Public Works Department (PWD) Exam Question Solution 2023 | গণপূর্ত অধিদপ্তরের (PWD) অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 | #lwbiozid

 

PWD Office Sohayok Exam Question Solution 2023

গণপূর্ত অধিদপ্তরের (PWD) অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 । চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। আমাদের আজকের আর্টিকেলটি PWD (Public Works Department) এর MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 নিয়ে সাজানো হয়েছে।  গণপূর্ত বিভাগ (PWD) বাংলাদেশের একটি সরকারি সংস্থা। PWD অর্থাৎ  গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (2023) নিচে দেয়া হলো। এখান থেকে দেখে নিন আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে।
 

Public Works Department (PWD) Exam Question Solution 2023

প্রতিষ্ঠানের নামঃ গণপূর্ত অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ ২০ মে ২০২৩
পরীক্ষার সময়ঃ 3.00 PM to 4.00 PM
Exam Type: MCQ


Public Works Department (PWD) 

প্রশ্নের সেট-০১ সমাধানঃ   

১। Gulliver’s Travels —– a famous book
ক. is খ. are গ. has ঘ. have
উত্তরঃ ক. is

২। ‘লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. বর্মি  খ. উর্দু গ. ফার্সি ঘ. চীনা
উত্তরঃ ক. বর্মি  

৩। Identify plural number.
ক. syllabus খ. axis গ. data ঘ. man
উত্তরঃ গ. data

৪। Who wrote ‘Macbeth’?
ক. William Wordsworth খ. William Shakespeare গ. G.B. Shaw ঘ. P.B. Shelly
উত্তরঃ খ. William Shakespeare

৫। I am good___mathematics.
ক. in খ. at গ. of ঘ. for
উত্তরঃ খ. at

৬। ১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
ক. ২.৫ খ. ২.৫৪ গ. ২.৪৫ ঘ. ৩.১
উত্তরঃ খ. ২.৫৪

৭। সমকোণে কত ডিগ্রি হয়?
ক. ৪৫ খ. ৯০ গ. ১৮০ ঘ. ৩৬০
উত্তরঃ খ. ৯০

৮। ‘কবর’ কবিতা কে লিখেছেন?
ক. জসীমউদ্দীন খ. মুনীর চৌধুরী গ. কাজী নজরুল ইসলাম ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ ক. জসীমউদ্দীন

৯। পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
ক. ২৩ জুন ২০২২ খ. ২৫ জুন ২০২২ গ. ২২ জুন ২০২২ ঘ. ২৫ জুলাই ২০২২
উত্তরঃ খ. ২৫ জুন ২০২২

১০। ‘A man of letter’ means–
ক. a good man খ. a bad man গ. a postman ঘ. a scholar
উত্তরঃ ঘ. a scholar

১১। ‘আমি চা পান করি না’ – নিচের কোনটি সঠিক?
ক. I do not eat tea. খ. I do not take tea. গ. I do not drink tea. ঘ. I do not like tea.
উত্তরঃ খ. I do not take tea.  

১২। Early rising is conducive_—health.
ক. in খ. to গ. for গ. at
উত্তরঃ খ. to

১৩। নিচের কোনটি একবচন?
ক. আমি খ. আমরা গ. মাঝিরা ঘ. কলমগুলো
উত্তরঃ ক. আমি

১৪। Which one of the following is common gender?
ক. infant  খ. bee গ. prince ঘ. heir
উত্তরঃ  ক. infant

১৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. Airport is a busy place. খ. Airport is busy place.
গ. The airport is a busy place. ঘ. The airport is busy place.
উত্তরঃ গ. The airport is a busy place.

১৬। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর গ. ভারত মহাসাগর ঘ. দক্ষিণ মহাসাগর
উত্তরঃ ক. প্রশান্ত মহাসাগর

১৭। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
ক. ১০ জানুয়ারী, ১৯৭২ খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ গ. ১৭ মার্চ, ১৯৭২ ঘ. ২৫ মার্চ, ১৯৭২
উত্তরঃ ক. ১০ জানুয়ারী, ১৯৭২

১৮।
উত্তরঃ  

১৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেনা কোনটি?
ক. টেকনাফ খ. বেতবুনিয়া গ. মহাখালী ঘ. কালিয়াকৈর
উত্তরঃ খ. বেতবুনিয়া

২০। I have written a letter- বাক্যটি কোন tense?
ক. simple present খ. present perfect গ. past perfect ঘ. present perfect continuous
উত্তরঃ খ. present perfect

২১। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- কার উক্তি?
ক. মদনমোহন তর্কালঙ্কার খ. ভারতচন্দ্র রায়গুণাকর গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. কুসুমকুমারী দাশ
উত্তরঃ খ. ভারতচন্দ্র রায়গুণাকর

