LGED Community Organizer Question Solution 2023 || স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || #lwbiozid
LGED কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
আজ ৯ই জুন, ২০২৩ তারিখ রোজ শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। যেখানে এলজিইডি কমিউনিটি অর্গানাইজার পদের প্রথম ধাপের নিয়োগ লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। দেশের রাজধানী শহর ঢাকায় পরীক্ষা একযোগে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। যেখানে এলজিইডি কমিউনিটি অর্গানাইজার পদের ২০৬টি শুন্য পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ২ লাখ প্রার্থী।এলজিইডি কমিউনিটি অর্গানাইজার প্রশ্ন ও উত্তর
আপনি কি এলজিইডি কমিউনিটি অর্গানাইজার পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা একজন প্রার্থী? তাহলে পরীক্ষা পরবর্তী অবশ্যই এখন আপনি উক্ত পদের প্রশ্ন ও উত্তর বিভিন্ন জায়গায় খুঁজছেন। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই, কেননা আমরা এই অংশে তুলে ধরব আজ তথা ০৯ জুন ২০২৩ইং (শুক্রবার) অনুষ্ঠিত এলজিইডি কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন ও তার সম্পূর্ণ সঠিক উত্তর।LGED Community Organizer Question Solution 2023
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা সকল প্রার্থীদের ওয়েলকাম করছি এই আর্টিকেলে। যেখানে আমরা তুলে ধরব ০৯ জুন ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত LGED কমিউনিটি অর্গানাইজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান। আপনারা সকলেই অবগত আছেন যে এলজিইডি থেকে শুরু করে যে কোন প্রকার পরীক্ষা শেষে সকলেই প্রশ্নের সাথে সঠিক উত্তর খুঁজে থাকে মিলিয়ে দেখার জন্য। আর আজকের আর্টিকেল এর মাধ্যমে LGED তথা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কমিউনিটি অর্গানাইজার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান দেখব:-
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: কমিউনিটি অর্গানাইজারপ্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ০৯ জুন ২০২৩ইং
১. The passive form of the sentence : 'One must keep one's promises' is-
ক. One's promises are kept.
খ. One's promises must kept.
গ. One's promises were kept.
ঘ. One's promises must be kept.
উত্তরঃ ঘ. One's promises must be kept.
২. He is ‘friendly’ with his friends. Underlined word is-
ক. Adverb খ. Preposition
গ. Noun ঘ. Adjective
উত্তরঃঘ. Adjective
৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান' কার রচনা?
ক. আমজাদ হোসেন গ. শওকত ওসমান
খ. হুমায়ুন আহমেদ ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ. সৈয়দ শামসুল হক
৪. If I had a pen, I (write) a letter. Here the right form of verb is-
ক. Writing খ.would write
গ. will write ঘ. had written
উত্তরঃ খ.would write
৫. কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?
ক. ১৯৯৫ সালে খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৭ সালে ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ. ১৯৯৭ সালে
৬. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
ক. ১/২২ খ. ১/৬৪
গ. ১/৬৫ ঘ. ২২/৬৫
উত্তরঃ ক. ১/২২
৭. ‘যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী?
ক. প্লবগ গ. সসাড়
খ. অসাড় ঘ. মেটে
উত্তরঃ ক. প্লবগ
৮. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়, অঙ্কদুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
ক. ৫৭ খ. ৭৫
গ. ৩৯ ঘ. ৯৩
উত্তরঃ গ. ৩৯
৯. The meaning of ' etiquette' is-
ক. A customary code of behavior
খ. The way one sings
গ. Food habit
ঘ. Rules and regulations
উত্তরঃ ক. A customary code of behavior
১০. যৌগিক শব্দ কোনটি?
ক. প্রবীণ খ. তৈল
গ. জলধি ঘ. গায়ক
উত্তরঃ ঘ. গায়ক
১১. ‘মোহামেডান লিটারারি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে?
