা পরিক্ষা।


⏩   বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধানের নাম কি?
উত্তরঃ এস এম শফিউদ্দিন আহমেদ (জন্ম: ১ ডিসেম্বর ১৯৬৩) 
 
⏩   কয়টি বাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত?
উত্তরঃ ৩ টি বাহিনী। [সেনা, নৌ এবং বিমানবাহিনী]
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম কি?
উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
 
⏩    ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মেজর আবদুল গণি।
 
⏩  মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি?
উত্তরঃ ৩ টি (সেনাবার্তা, সেনা প্রবাহ ও আর্মি জার্নাল)
 
⏩    বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে?
উত্তরঃ আর্মি স্টাফ কলেজ।
 
⏩   বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মিরপুর সেনানিবাসে।
 
 

বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি:

এই প্রশ্নের সমাধান গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।


 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের “ট্যাংক” যুক্ত হয় কবে?
উত্তরঃ ১৩ ডিসেম্বর ২০১২।
 
⏩   মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ জেনারেল এম এ জি ওসমানী।
 
⏩    বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২১ নভেম্বর।
 
⏩    বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের ভাটিয়ারিতে (পূর্বেছিলো কুমিল্লায়)
 
⏩   সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কী নামে পরিচিত?
উত্তরঃ অপারেশন ক্লিনহার্ট ।
 
⏩    বাংলাদেশ সেনাবাহিনীর শ্লোগান কী?
উত্তরঃ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।
 
⏩    বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১টি (যুক্তরাষ্ট্র)।
 
⏩    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি?
উত্তরঃ জেনারেল।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়?
উত্তরঃ ২০১৩ সালে।
 
⏩   সি-ব্যাট কী?
উত্তরঃ বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
 
⏩    শহীদ সালাউদ্দিন সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা।
 
⏩   সার্কভূক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
উত্তরঃ মালদ্বীপের।
 
⏩    টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু’ সেনানিবাস কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৯ জানুয়ারি ২০১৫।
 

বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি:

এই প্রশ্নের সমাধান গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।



 
⏩    বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন?
উত্তরঃ ২০ জন।
 
⏩   স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?
উত্তরঃ ৪৬ জন।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কী?
উত্তরঃ জেনারেল এম.এ.জি ওসমানী।
 
⏩    ‘সোর্ড অব অনার’ প্রদান করা হয় কাকে?
উত্তরঃ সশস্ত্র বাহিনীর ক্যাডেটদেরকে।
 
⏩  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
উত্তরঃ জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
 
⏩   জেনারেল শফিউদ্দিন সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন কবে?
উত্তরঃ ২৪ জুন ২০২১সালে।
 
⏩    বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কুর্মিটোলা,ঢাকা।
 
⏩    বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১ (উইকিপিডিয়া) (১২ জুলাই)
 
⏩    বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকা সেনানিবাস।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
উত্তরঃ ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তরঃ ৩ জন। (সিপাহি মোস্তফা কামাল, সিপাহি হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর)
 
⏩   প্রথমবারের মতো ‘সোর্ড অব অনার’-এ ভূষিত মহিলা কে?
উত্তরঃ মারজিয়া ইসলাম।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনীর সবোর্চ্চ পদ কি?
উত্তরঃ ফিল্ড মার্শাল।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তরঃ জেনারেল নাজমা বেগম।
 
⏩ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তরঃ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
 
⏩   বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করে?
উত্তরঃ স্বাধীনতা পুরষ্কার।
 
⏩  সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে?
উত্তরঃ ২০০০ সালে।
 

বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি:

এই প্রশ্নের সমাধান গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 
 
⏩   বাংলাদেশ মিলিটারি একাডেমী প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালের ১১ জানুয়ারি, কুমিল্লায়।
 
⏩  বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।
 
⏩   বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কামান্ডার কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
 
⏩  বাংলাদেশ মিলিটারি একাডেমী কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত করা হয় কবে?
উত্তরঃ ১৯৭৬ সালে।
 
⏩ সামরিক অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম বিভাগকে কী বলা হয়?
উত্তরঃ অর্ডিন্যান্স বিভাগ ।
 
⏩  ‘জাহানাবাদ’ সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনায়।
 
⏩ বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে?
উত্তরঃ ১৯৭৫ সালে।
 
⏩ জাতিসংঘ দিবস কত তারিখে?
উত্তরঃ ২৪ অক্টোবর।
 
⏩  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তরঃ মীরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান (১১ ডিসেম্বর, ২০০৭)।
 
⏩   ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?
উত্তরঃ বিজয় কেতন।
 
⏩  ‘টাস্কফোর্স’ কী?
উত্তরঃ সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।
 
⏩  ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কখন গঠন করা হয়?
উত্তরঃ ১৫ ই ফেব্রæয়ারি ১৯৪৮।
 
⏩   বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি?
উত্তরঃ কাজী মুহাম্মদ শফিউল্লাহ।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার পায়?
উত্তরঃ ২৫ মার্চ ২০০৭।
 
⏩   বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ বিজয় সারণি, তেজগাঁও (ঢাকা)
 
⏩  গোপন স্থান থেকে আকষ্মিক আক্রমণ চালানোর স্থানকে কী বলে?
উত্তরঃ ব্লাক আউট।
 
⏩ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৯৭১ সালে।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট (BIR)
 
⏩ বাংলাদেশ মিলিটারি একাডেমী কয়টি?
উত্তরঃ ১টি।
 
⏩   বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে?
উত্তরঃ শেখ হাসিনা।
 
⏩  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তরঃ প্রেসিডেন্ট।
 

বাংলাদেশ সেনাবাহিনীর পরিক্ষার প্রস্তুতি:

এই প্রশ্নের সমাধান গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 
 
⏩  বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী?
উত্তরঃ জেনারেল এম. এ. জি. ওসমানী।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকদের পদ কয়টি?
উত্তরঃ ০৯ টি।
 
⏩  বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কী?
উত্তরঃ সেকেন্ড লেফটেন্যান্ট।
 
⏩  সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌ-বাহিনীর পদকে কী বলে?
উত্তরঃ এডমিরাল ।
 
⏩  সর্বশেষ কবে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়?
উত্তরঃ ১৯৮২ সালে।
 
⏩  Inter Service Selection Board (ISSB) কী?
উত্তরঃ সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।
 
⏩   বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে?
উত্তরঃ সুরাইয়া বেগম।
 
⏩  বাংলাদেশ ‘মিগ-২৯’ যুদ্ধবিমান কিনছে কোন দেশ হতে?
উত্তরঃ রাশিয়া। (১৯৯৯ সালে )
 
⏩  ২০০৫ সালে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ৯ জন সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়?
উত্তরঃ কঙ্গোর ইতুরি প্রদেশে (২৫ ফেব্রুয়ারি ২০০৫)।
 
⏩  এশিয়ার কোন দেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই, প্রতিরক্ষা সংস্থা রয়েছে?
উত্তরঃ জাপান। 
 
 
 
প্রিয় পাঠক আপনি যেন এই প্রশ্ন উত্তর গুলো সৃতিতে ধরে রাখতে পারেন এবং এই প্রশ্ন গুলো যাতে আপনার নিত্যদিনের চলার পথে সাহায্য করতে পারে সেই দোয়াই রইলো।
আপনার জ্ঞান হোক অসিম।
 
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্নসহ সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।


 

Post a Comment

নবীনতর পূর্বতন