বিজিবি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন | BGB Exam Preparation | by Lw Biozid
#bgb, #bgbexampreparation , #bgbexam, #bgbgk
বর্ডার গার্ড বাংলাদেশ ভর্তি প্রস্তূতি। বিজিবি ভর্তি প্রস্তূতি প্রশ্ন ও সমাধান । এই প্রশ্ন গুলো সহজ করবে আপনার ভাইবা পরিক্ষা।
প্রশ্নঃ BGB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Border Guard Bangladesh
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ মেজর জেনারেল সাকিল আহমেদ। (SPP,nswc,afwc,psc)
প্রশ্নঃ বাংলাদেশ সীমান্ত রক্ষী “বিজিবি” নামে যাত্রা শুরু করে কবে?
উত্তরঃ ২০১১ সালের ২৩ জানুয়ারি।
প্রশ্নঃ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী?
উত্তরঃ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পূর্বনাম কী?
উত্তরঃ বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
প্রশ্নঃ বিজিবির সদর দপ্তর কোথায়?
উত্তরঃ পিলখানা, ঢাকা।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রতীক কি?
উত্তরঃ বিশেষ বেসমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের উপর শাপলা।
প্রশ্নঃ পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?
উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
প্রশ্নঃ পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করে কবে?
উত্তরঃ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
প্রশ্নঃ বিজিবিতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেয়া হয়-
উত্তরঃ ২০১৬ সালে।
প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে বিজিবি এর নাম কি ছিল?
উত্তরঃ ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর স্লোগান কি?
উত্তরঃ সীমান্তের অতন্দ্র প্রহরী।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
প্রশ্নঃ বিজিবি এর গোড়াপত্তন হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৭৯৫ সালের ২৯ জুন।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিত্তি সংস্থার নাম কি?
উত্তরঃ রামগড় লোকাল ব্যাটালিয়ন।
প্রশ্নঃ বিজিবি এর নাম এ পর্যন্ত কতবার পরিবর্তন করা হয়েছে?
উত্তরঃ 7 বার।
প্রশ্নঃ বিজিবি কে জাতীয় পতাকা প্রদান করা হয় কত সালে?
উত্তরঃ ৩ মার্চ ১৯৮০ সালে।
প্রশ্নঃ ভারতের সিমান্ত রক্ষা বাহিনীর নাম কি?
উত্তরঃ বি এস এফ। বর্ডার সিকিউরিটি ফোর্স।
প্রশ্নঃ বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সীমান্তরক্ষী বাহিনী কোন দেশের?
উত্তরঃ মায়ানমারের
প্রশ্নঃ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যুদ্ধ সংঘটিত হয় কখন?
উত্তরঃ ২০০০ সালের ৮ জানুয়ারি (নাফ যুদ্ধ)
প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে?
উত্তরঃ ২ টি। (ভারত,মায়ামার)
প্রশ্নঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় প্রথম কবে?
উত্তরঃ ২৩ জুলাই ২০১১সালে। (বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং ভারতের শিল্প বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এর উদ্বোধন করেন৷ )
প্রশ্নঃ বিদ্রোহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করে কবে?
উত্তরঃ ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
প্রশ্নঃ মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে?
উত্তরঃ ৩ টি (রাঙামাটি,বান্দরবান, কক্সবাজার)।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
উত্তরঃ ২১ ডিসেম্বর ২০১০।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে?
উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১১।
প্রশ্নঃ বিজিবি ও বিএসএফের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় কোথায়?
উঃ কুড়িগ্রামের রৌমারীতে (১৮ এপ্রিল ২০০১)।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২০ ডিসেম্বর।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ আইনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কি?
উত্তরঃ মৃত্যুদণ্ড।
ভিডিওটি দেখতে পারেন।
প্রশ্নঃ স্পেশাল রিজার্ভ কোম্পানি কত সালে ঢাকার পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে?
উত্তরঃ ১৮৭৯ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে?
উত্তরঃ ৩ মার্চ, ১৯৭২ সালে।
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে কত জন বিডিআর সদস্য শহীদ হন?
উত্তরঃ ৮১৭ জন।
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিজিবি স্বাধীনতা পদক লাভ করে কবে?
উত্তরঃ ২০০৮ সালে।
প্রশ্নঃ বিজিবি প্রথম মহাপরিচালক কে ছিলেন?
উত্তরঃ মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত।
প্রশ্নঃ বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংঘর্ষ হয়-
উত্তরঃ ২০০১ সালে।
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কত জন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান?
উত্তরঃ ১২০ জন। ( বীরশ্রেষ্ঠ-২, বীর উত্তম-৮, বীর বিক্রম-৩২ এবং বীর প্রতীক-৭৮)
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিডিআর (ই.পি.আর) থেকে বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া ব্যক্তি কে?
উত্তরঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ এবং ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ।
প্রশ্নঃ সাকিল আহমেদ কত সালে (বিজিবি) এর মহাপরিচালক হিসেবে যোগদান করেন?
উত্তরঃ ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি (২৩ তম মহাপরিচালক)
প্রশ্নঃ বিজিবি ট্রেনিং সেন্টার কোথায়?
উত্তরঃ চট্টগ্রামের বায়তুল ইজ্জত।
প্রশ্নঃ অপারেশন রিবেল হান্ট কি?
উত্তরঃ বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার অভিযান।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ আইন জাতীয় সংসদে কবে পাশ হয়?
উত্তরঃ ৮ ডিসেম্বর ২০১০ সালে।
প্রশ্নঃ পিলখানার নির্মম হত্যাকাণ্ডে নিহত সংখ্যা কত?
উত্তরঃ ৫৭ জন (বিডিআর) সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন।
প্রশ্নঃ বিজিবি এর ব্যাটালিয়ন কয়টি?
উত্তরঃ ৬১ টি।
প্রশ্নঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রধান কাজ কি?
উত্তরঃ সীমান্ত প্রহরা, অনভিপ্রেত চলাচল এবং চোরাচালান প্রতিরোধ।
প্রশ্নঃ বিজিবি এর সেক্টর কয়টি?
উত্তরঃ ১৬টি।
প্রশ্নঃ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৫২ জনকে।
প্রশ্নঃ সীমান্ত সংঘর্ষে নিহত বিডিআর সিপাহী যারা ‘বাংলাদেশ রাইফেলস’ ও প্রেসিডেন্ট’ পদকে ভূষিত হন,তাঁরা কে?
উত্তরঃ ১.সিপাহী নায়েক মোহাম্মদ ওয়াহিদ মিয়া।
২. সিপাহী মোঃ আব্দুল কাদের
৩. সিপাহী মোঃ মাহফুজুর রহমান।
প্রিয় পাঠক আপনি যেন এই প্রশ্ন উত্তর গুলো সৃতিতে ধরে রাখতে পারেন এবং এই প্রশ্ন গুলো যাতে আপনার নিত্যদিনের চলার পথে সাহায্য করতে পারে সেই দোয়াই রইলো। আপনার জ্ঞান হোক অসিম।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ১ম পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ২য় পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর |
- বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার প্রস্তুতি ।। সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে |
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০২ || computer operator exam preparation-02
- BGB Exam Preparation | বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন |
- Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি |
- মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান || Metro rail in dhaka gk || Lw Biozid
- সরকারি চাকরির প্রস্তুতি 2023 || Job preparation bangladesh || সাধারণ জ্ঞান প্রশ্ন || Lw Biozid
একটি মন্তব্য পোস্ট করুন