ক. নওয়াব আব্দুল লতিফ খ. হাজী মুহম্মদ মুহসীন
গ. সৈয়দ আমীর আলী ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ক. নওয়াব আব্দুল লতিফ
১২. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
ক. ইসরাইল খ. তাইওয়ান
গ. আফগানিস্তান ঘ. জর্ডান
উত্তরঃ ক. ইসরাইল
13. The correct meaning of ' deliberate' is-
ক. Willingly খ. known
গ. Intentional ঘ. familiar
উত্তরঃ গ. Intentional
১৪. রবীন্দ্রনাথের ‘সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা ঘ. মাত্রাবৃত্ত
উত্তরঃ ঘ. মাত্রাবৃত্ত
১৫.‘লেফাফাদুরস্ত' বাগধারায় ‘লেফাফা' শব্দের আভিধানিক অর্থ-
ক. পোশাক খ. খাম
গ. লেপা ঘ. ফাঁপা
উত্তরঃ খ. খাম
16. A synonym of ' obsessed would be :
ক. fixated খ. frenzied
গ. Frantic ঘ. Fazed
উত্তরঃ ক. Fixated
১৭. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
ক. জর্ডান খ. লেবানন
গ. ইরান ঘ. বাহরাইন
উত্তরঃ গ. ইরান
১৮.‘ছাদ থেকে নদী দেখা যায়' এখানে 'ছাদ' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে পঞ্চমী
খ. করণে পঞ্চমী
গ. অপাদানে পঞ্চমী
ঘ. অধিকরণে পঞ্চমী
উত্তরঃ গ. অপাদানে পঞ্চমী
১৯.টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান-
ক. ৪০৬ খ. ৬৩৮
গ. ৪২৬ ঘ. ৪৩৬
উত্তরঃ খ. ৬৩৮
২০.‘লয়া জিরগা' হলো-
ক. মুসলমানদের একটি পবিত্র স্থান
খ. ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
ঘ. তিব্বতের আধ্যাতিক নেতা
উত্তরঃ গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
২১. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
ক. ০.৫% বেড়েছে
খ. ০.২৫% বেড়েছে
গ. ০.২৫% কমেছে
ঘ. ০.৫% কমেছে
উত্তরঃ গ. ০.২৫% কমেছে
22. ‘With flying colours' means-
ক. very successful
খ. with pomp and ceremony
গ. with too much pride
ঘ. very enthusiastically
উত্তরঃ ক. very successful
২৩. 'Orient House' কার সদর দপ্তর?
ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
খ. ব্রিটিশ লেবার পার্টি
গ. যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি
ঘ. ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
24. Which is plural noun?
ক. News খ. Poetess
গ. Jeans ঘ. Measles
উত্তরঃ গ. Jeans
২৫.ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক. লাভ ২৫% খ. ক্ষতি ২৫%
গ. লাভ ১০% ঘ. ক্ষতি ৫০%
উত্তরঃ ঘ. ক্ষতি ৫০%
২৬.একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮° । এর বাহু সংখ্যা কতগুলো হবে?
ক. ৩০ খ. ২০ গ. ১৮ ঘ. ১০
উত্তরঃ ক. ৩০
২৭. ‘রাতুল' শব্দের অর্থ-
ক. লাল মোরগ খ. লাল পদ্ম
গ. লাল শামুক ঘ. লাল
উত্তরঃ ঘ. লাল
২৮.‘Rites' similar to - www.prebd.com
ক. Practices খ. Regulations
গ. Law ঘ. Habits
উত্তরঃ ক. Practices
২৯.‘কেষ্ট বিষ্ণু' এর অর্থ কী?
ক. প্ৰণাম খ. উভয় সংকট
গ. লণ্ড-ভণ্ড ঘ. গণ্যমান্য
উত্তরঃ ঘ. গণ্যমান্য
৩০.‘জল' শব্দের সমার্থক নয় কোনটি?
ক. সলিল খ. উদক
গ. জলধি ঘ. নীর
উত্তরঃ গ. জলধি
৩১.১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
ক. ৩১ খ. ৩৩ গ. ৩২ ঘ. ৩৪
উত্তরঃ খ. ৩৩
32.Change the voice 'Who is calling me?
