Family Planning Department Recruitment Exam Questions and Answers
 

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩

আপনি কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর প্রশ্ন সমাধান খুঁজতাছেন? হ্যাঁ যদি খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ তার সমাধান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩ নিম্নে দেয়া হলো:-
 

 Family Planning Exam Question Solution Result 2023

পদের নামঃ বিভিন্ন পদ
পরীক্ষার তারিখঃ ২১ জানুয়ারি ২০২৩
পূর্ণমানঃ ৮০
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট


বাংলা অংশের সমাধানঃ

১। নিচের কোনটির সাহায্যে মানুষ সুক্ষাতি সুক্ষভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
উত্তরঃ কণ্ঠধ্বনির সাহায্যে

২। বাংলা ভাষার মূল উৎস-
উত্তরঃ বৈদিক ভাষা

৩। বাংলা বর্ণমালার পুর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে?
উত্তরঃ ৩২, ৮, ১০

৪। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
উত্তরঃ য, য়

৫। খাটি বাংলায় কোন সন্ধি নেই?
উত্তরঃ বিসর্গ সন্ধি

৬। তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎ + ময়

৭। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
উত্তরঃ বন + পতি =বনস্পতি

৮। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
উত্তরঃ ধাতু

৯। শিক্ষক শ্রেনীকক্ষে এলেন’ এ বাক্যটি কোন কালের ক্রিয়া?
উত্তরঃ সাধারণ অতীত

১০। আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
উত্তরঃ অনুজ্ঞা ভাব

১১। গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।- এখানে ‘মড়মড়’ কোন অনুকুতির ধবন্যাত্মক শব্দ?
উত্তরঃ অনুভূতির কাল্পনিক

১২। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’ বাক্যটি সার্থক বাক্যের কোন গুন হারিয়েছে?
উত্তরঃ আসত্তি [প্রশ্নে ভুল সংশোধন করে উত্তর করা হয়েছে]

১৩। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না’- এটি কোন শ্রেনীর বাক্য?
উত্তরঃ যৌগিক

১৪। বাক্যে কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
উত্তরঃ সেমিকোলন

১৫। হাইফেনকে বাংলায় কী বলে?
উত্তরঃ সংযোগ চিহ্ন

১৬। কোন বানানটি ভুল?
উত্তরঃ মুমুর্ষু [সঠিক বানান মুমূর্ষু ]

১৭। অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি-বাক্যটির ‘অটবি’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ অরণ্য

১৮। মুহূর্তে অভিমান ভোলা এ অর্থে কোন বাগধারাটির ব্যবহার হয়ে থাকে?
উত্তরঃ বিড়ালের আড়াই পাক

১৯। রুপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ ক্রোধানল

২০। তার যেন সেখানে যাওয়া হয়’ বাক্যটি কোন বাচ্য?
উত্তরঃ ভাববাচ্য



Family Planning Department Recruitment Exam Questions and Answers 2023


ইংরেজি অংশের সমাধানঃ


২১। ‘light’ is to ‘dark’ as ‘cold’ is to—-.
উত্তরঃ hot

২২। I cannot —to pay such high prices.
উত্তরঃ afford

২৩। What is the antonym of ‘Queer’?
উত্তরঃ orderly

২৪। Vice results………..misery.
উত্তরঃ in

২৫। Out and out’ means-
উত্তরঃ Thoroughly

২৬। Choose the correct preposition `My brother has no interest……music.
উত্তরঃ in

২৭। This is ……….useful book for research.
উত্তরঃ a

২৮। The phrase `Achilles heel’ means-
উত্তরঃ a weak point

২৯। What is the adjective of the word `Heart’?
উত্তরঃ Heartening

৩০। Had I known in advance, I……enough money.
উত্তরঃ would have taken

৩১। A person who knows many languages is called?
উত্তরঃ Polyglot.

৩২। `Macbeth’ is?
উত্তরঃ Play

৩৩। He did it…….his own accord.
উত্তরঃ of

৩৪। The word `Lunar’ is related to?
উত্তরঃ moon

৩৫। Right and left means-
উত্তরঃ indiscriminately

৩৬। Love for the whole world is called-
উত্তরঃ philanthropy

৩৭। To meet trouble halfway means:
উত্তরঃ to be puzzled

৩৮। Which of the following can be both masculine and feminine?
উত্তরঃ spouse

৩৯। The correct proverb is?
উত্তরঃ Silence is golden.

৪০। Have you ever…….to London?
উত্তরঃ been


Planning Department Recruitment Exam Questions and Answers 2023


গণিত অংশের সমাধানঃ

৪১। 9, 36, 81……………এর ৬ষ্ঠ পদের সংখ্যাটি কত?
উত্তরঃ ৩২৪

৪২। ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? উত্তরঃ

৪৩। বার্ষিক ১২% মুনফার কত বছরে ১০০০০ টকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
উত্তরঃ

৪৪। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? উত্তরঃ

৪৫। x – 1/x = 5 হলে (x – 1/x)2 এর মান কত?
উত্তরঃ

৪৬। x – y = 10 এবং xy = 30 হলে x3 – y3 এর মান কত?
উত্তরঃ

৪৭। 9×2 – 9x – 42 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
উত্তরঃ

৪৮। ৩ট সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ

৪৯। a + b = 5 এবং a – b = 3 হলে ab এর মান কত?
উত্তরঃ

৫০। ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
উত্তরঃ

৫১। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?
উত্তরঃ

৫২। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
উত্তরঃ

৫৩। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?
উত্তরঃ

৫৪। একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটি অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
উত্তরঃ

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ


৫৫। শিশুদের রিকেট হয়-
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে

৫৬। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক

৫৭। IAEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Atomic Energy Agency

৫৮। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন

৫৯। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি

৬০। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

৬১। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

৬২। বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

৬৩। পানির ছোট ফোটা কোন গুণের কারণে গোলাকৃতি হয়?
উত্তরঃ পৃষ্ঠাটান

৬৪। মুজিবনগর দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল

৬৫। SDG এর Goal কতটি?
উত্তরঃ ১৭টি

৬৬। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন

৬৭। কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি

৬৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র

৬৯। কারাগারের রোজনামাচা একটি –
উত্তরঃ দিনলিপি

৭০। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে

৭১। হাড়ের শেষ এর নাম-
উত্তরঃ Osteoblast

৭২। Polio রোগের Vaccine-
উত্তরঃ OPV

৭৩। পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
উত্তরঃ ২০টি

৭৪। মানুষের দেহে হাড়ের সংখ্যা-
উত্তরঃ ২০৬টি

৭৫। জাতীয় টিকাদান কর্মসূচীতে কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
উত্তরঃ ৬টি

৭৬। মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি

৭৭। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ও পজেটিভ

৭৮। মানুষের দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টরল দরকার?
উত্তরঃ

৭৯। Exclusive Breast Feeding বলতে শিশু জন্মের কয়মাস বুঝায়?
উত্তরঃ

৮০। গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে (First trimester) মাকে কি দেয় হয়?
উত্তরঃ
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।

এতক্ষণ যাবৎ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।

 

Post a Comment

নবীনতর পূর্বতন