LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
lged কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ নিচে তুলে ধরা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করে থাকি নির্ভুল প্রশ্ন সমাধান তুলে ধরার জন্য। আমরা এলজিইডি প্রশ্ন সমাধান ১০০% নির্ভুল করার চেষ্টা করেছি। এরপরও যদি কোন ভুল পরিলক্ষিত হয় তবে আমাদেরকে #কমেন্ট করে জানালে আমরা এটি সমাধান করবো। চলুন দেখে নেই গতকালকে অনুষ্ঠিত এলজিইডি কার্য সহকারী Question solved 2023:
এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023
এই সমাধান গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিও লিংক নিচে দেওয়া হলো:স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কার্য সহকারীপ্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
১. 'ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
উত্তরঃ -উক
২. Sustainable Development Goals (SDG) কয়টি?
উত্তরঃ ১৭টি
৩. নিচের কোনটি তৎসম শব্দ?
উত্তরঃ নারিকেল
৪. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তরঃ রঞ্জন
৫. The correct translation of 'সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে-
উত্তরঃ The anti-socials are still at large.
6. Everyone... when a thief entered into our house.
উত্তরঃ was asleep
৭. RAM শব্দের অর্থ কি?
উত্তরঃ Random Access Memory
৮. Gulliver's Travels is written by-
উত্তরঃ Jonathan Swift
৯. দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো-
উত্তরঃ বিদ্যুৎ
10. Choose the word closest in meaning to the word 'absorbed'.
উত্তরঃ Engrossed
১১. ECNEC এর চেয়ারম্যান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী
১২. “বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহীম
13. Find out the correct sentence.
উত্তরঃ He and I are present.
14. What is the right Synonym of 'Hostile?
উত্তরঃ Unfriendly
১৫. log x(1/8) = -2 হলে x = কত
উত্তরঃ 2√2
১৬. রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
১৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
উত্তরঃ ২০ বছর
১৮. শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
সঠিক উত্তর: ভাববাচক বিশেষ্য ।
19. The phrase pooh-pooh is-
উত্তরঃ To reject
২০. I am used to ... coffee in the morning now.
উত্তরঃ drinking
২১. ‘সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
উত্তরঃ অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
২২. ‘কৃশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ স্থুল
২৩. “হৈম কে আমি লইয়া যাইব”- কে বলেছিল?
উত্তরঃ হৈমন্তীর স্বামী
২৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ মহীয়সী
২৫. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তরঃ ২৪
২৬. লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ
27. ‘Out and out' means-
উত্তরঃ Thoroughly
২৮. x - y = 2 এবং xy = 15 হলে (x + y) এর মান কত?
উত্তরঃ 8
২৯. নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
উত্তরঃ ক. চন্দ্রদ্বীপ,গ. হরিকেল
৩০. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত “শাক্যমুনি’ কে?
উত্তরঃ গৌতম বুদ্ধ
৩১. জলবায়ুর উপাদান নয় কোনটি?
উত্তরঃ সমুদ্রস্রোত
32. Find out the wrong sentence.
ক. How long has Rahim been unemployed ?
খ. How long do you know karim?
গ. She has been ill for quite a long time.
ঘ. My Father got married in USA.
33. Who is calling me? বাক্যটির Passive form হবে?
উত্তরঃ By whom am I being called?
৩৪. ‘ষ্ণ' সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
উত্তরঃ ষ্+ণ
৩৫. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে
উত্তরঃ ক্রোমোজোম
৩৬. ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ পণ্ডিত সেজে আছে যে মূর্খ
37. Many men and women aspire to… presideney.
উত্তরঃ no article
৩৮. টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%
৩৯. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
উত্তরঃ ৩০°
৪০. ‘প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
41. They went to school yesterday, ... ?
উত্তরঃ didn't they
42. We have to deal ... our problem.
উত্তরঃ with
43. ‘Accommodation' is-
উত্তরঃ Noun
৪৪. ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না'- তাকে এক কথায় কি বলে?