ক. By whom am I called?
খ. By whom I am called?
গ. By whom am I being called?
ঘ. Whom am I called by?
উত্তরঃগ. By whom am I being called?
৩৩.কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
ক. ভিটামিন বি খ. ভিটামিন সি
গ. ভিটামিন কে ঘ. ভিটামিন বি-২
উত্তরঃ গ.ভিটামিন কে
৩৪. জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. নিউইয়র্ক- ১৯৯০
খ. নয়াদিল্লি- ১৯৯০
গ. বেইজিং-১৯৯৫
ঘ. ঢাকা-১৯৯৫
উত্তরঃ গ. বেইজিং-১৯৯৫
৩৫.a + b = 7 এবং ab=12 হলে 1/a2 +1/ b2 এর মান কত?
ক. 3/25 খ.25/144
গ.31/144 ঘ.11/49
উত্তরঃ খ.25/144
36. It is high time you ... a job.
ক. Seak খ. Need
গ. Sought ঘ. Apply for
উত্তরঃ গ. Sought
৩৭.‘মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে ‘খাওয়াচ্ছেন’ কোন ক্রিয়াপদের উদাহরণ?
ক. ঋণাত্মক খ. দ্বিকর্মক
গ. যৌগিক ঘ. ণিজন্ত
উত্তরঃ ঘ. ণিজন্ত
৩৮. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
ক. ওডিসি খ. হায়ারোগ্লিফিক
গ. প্যাপিরাস ঘ. ক্যালিওগ্রাফি
উত্তরঃ খ. হায়ারোগ্লিফিক
৩৯. ‘বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী ?
ক. দিলারা হাশেম খ. রাজিয়া খান
গ. রিজিয়া রহমান ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ. রাজিয়া খান
40. Which word is similar to 'appal'?
ক. deceive খ. confuse
গ. dismay ঘ. solicit
উত্তরঃ গ. Dismay
৪১.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সে.মি. এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ৩৩৬ বর্গসে.মি. খ. ৮৪ সে.মি.
গ. ৮৪ বর্গসেমি. ঘ. ১০০ বর্গসেমি.
উত্তরঃ ক. ৩৩৬ বর্গসে.মি.
৪২. বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলে?
ক. দাঁড়ি খ. ড্যাস
গ. কমা ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. কমা
৪৩.একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
ক. ৫৫৫০ খ. ৪৭৫০
গ. ৫০০০ ঘ. ৫২৫০
উত্তরঃ গ. ৫০০০
44. 'Sherlock Holmes' was written by-
ক. William Shakespare
খ. Dylam Thomas
গ. John Galsworthy
ঘ. Sir Arthur Conan Doyle
উত্তরঃ ঘ. Sir Arthur Conan Doyle
45. 81(√3)2x = 1 হলে x এর মান কত?
ক.-3 খ. 3 গ.4 ঘ. -4
উত্তরঃ ঘ. -4
46. Fill in the blank You may go for a walk if you feel ... it. www.prebd.com
ক. about খ. on
গ. for ঘ. like
উত্তরঃ ঘ. like
47. √(x + 3) = √x + √3 হলে x = কত?
ক. 3 খ. -3 গ. √3 ঘ. 0
উত্তরঃ ঘ. 0
48.The clerk checked us ... and gave us our keys.
ক. in খ. over গ. Out ঘ. Down
উত্তরঃ ক. In
৪৯. ‘ভারসাম্যতা' শব্দটি অশুদ্ধ কেন?