২২। It was long since we—- her last.
ক. meet খ. met গ. had met ঘ. would meet
উত্তরঃ গ. had met

২৩। He is—-one eyed man.
ক. a খ. an গ. the ঘ. none
উত্তরঃ ক. a

২৪। নৌকা ঘাটে বাঁধা– ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া খ. করণে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ গ. অধিকরণে সপ্তমী

২৫। ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। বাবার বয়স কত?
ক. ৪২ খ. ৫২ গ. ৬২ ঘ. ৭২
উত্তরঃ খ. ৫২

২৬। Which word is correct?
ক. comissioner খ. commissioner গ. comisioner ঘ. commisioner
উত্তরঃ খ. commissioner

২৭। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
ক. চট্টগ্রাম খ. রাঙ্গামাটি গ. ময়মনসিংহ ঘ. খুলনা
উত্তরঃ খ. রাঙ্গামাটি

২৮। কর্তা’ শব্দের স্ত্রী লিঙ্গ কি?
ক. কর্তৃ খ. কর্ত্রী গ. কর্তনী ঘ. কর্তন
উত্তরঃ খ. কর্ত্রী

২৯। The noun of ‘beautiful’ is?
ক. beautify খ. beautiness গ. beauty ঘ. beautifully
উত্তরঃ গ. beauty

৩০। ৬২৫ এর বর্গমূল কত?
ক. ১৫ খ. ২৫ গ. ৪৫ ঘ. ৩৫
উত্তরঃ খ. ২৫

৩১। XII =?
ক. ১২ খ. ৫২ গ. ১০২ ঘ. ২২
উত্তরঃ ক. ১২

৩২। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. Plotter খ. Monitor গ. Speaker ঘ. Scanner
উত্তরঃ ঘ. Scanner

৩৩। Which one is uncountable noun?
ক. Pen খ. Apple গ. Table ঘ. Rice
উত্তরঃ ঘ. Rice

৩৪। ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?
ক. ৫০০ গ্রাম খ. ১০০০ গ্রাম গ. ১৫০০ গ্রাম ঘ. ১.১ কেজি
উত্তরঃ খ. ১০০০ গ্রাম

৩৫। ‘শেষের কবিতা’- কোন ধরণের রচনা?
ক. কাব্যগ্রন্থ খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. নাটক
উত্তরঃ গ. উপন্যাস

৩৬। কোনটি বড়?
ক. ০.০১ খ. ০.০০১ গ. ০.০০০১ ঘ. ০.১
উত্তরঃ ঘ. ০.১

৩৭।

ক.

উত্তরঃ  

৩৮। “π ” এর মান কত?
ক. 3.1614 খ. 2.14 গ. 3.1416 ঘ. 3.5
উত্তরঃ গ. 3.1416

৩৯। সন্ধি বিচ্ছেদ করুন: জনৈক
ক. জন+এক খ. জন+ঐক্য গ. জ+এক ঘ. জ+ঐক্য
উত্তরঃ ক. জন+এক

৪০। Accept’ শব্দটির noun হবে–
ক. Acceptance খ. Acception গ. Accepted ঘ. Acceptable
উত্তরঃ ক. Acceptance

৪১। সঠিক বানান কোনটি?
ক. সায়ত্বশাসন খ. স্বায়ত্তশাসন গ. সামত্ত্বশাসন ঘ. সায়ত্তশাসন
উত্তরঃ খ. স্বায়ত্তশাসন

৪২। আমরা সেখানে গিয়েছিলাম translate it
ক. We go there খ. We gone there গ. We went there ঘ. We had gone there
উত্তরঃ গ. We went there

৪৩। ‘মূক’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. মুখরা খ. চেহারা গ. বোবা ঘ. বদন
উত্তরঃ গ. বোবা

৪৪। বিপরীত শব্দ লিখুনঃ চাক্ষুষ
ক. অগোচর খ. অদৃশ্য গ. নিরিবিলি ঘ. নিভন্ত
উত্তরঃ ক. অগোচর

৪৫। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২২৫ বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত মিটার?
ক. ২০ খ. ১৫ গ. ২৫ ঘ. ৬০
উত্তরঃ খ. ১৫

৪৬। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
ক. ভারত খ. নেপাল গ. ভুটান ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ. ভুটান

৪৭। বিশ্বকাপ ফুটবল ২০২২ এ ‘গোল্ডেন বুট’ লাভ করেন কে?
ক. লিওনেল মেসি খ. কিলিয়ান এমবাপ্পে গ. নেইমার ঘ. এমিলিয়ান মার্টিনেজ
উত্তরঃ খ. কিলিয়ান এমবাপ্পে

৪৮। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. নওগাঁ গ. বগুড়া ঘ. নরসিংদী
উত্তরঃ খ. নওগাঁ

৪৯। He took me there. The passive voice is
ক. 1 should be taken there by him. খ. I was taken there by him.
গ. I was to be taken there by him. ঘ. He was trying to take me there.
উত্তরঃ খ. I was taken there by him.