উত্তরঃ ক্ষণপ্রভা
45. 10 x 0.02 x 0.0001 = কত?
উত্তরঃ ০.০০০০২
৪৬. ‘সংসার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্+সার
৪৭. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
উত্তরঃ ২ মার্চ
48. m-1/ m= 2 হলে m^4+1/m^4 = কত?
উত্তরঃ 34
৪৯. কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তরঃ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৫০. ‘বল্কল’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ বৃক্ষত্বক
৫১. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...ধারাটির পরবর্তী সংখ্যা কত?
উত্তরঃ ১০১
৫২. ‘ম্রিয়মান' শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ যার মৃত্যু অবস্থা
৫৩. ‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
উত্তরঃ হতভাগ্য
৫৪. Choose the correct spelling.
উত্তরঃ Achievement
৫৫. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
৫৬. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তরঃ ৪
৫7. ‘Othello' is a Shakespear's play about
উত্তরঃ A Moor
৫৮. There are two brothers, but.... of them were honest.
উত্তরঃ neither
৫৯. একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
উত্তরঃ ১৮০ ডিগ্রি
৬০. মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
উত্তরঃ মোহাম্মদ মোস্তফা কামাল
৬১. ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
উত্তরঃ ৬০%
৬২. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি-
উত্তরঃ ৯
৬৩. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তরঃ ততঃ+অধিক
৬৪. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
৬৫. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তরঃ ৫০√৫
৬৬. বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
উত্তরঃ ০.০৩%
৬৭. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ ইন্দ্রিয়
৬৮. Choose the word which is most nearly opposite to the word 'OPAQUE'
উত্তরঃ Transparent
৬৯. Do you know the solution ... the problem?
উত্তরঃ to
৭০. ১ / ০ = কত?
উত্তরঃ অসীম
প্রিয় ভিজিটর বন্ধুরা, আজকে আমরা এলজিইডি LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩ তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। আপনারা চাইলে এখান থেকে প্রশ্ন ও প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করে মোবাইল থেকে পড়তে পারবেন।
উত্তরঃ -উক
২. Sustainable Development Goals (SDG) কয়টি?
উত্তরঃ ১৭টি
৩. নিচের কোনটি তৎসম শব্দ?
উত্তরঃ নারিকেল
৪. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তরঃ রঞ্জন
৫. The correct translation of 'সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে-
উত্তরঃ The anti-socials are still at large.
6. Everyone... when a thief entered into our house.
উত্তরঃ was asleep
৭. RAM শব্দের অর্থ কি?
উত্তরঃ Random Access Memory
৮. Gulliver's Travels is written by-
উত্তরঃ Jonathan Swift
৯. দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো-
উত্তরঃ বিদ্যুৎ
10. Choose the word closest in meaning to the word 'absorbed'.
উত্তরঃ Engrossed
১১. ECNEC এর চেয়ারম্যান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী
১২. “বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহীম
13. Find out the correct sentence.
উত্তরঃ He and I are present.
14. What is the right Synonym of 'Hostile?
উত্তরঃ Unfriendly
১৫. log x(1/8) = -2 হলে x = কত
উত্তরঃ 2√2
১৬. রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
১৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
উত্তরঃ ২০ বছর
১৮. শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
সঠিক উত্তর: ভাববাচক বিশেষ্য ।
19. The phrase pooh-pooh is-
উত্তরঃ To reject
২০. I am used to ... coffee in the morning now.
উত্তরঃ drinking
২১. ‘সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
উত্তরঃ অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
২২. ‘কৃশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ স্থুল
২৩. “হৈম কে আমি লইয়া যাইব”- কে বলেছিল?
উত্তরঃ হৈমন্তীর স্বামী
২৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ মহীয়সী
২৫. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তরঃ ২৪
২৬. লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ
27. ‘Out and out' means-
উত্তরঃ Thoroughly
২৮. x - y = 2 এবং xy = 15 হলে (x + y) এর মান কত?
উত্তরঃ 8
২৯. নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
উত্তরঃ ক. চন্দ্রদ্বীপ,গ. হরিকেল
৩০. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত “শাক্যমুনি’ কে?