ক. প্রত্যয় জনিত কারণে
খ. উপসর্গ জনিত কারণে
গ. সন্ধি জনিত কারণে
ঘ. কারক জনিত কারণে
উত্তরঃ ক. প্রত্যয় জনিত কারণে
৫০. ‘পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মুন্সি মেহেরুল্লাহ
খ. কামিনী রায়
গ. সঞ্জয় ভট্টাচার্য
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃগ. সঞ্জয় ভট্টাচার্য
৫১.৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
ক. ৭ খ. ১৫ গ. ১০ ঘ. ১২
উত্তরঃ খ. ১৫
৫২.বার্ষিক ৪*১/২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৪৫৮ টাকা খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা ঘ. ৭২৫ টাকা
উত্তরঃ গ. ৭০০ টাকা
৫৩. i^-49 এর মান কত? www.prebd.com
ক. - 1 খ. i গ. 1 ঘ.- i
উত্তরঃ ঘ.- i
৫৪.মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অব যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
ক. ওয়াল্ট হুইটম্যান
খ. অ্যালেন গিন্সবার্গ
গ. উইলিয়াম কার্লোস উইলিয়াম
ঘ. রবার্ট ফ্রস্ট
উত্তরঃ খ. অ্যালেন গিন্সবার্গ
৫৫.‘আচেহ প্রদেশ' কোন দেশের অংশ?
ক. মালয়েশিয়ার খ. ইন্দোনেশিয়ার
গ. থাইল্যান্ডের ঘ. মায়ানমারের
উত্তরঃ খ. ইন্দোনেশিয়ার
৫৬.এক কথায় প্রকাশ করুন: ‘অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার'-
ক. চতুরঙ্গ খ. সংশপ্তক
গ. কুশীলব ঘ. শালগ্রাংশু
উত্তরঃ ক. চতুরঙ্গ
৫৭. কোনটি তৎপুরুষ সমাস?
ক. জ্ঞানমানব খ. মহাকাব্য
গ. শতাব্দী ঘ. মন্ত্রমুগ্ধ
উত্তরঃ ঘ. মন্ত্রমুগ্ধ
৫৮. শুষ্ক বরফ বলা হয়?
ক. হিমায়িত অক্সিজেন
খ. হিমায়িত কার্বন মনোক্সাইড
গ. হিমায়িত কার্বন ডাই অক্সাইড
ঘ. ক্যালসিয়াম অক্সাইড
উত্তরঃ গ. হিমায়িত কার্বন ডাই অক্সাইড
3
৫৯. P(A) = ⅓ , P(B)=¾ A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
ক. ¾ খ.⅓ গ.⅚ ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ.⅚
৬০.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা-
ক. ৯ খ. ১০ গ. ১২ ঘ. ১৫
উত্তরঃ খ. ১০
৬১.‘হেলাল' শব্দের সমার্থক -
ক. আদিত্য খ. রাকা
গ. আংশুমান ঘ. ফাল্গুনী
উত্তরঃ খ. রাকা
৬২. Many a little makes a...
ক. Tickle খ. Mickle
গ. Sickle ঘ. Bickle
উত্তরঃ খ. Mickle
৬৩. ‘খাপছাড়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬৪. ‘আইনজীবী' শব্দটি কোন দুয়ের যোগফল?
ক. তৎসম+ফারসি খ. আরবি+তৎসম
গ. তদ্ভব+তৎসম ঘ. তৎসম+আরবি
উত্তরঃ আইন (ফারসি)+জীবী (তৎসম) = আইনজীবী ।
৬৫. Find the indirect speech of - The teacher said to Alam, "work regularly".
ক. The teacher advised Alam to work regularly .
খ. The teacher said to Alam to work regularly
গ. The teacher told to Alam to work regularly
ঘ. The teacher said Alam to work regularly
উত্তরঃ ক. The teacher advised Alam to work regularly .
৬৬. ‘Take after ' - which phrase?
ক. None phrase
খ. Phrasal verb
গ. Prepositional phrase
ঘ. Averbial phrase
উত্তরঃ খ. Phrasal verb
67. This book... first published in 1985.
ক. has been খ. was
গ. is ঘ. was being
উত্তরঃ খ. Was
৬৮. Antonym of the word 'concord' is
ক. conflict খ. harmony
গ. thrifty ঘ. scanty
উত্তরঃ ক. conflict
৬৯. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
ক. আলুনি খ. অকাজ
গ. আবছায়া ঘ. নিখুঁত
উত্তরঃ ক. আলুনি
৭০. BRICS এর সদরদপ্তর কোথায়?
ক. সাংহাই খ. মস্কো
গ. নয়াদিল্লী ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. কোনটিই নয়
ক. One's promises are kept.