৫০। দুটি সংখ্যার গুণফল ১২০ এবং গ.সা.গু ১২ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত.?
ক. ১৫ খ. ১০ গ. ২০ ঘ. ৫
উত্তরঃ খ. ১০

৫১। কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
ক. ৫ জন খ. ১০ জন গ. ১৫ জন ঘ. ২৫ জন
উত্তরঃ ক. ৫ জন

৫২। ভাষার ক্ষুদ্রতম একক কি?
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য
উত্তরঃ ক. ধ্বনি

৫৩। বিশেষ্য কোনটি?
ক. এবং খ. আমরা গ. নদী ঘ. ভালো
উত্তরঃ গ. নদী

৫৪। বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শামসুর রাহমান গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্‌দীন
উত্তরঃ গ. কাজী নজরুল ইসলাম

৫৫। সরল করুনঃ ১ – ১ + ১
ক. ১ খ. ০ গ. -১ ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. ১

৫৬। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক. ভুমি x উচ্চতা খ. ভুমি + উচ্চতা গ. ১/২ (ভুমি x উচ্চতা)  ঘ. (ভুমি x উচ্চতা)২
উত্তরঃ গ. ১/২ (ভুমি x উচ্চতা)

৫৭। ৪/৫ = শতকরা কত?
ক. ৫০% খ. ৭০% গ. ৮০% ঘ. ১২৫%
উত্তরঃ গ. ৮০%

৫৮। x3= 64 হলে x এর মান কত?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6
উত্তরঃ খ. 4

৫৯। অর্ধমাত্রার বর্ণ কয়টি-
ক. ৮ খ. ১০ গ. ৯ ঘ. ১১
উত্তরঃ ক. ৮

৬০। a+b = 7 এবং ab = 10 হচ্ছে (a -b)2 এর মান কত?
ক. 7 খ. 9 গ. 11 ঘ. 13
উত্তরঃ খ. 9

৬১। অনুপাত কী?
ক. একটি পূর্ণ সংখ্যা খ. একটি মৌলিক সংখ্যা গ. একটি ভগ্নাংশ ঘ. একটি জোড় সংখ্যা
উত্তরঃ গ. একটি ভগ্নাংশ

৬২। ক্রিয়ার মূল অংশকে কি বলে?
ক. পদ খ. শব্দ গ. ধাতু ঘ. অব্যয়
উত্তরঃ গ. ধাতু

৬৩। ভাজক ১০, ভাগফল ১০, ভাগশেষ ১ হলে ভাজ্য কত?
ক. ১০১ খ. ২০১ গ. ১৯ ঘ. ১১০
উত্তরঃ ক. ১০১

৬৪। এক কথায় প্রকাশ করুনঃ কি করিতে হইবে বুঝিতে পারে না যে-
ক. অসহায় খ. বোকা গ. কিংকর্তব্যবিমূঢ় ঘ. হতবিহাল
উত্তরঃ গ. কিংকর্তব্যবিমূঢ়

৬৫। ‘PWD’ এর পূর্বের নাম কী?
ক. ডিআইটি খ. সিএন্ডবি গ. নগর উন্নয়ন অধিদপ্তর ঘ. এইচ বি আর আই
উত্তরঃ খ. সিএন্ডবি

৬৬। বার্ষিক কত হারে ৩০০০ টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?
ক. ২০% খ. ১০% গ. ৩০% ঘ. ১৫%
উত্তরঃ খ. ১০%

৬৭। ‘At home’ – এর অর্থ কি?
ক. try to make a home খ. home made of bricks গ. familiar with ঘ. one who has lost home
উত্তরঃ গ. familiar with

৬৮। ‘গায়ে হলুদ’ কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব খ. অলুক তৎপুরুষ গ. অলুক বহুব্রীহি ঘ. কর্মধারয়
উত্তরঃ গ. অলুক বহুব্রীহি

৬৯। ‘সনেট’ কত লাইন হয়?
ক. ১০ খ. ৮ গ. ১২ ঘ. ১৪
উত্তরঃ ঘ. ১৪

৭০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ১০ খ. ৮ গ. ৪ ঘ. ২
উত্তরঃ  ঘ. ২  
 
এখানে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়কর পদের পরীক্ষার পরিপূর্ণ সমাধান পাবেন যা  ২০ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। 

আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 

Post a Comment

নবীনতর পূর্বতন