উত্তরঃ গৌতম বুদ্ধ
৩১. জলবায়ুর উপাদান নয় কোনটি?
উত্তরঃ সমুদ্রস্রোত
32. Find out the wrong sentence.
ক. How long has Rahim been unemployed ?
খ. How long do you know karim?
গ. She has been ill for quite a long time.
ঘ. My Father got married in USA.
33. Who is calling me? বাক্যটির Passive form হবে?
উত্তরঃ By whom am I being called?
৩৪. ‘ষ্ণ' সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
উত্তরঃ ষ্+ণ
৩৫. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে
উত্তরঃ ক্রোমোজোম
৩৬. ‘পণ্ডিতমূর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ পণ্ডিত সেজে আছে যে মূর্খ
37. Many men and women aspire to… presideney.
উত্তরঃ no article
৩৮. টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%
৩৯. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
উত্তরঃ ৩০°
৪০. ‘প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
41. They went to school yesterday, ... ?
উত্তরঃ didn't they
42. We have to deal ... our problem.
উত্তরঃ with
43. ‘Accommodation' is-
উত্তরঃ Noun
৪৪. ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না'- তাকে এক কথায় কি বলে?
উত্তরঃ ক্ষণপ্রভা
45. 10 x 0.02 x 0.0001 = কত?
উত্তরঃ ০.০০০০২
৪৬. ‘সংসার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্+সার
৪৭. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
উত্তরঃ ২ মার্চ
48. m-1/ m= 2 হলে m^4+1/m^4 = কত?
উত্তরঃ 34
৪৯. কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তরঃ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৫০. ‘বল্কল’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ বৃক্ষত্বক
৫১. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...ধারাটির পরবর্তী সংখ্যা কত?
উত্তরঃ ১০১
৫২. ‘ম্রিয়মান' শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ যার মৃত্যু অবস্থা
৫৩. ‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
উত্তরঃ হতভাগ্য
৫৪. Choose the correct spelling.
উত্তরঃ Achievement
৫৫. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
৫৬. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তরঃ ৪
৫7. ‘Othello' is a Shakespear's play about
উত্তরঃ A Moor
৫৮. There are two brothers, but.... of them were honest.
উত্তরঃ neither
৫৯. একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
উত্তরঃ ১৮০ ডিগ্রি
৬০. মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
উত্তরঃ মোহাম্মদ মোস্তফা কামাল
৬১. ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
উত্তরঃ ৬০%
৬২. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি-
উত্তরঃ ৯
৬৩. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তরঃ ততঃ+অধিক
৬৪. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
৬৫. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তরঃ ৫০√৫
৬৬. বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
উত্তরঃ ০.০৩%
৬৭. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ ইন্দ্রিয়
৬৮. Choose the word which is most nearly opposite to the word 'OPAQUE'
উত্তরঃ Transparent
৬৯. Do you know the solution ... the problem?
উত্তরঃ to
৭০. ১ / ০ = কত?
উত্তরঃ অসীম
প্রিয় ভিজিটর বন্ধুরা, আজকে আমরা এলজিইডি LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩ তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। আপনারা চাইলে এখান থেকে প্রশ্ন ও প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করে মোবাইল থেকে পড়তে পারবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কমিউনিটি অর্গানাইজার
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ০৯ জুন ২০২৩ইং
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ০৯ জুন ২০২৩ইং
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং
LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ১ম পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ২য় পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর |
- বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার প্রস্তুতি ।। সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে |
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০২ || computer operator exam preparation-02
- BGB Exam Preparation | বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন |
- Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি |
- LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
- মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান || Metro rail in dhaka gk || Lw Biozid
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || DSHE account assistant question 2023 || @LwBiozid
- [FWV] পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid
- LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2022 || Lw Biozid
- ১৭ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন সমাধান || 17th NTRCA Question Solution || Lw Biozid
- Railway Khalasi Exam Question Solution 2022 | বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | pdf
একটি মন্তব্য পোস্ট করুন