খ. One's promises must kept.
গ. One's promises were kept.
ঘ. One's promises must be kept.
উত্তরঃ ঘ. One's promises must be kept.
২. He is ‘friendly’ with his friends. Underlined word is-
ক. Adverb খ. Preposition
গ. Noun ঘ. Adjective
উত্তরঃঘ. Adjective
৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান' কার রচনা?
ক. আমজাদ হোসেন গ. শওকত ওসমান
খ. হুমায়ুন আহমেদ ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ. সৈয়দ শামসুল হক
৪. If I had a pen, I (write) a letter. Here the right form of verb is-
ক. Writing খ.would write
গ. will write ঘ. had written
উত্তরঃ খ.would write
৫. কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?
ক. ১৯৯৫ সালে খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৭ সালে ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ. ১৯৯৭ সালে
৬. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
ক. ১/২২ খ. ১/৬৪
গ. ১/৬৫ ঘ. ২২/৬৫
উত্তরঃ ক. ১/২২
৭. ‘যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী?
ক. প্লবগ গ. সসাড়
খ. অসাড় ঘ. মেটে
উত্তরঃ ক. প্লবগ
৮. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়, অঙ্কদুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
ক. ৫৭ খ. ৭৫
গ. ৩৯ ঘ. ৯৩
উত্তরঃ গ. ৩৯
৯. The meaning of ' etiquette' is-
ক. A customary code of behavior
খ. The way one sings
গ. Food habit
ঘ. Rules and regulations
উত্তরঃ ক. A customary code of behavior
১০. যৌগিক শব্দ কোনটি?
ক. প্রবীণ খ. তৈল
গ. জলধি ঘ. গায়ক
উত্তরঃ ঘ. গায়ক
১১. ‘মোহামেডান লিটারারি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে?
ক. নওয়াব আব্দুল লতিফ খ. হাজী মুহম্মদ মুহসীন
গ. সৈয়দ আমীর আলী ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ক. নওয়াব আব্দুল লতিফ
১২. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
ক. ইসরাইল খ. তাইওয়ান
গ. আফগানিস্তান ঘ. জর্ডান
উত্তরঃ ক. ইসরাইল
13. The correct meaning of ' deliberate' is-
ক. Willingly খ. known
গ. Intentional ঘ. familiar
উত্তরঃ গ. Intentional
১৪. রবীন্দ্রনাথের ‘সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা ঘ. মাত্রাবৃত্ত
উত্তরঃ ঘ. মাত্রাবৃত্ত
১৫.‘লেফাফাদুরস্ত' বাগধারায় ‘লেফাফা' শব্দের আভিধানিক অর্থ-
ক. পোশাক খ. খাম
গ. লেপা ঘ. ফাঁপা
উত্তরঃ খ. খাম
16. A synonym of ' obsessed would be :
ক. fixated খ. frenzied
গ. Frantic ঘ. Fazed
উত্তরঃ ক. Fixated
১৭. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
ক. জর্ডান খ. লেবানন
গ. ইরান ঘ. বাহরাইন
উত্তরঃ গ. ইরান
১৮.‘ছাদ থেকে নদী দেখা যায়' এখানে 'ছাদ' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে পঞ্চমী
খ. করণে পঞ্চমী
গ. অপাদানে পঞ্চমী
ঘ. অধিকরণে পঞ্চমী
উত্তরঃ গ. অপাদানে পঞ্চমী
১৯.টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান-
ক. ৪০৬ খ. ৬৩৮
গ. ৪২৬ ঘ. ৪৩৬
উত্তরঃ খ. ৬৩৮
২০.‘লয়া জিরগা' হলো-
ক. মুসলমানদের একটি পবিত্র স্থান
খ. ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
ঘ. তিব্বতের আধ্যাতিক নেতা
উত্তরঃ গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
২১. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
ক. ০.৫% বেড়েছে
খ. ০.২৫% বেড়েছে
গ. ০.২৫% কমেছে
ঘ. ০.৫% কমেছে
উত্তরঃ গ. ০.২৫% কমেছে
22. ‘With flying colours' means-
ক. very successful
খ. with pomp and ceremony
গ. with too much pride
ঘ. very enthusiastically
উত্তরঃ ক. very successful
২৩. 'Orient House' কার সদর দপ্তর?
ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
খ. ব্রিটিশ লেবার পার্টি
গ. যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি
ঘ. ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
24. Which is plural noun?
ক. News খ. Poetess
গ. Jeans ঘ. Measles
উত্তরঃ গ. Jeans
২৫.ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক. লাভ ২৫% খ. ক্ষতি ২৫%
গ. লাভ ১০% ঘ. ক্ষতি ৫০%
উত্তরঃ ঘ. ক্ষতি ৫০%
২৬.একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮° । এর বাহু সংখ্যা কতগুলো হবে?
ক. ৩০ খ. ২০ গ. ১৮ ঘ. ১০
উত্তরঃ ক. ৩০
২৭. ‘রাতুল' শব্দের অর্থ-
ক. লাল মোরগ খ. লাল পদ্ম
গ. লাল শামুক ঘ. লাল
উত্তরঃ ঘ. লাল
২৮.‘Rites' similar to - www.prebd.com
ক. Practices খ. Regulations
গ. Law ঘ. Habits
উত্তরঃ ক. Practices
২৯.‘কেষ্ট বিষ্ণু' এর অর্থ কী?
ক. প্ৰণাম খ. উভয় সংকট
গ. লণ্ড-ভণ্ড ঘ. গণ্যমান্য
উত্তরঃ ঘ. গণ্যমান্য
৩০.‘জল' শব্দের সমার্থক নয় কোনটি?
ক. সলিল খ. উদক
গ. জলধি ঘ. নীর
উত্তরঃ গ. জলধি
৩১.১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
ক. ৩১ খ. ৩৩ গ. ৩২ ঘ. ৩৪
উত্তরঃ খ. ৩৩
32.Change the voice 'Who is calling me?
ক. By whom am I called?
খ. By whom I am called?
গ. By whom am I being called?
ঘ. Whom am I called by?
উত্তরঃগ. By whom am I being called?
৩৩.কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
ক. ভিটামিন বি খ. ভিটামিন সি
গ. ভিটামিন কে ঘ. ভিটামিন বি-২
উত্তরঃ গ.ভিটামিন কে
৩৪. জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. নিউইয়র্ক- ১৯৯০
খ. নয়াদিল্লি- ১৯৯০
গ. বেইজিং-১৯৯৫
ঘ. ঢাকা-১৯৯৫
উত্তরঃ গ. বেইজিং-১৯৯৫
৩৫.a + b = 7 এবং ab=12 হলে 1/a2 +1/ b2 এর মান কত?
ক. 3/25 খ.25/144
গ.31/144 ঘ.11/49
উত্তরঃ খ.25/144
36. It is high time you ... a job.
ক. Seak খ. Need
গ. Sought ঘ. Apply for
উত্তরঃ গ. Sought
৩৭.‘মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে ‘খাওয়াচ্ছেন’ কোন ক্রিয়াপদের উদাহরণ?
ক. ঋণাত্মক খ. দ্বিকর্মক
গ. যৌগিক ঘ. ণিজন্ত
উত্তরঃ ঘ. ণিজন্ত
৩৮. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
ক. ওডিসি খ. হায়ারোগ্লিফিক
গ. প্যাপিরাস ঘ. ক্যালিওগ্রাফি
উত্তরঃ খ. হায়ারোগ্লিফিক
৩৯. ‘বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী ?
