পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Accountant Question Solution 2023 || #lwbiozid

 

 DOE Accountant Question Solution 2023

পরিবেশ অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 প্রকাশিত হয়েছে। Department of Environment (DOE) পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 । পরিবেশ বিভাগের পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। Department of Environment (DOE) হিসাব-রক্ষক পদের পরীক্ষার প্রশ্ন-সমাধান 2023 এর সমস্ত তথ্য নীচে দেয়া হলো:- 
 
 
 

পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী পদের প্রশ্ন সমাধান-2023

প্রতিষ্ঠানের নামঃ পরিবেশ অধিদপ্তর
পরীক্ষা তারিখঃ ৩১ মার্চ ২০২৩
পদের নামঃ হিসাব রক্ষক
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ১০০
 
 
গণিত অংশের সমাধান
 
 
 
 বাংলা অংশের সমাধান
 
 ৫। এক কথায় প্রকাশ করুনঃ
(ক) অরণ্যের অগ্নিকাণ্ড = দাবানল।
(খ) ধী-শক্তির অধিকারী = ধীমান।
(গ) মৃত্তিকার দ্বারা নির্মিত = মৃন্ময়।
(ঘ) যে বিষয়ে কোন বিতর্ক নাই = অবিসংবাদিত।
(ঙ) যুদ্ধে স্থির থাকেন যিনি = যুধিষ্ঠির।

৬। অর্থ সহ বাক্য রচনাঃ
(ক) আটকপালে (হতভাগ্য): আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল।
(খ) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ/যৎসামান্য পুঁজি): ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না।
(গ) কেতা দুরস্ত (পরিপাটি): হাফিজের চালচলন বেশ কেতা দুরস্ত।
(ঘ) ভূষণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যাক্তি): ১০০ বছরের বৃদ্ধটি ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে।
(ঙ) চোখের বালি (অসহ্য/চক্ষুশূল): আয় উপার্জন না থাকলে স্বামীও স্ত্রীর চোখের বালি হয়ে যায়।

৭। বিপরীত শব্দঃ
নিরর্থক - সার্থক
পূর্বসূরি - উওরসূরি
সংশয়   - প্রত্যয়
উন্মুখ    - বিমুখ
উৎকৃষ্ট  - নিকৃষ্ট

৮। বানান শুদ্ধিকরণঃ
ঐক্যমত  -  ঐকমত্য
সম্ভ্রান্তশালী -  সম্ভ্রমশালী
দৈন্যতা   -   দৈন্য
মুখছবি    -  মুখচ্ছবি
নিরপরাধী - নিরপরাধ

৯। সন্ধি বিচ্ছেদঃ
উত্থাপন = উৎ + স্থাপন
অহরহ = অহঃ + অহ
অতীত = অতি + ইত
ষোড়শ = ষট্ + দশ
দ্যুলোক = দিব্ + লোক

১০। গ্রন্থসমূহের রচয়িতার নামঃ
(ক) অবরোধবাসিনী - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
(খ) গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর।
(গ) সঞ্চিতা- কাজী নজরুল ইসলাম।
(ঘ) লালসালু - সৈয়দ ওয়ালিউল্লাহ।
(ঙ) পায়ের আওয়াজ পাওয়া যায় -সৈয়দ শামসুল হক।
 
 
 ইংরেজি অংশের সমাধান
 
 
সাধারণ জ্ঞান অংশের সমাধান
 
১৭। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তরঃ ১৬১০ সালে।

১৮। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কি?
উত্তরঃ তমদ্দুন মজলিস।

১৯। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?
উত্তরঃ ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।

২০। বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।

২১। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু-১

২২। “চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ” কি বিষয়ক পুরস্কার?
উত্তরঃ পরিবেশ।

২৩। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?
উত্তরঃ বিজিপি।

২৪। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ?
উত্তরঃ অ্যামাজন।

২৫। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ CPU

২৬। কম্পিউটারের অস্থায়ী মেমোরি নাম কি?
উত্তরঃ RAM


২৭। হিসাবের বৈশিষ্ট্যসমূহ কি কি?
উত্তরঃ হিসাবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:- নির্দিষ্ট শিরোনাম, হিসাব কোড, নির্দিষ্ট ছক বা কাঠামো, দুটি পক্ষ, তারিখ, দ্বৈত সত্তার প্রতিফল। জেরটানা ও ফলাফল নির্ণয়, রেফারেন্স, হিসাবের সমাপনী জের, সমাপ্তি রেখা।

২৮। দায় কি? দায় কত প্রকার?
উত্তরঃ
দায়ঃ যে দায় গুলো এক বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলাই চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়।
দায় সমূহ যেমনঃ
১। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল।
২। ব্যাংক জমাতিরিক্ত।

২৯। জাবেদা বহির কয়টি কলাম থাকে ও কি কি?
উত্তরঃ ৫টি।

৩০। রেওয়ামিল কি?
উত্তরঃ রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পদ ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়।
 
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 


Post a Comment

নবীনতর পূর্বতন