ক. দিলারা হাশেম খ. রাজিয়া খান
গ. রিজিয়া রহমান ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ. রাজিয়া খান
40. Which word is similar to 'appal'?
ক. deceive খ. confuse
গ. dismay ঘ. solicit
উত্তরঃ গ. Dismay
৪১.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সে.মি. এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ৩৩৬ বর্গসে.মি. খ. ৮৪ সে.মি.
গ. ৮৪ বর্গসেমি. ঘ. ১০০ বর্গসেমি.
উত্তরঃ ক. ৩৩৬ বর্গসে.মি.
৪২. বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলে?
ক. দাঁড়ি খ. ড্যাস
গ. কমা ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. কমা
৪৩.একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
ক. ৫৫৫০ খ. ৪৭৫০
গ. ৫০০০ ঘ. ৫২৫০
উত্তরঃ গ. ৫০০০
44. 'Sherlock Holmes' was written by-
ক. William Shakespare
খ. Dylam Thomas
গ. John Galsworthy
ঘ. Sir Arthur Conan Doyle
উত্তরঃ ঘ. Sir Arthur Conan Doyle
45. 81(√3)2x = 1 হলে x এর মান কত?
ক.-3 খ. 3 গ.4 ঘ. -4
উত্তরঃ ঘ. -4
46. Fill in the blank You may go for a walk if you feel ... it. www.prebd.com
ক. about খ. on
গ. for ঘ. like
উত্তরঃ ঘ. like
47. √(x + 3) = √x + √3 হলে x = কত?
ক. 3 খ. -3 গ. √3 ঘ. 0
উত্তরঃ ঘ. 0
48.The clerk checked us ... and gave us our keys.
ক. in খ. over গ. Out ঘ. Down
উত্তরঃ ক. In
৪৯. ‘ভারসাম্যতা' শব্দটি অশুদ্ধ কেন?
ক. প্রত্যয় জনিত কারণে
খ. উপসর্গ জনিত কারণে
গ. সন্ধি জনিত কারণে
ঘ. কারক জনিত কারণে
উত্তরঃ ক. প্রত্যয় জনিত কারণে
৫০. ‘পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মুন্সি মেহেরুল্লাহ
খ. কামিনী রায়
গ. সঞ্জয় ভট্টাচার্য
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃগ. সঞ্জয় ভট্টাচার্য
৫১.৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
ক. ৭ খ. ১৫ গ. ১০ ঘ. ১২
উত্তরঃ খ. ১৫
৫২.বার্ষিক ৪*১/২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৪৫৮ টাকা খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা ঘ. ৭২৫ টাকা
উত্তরঃ গ. ৭০০ টাকা
৫৩. i^-49 এর মান কত? www.prebd.com
ক. - 1 খ. i গ. 1 ঘ.- i
উত্তরঃ ঘ.- i
৫৪.মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অব যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
ক. ওয়াল্ট হুইটম্যান
খ. অ্যালেন গিন্সবার্গ
গ. উইলিয়াম কার্লোস উইলিয়াম
ঘ. রবার্ট ফ্রস্ট
উত্তরঃ খ. অ্যালেন গিন্সবার্গ
৫৫.‘আচেহ প্রদেশ' কোন দেশের অংশ?
ক. মালয়েশিয়ার খ. ইন্দোনেশিয়ার
গ. থাইল্যান্ডের ঘ. মায়ানমারের
উত্তরঃ খ. ইন্দোনেশিয়ার
৫৬.এক কথায় প্রকাশ করুন: ‘অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার'-
ক. চতুরঙ্গ খ. সংশপ্তক
গ. কুশীলব ঘ. শালগ্রাংশু
উত্তরঃ ক. চতুরঙ্গ
৫৭. কোনটি তৎপুরুষ সমাস?
ক. জ্ঞানমানব খ. মহাকাব্য
গ. শতাব্দী ঘ. মন্ত্রমুগ্ধ
উত্তরঃ ঘ. মন্ত্রমুগ্ধ
৫৮. শুষ্ক বরফ বলা হয়?
ক. হিমায়িত অক্সিজেন
খ. হিমায়িত কার্বন মনোক্সাইড
গ. হিমায়িত কার্বন ডাই অক্সাইড
ঘ. ক্যালসিয়াম অক্সাইড
উত্তরঃ গ. হিমায়িত কার্বন ডাই অক্সাইড
3
৫৯. P(A) = ⅓ , P(B)=¾ A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
ক. ¾ খ.⅓ গ.⅚ ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ.⅚
৬০.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা-
ক. ৯ খ. ১০ গ. ১২ ঘ. ১৫
উত্তরঃ খ. ১০
৬১.‘হেলাল' শব্দের সমার্থক -
ক. আদিত্য খ. রাকা
গ. আংশুমান ঘ. ফাল্গুনী
উত্তরঃ খ. রাকা
৬২. Many a little makes a...
ক. Tickle খ. Mickle
গ. Sickle ঘ. Bickle
উত্তরঃ খ. Mickle
৬৩. ‘খাপছাড়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬৪. ‘আইনজীবী' শব্দটি কোন দুয়ের যোগফল?
ক. তৎসম+ফারসি খ. আরবি+তৎসম
গ. তদ্ভব+তৎসম ঘ. তৎসম+আরবি
উত্তরঃ আইন (ফারসি)+জীবী (তৎসম) = আইনজীবী ।
৬৫. Find the indirect speech of - The teacher said to Alam, "work regularly".
ক. The teacher advised Alam to work regularly .
খ. The teacher said to Alam to work regularly
গ. The teacher told to Alam to work regularly
ঘ. The teacher said Alam to work regularly
উত্তরঃ ক. The teacher advised Alam to work regularly .
৬৬. ‘Take after ' - which phrase?
ক. None phrase
খ. Phrasal verb
গ. Prepositional phrase
ঘ. Averbial phrase
উত্তরঃ খ. Phrasal verb
67. This book... first published in 1985.
ক. has been খ. was
গ. is ঘ. was being
উত্তরঃ খ. Was
৬৮. Antonym of the word 'concord' is
ক. conflict খ. harmony
গ. thrifty ঘ. scanty
উত্তরঃ ক. conflict
৬৯. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
ক. আলুনি খ. অকাজ
গ. আবছায়া ঘ. নিখুঁত
উত্তরঃ ক. আলুনি
৭০. BRICS এর সদরদপ্তর কোথায়?
ক. সাংহাই খ. মস্কো
গ. নয়াদিল্লী ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. কোনটিই নয়
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
প্রতিবছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন শূন্য জনবল নিয়োগ দিয়ে থাকে। তারই ভিত্তিতে এবার কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করা হলো নিয়োগ পরীক্ষা। যেখানে mcq পরীক্ষা গ্রহণ করা হয় যার পূর্ণমান ছিল ৭০ নম্বর এবং সময় ছিল ৬০ মিনিট । এ নম্বর গুলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন শূন্য জনবল নিয়োগ দিয়ে থাকে। তারই ভিত্তিতে এবার কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করা হলো নিয়োগ পরীক্ষা। যেখানে mcq পরীক্ষা গ্রহণ করা হয় যার পূর্ণমান ছিল ৭০ নম্বর এবং সময় ছিল ৬০ মিনিট । এ নম্বর গুলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || DSHE account assistant question 2023 || @LwBiozid
- [FWV] পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid
- LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2022 || Lw Biozid
- ১৭ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন সমাধান || 17th NTRCA Question Solution || Lw Biozid
- Railway Khalasi Exam Question Solution 2022 | বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | pdf
- পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Exam Question Solution 2023
- পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Accountant Question Solution 2023
- DOE Office Sohayok Question Solution 2023 | পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩ | Lw Biozid
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান || Lw Biozid
- (PWD) গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 | Lw Biozid
- সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের পরিদর্শক/মহিলা পরিদর্শক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- LGED কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || Lw Biozid
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) প্রশ্ন সমাধান ২০২৩ | NSI field staff exam question 2023
একটি মন্তব্য পোস্ট করুন