সরকারি চাকরির প্রস্তুতি 2023 || Job preparation bd || সাধারণ জ্ঞান 2023 || #lwbiozid

#jobpreparation , #jobpreparation2023 , #govtjobs , #banglagk
 

সরকারি চাকরির প্রস্তুতি 2023

সাধারণ জ্ঞান থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করর, সরকারি চাকরির বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন উপযোগী কিছু সাধারণ জ্ঞান । যেই প্রশ্ন এবং উত্তরগুলো সহজ করবে আপনার চাকরির নিয়োগ পরিক্ষা।
 

চাকরির পরীক্ষার সহায়িকা

এই তথ্য গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো:
 

 
 চাকরির পরীক্ষার প্রস্তুতি
 প্রশ্ন: রেনেসাঁ আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ ইটালী।

প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ৮মার্চ

প্রশ্ন: ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
উত্তরঃ এশিয়া ও ইউরোপ।

প্রশ্ন: ইথিওপিয়ার পূর্ব নাম কি?
উত্তরঃ আবিসিনিয়া।

প্রশ্ন: জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ টোকিও।

প্রশ্ন: ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও, ফান্স।

প্রশ্ন: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ড।

প্রশ্ন: নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: সান ম্যারিনো নামক স্বাধীন দেশটি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত?
উত্তরঃ ইতালী।

প্রশ্ন: কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত?
উত্তরঃ নিউইয়র্ক।

প্রশ্ন: Statue of Liberty এর স্থপতি এর নাম কি?
উত্তরঃ ফেড্রিক বার্থোলডি।

প্রশ্ন:  কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
উত্তরঃ নরওয়ে।

প্রশ্ন: সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম?
উত্তরঃ ভুটান।

প্রশ্ন: রাশিয়ার লেলিন প্রান্ত শহরের বর্তমান নাম-
উত্তরঃ সেন্টপিটার্সবার্গ ।

প্রশ্ন: জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?
উত্তরঃ UNEP (United Nations Environment Programme)

প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ আলজেরিয়া।

প্রশ্ন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ ১০নং ডাউনিং স্ট্রিট।

প্রশ্ন: আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ বেরিং প্রণালী।

প্রশ্ন: ‘নিকোবর দ্বীপ’ এর মালিকানা কোন দেশের?
উত্তরঃ ভারত।

প্রশ্ন: আধুনিক তুরস্কের জনক কে?
উত্তরঃ মোস্তফা কামাল আতাতুর্ক।

প্রশ্ন:  ব্রিসবেন কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব এর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ কোন দেশ?
উত্তরঃ ব্রাজিল।

প্রশ্ন:  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন:  তাস কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ রাশিয়া।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তরঃ ৪ বছর।

প্রশ্ন: জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তরঃ ৬টি (ইংরেজি, চাইনিজ মান্দারিন, রুশ,স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি।)

প্রশ্ন: আরব বসন্তের সূচনা হয় কোন দেশ থেকে?
উত্তরঃ তিউনিসিয়া।

প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত
উত্তরঃ ১৫টি।

প্রশ্ন: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?
উত্তরঃ পানামা খাল।

প্রশ্ন:  ভারতের সেভেন সিস্টার খ্যাত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
উত্তরঃ নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশ।

প্রশ্ন: পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন: মানাওয়া/মানাগুয়া কোন দেশের রাজধানী?
উত্তরঃ নিকারাগুয়া।

প্রশ্ন: ইউরোপের সর্ব উত্তরের দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।

প্রশ্ন: PLO কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে।

প্রশ্ন: কত সালে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়?
উত্তরঃ  ১৯০১ সালে।

প্রশ্ন: আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিরিয়া।

প্রশ্ন: রাশিয়ার তাস সংবাদ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৯০৪

প্রশ্ন: আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
উত্তরঃ ত্রিপুরা।

প্রশ্ন:  আফ্রিদ্রি উপজাতি কোন দেশে বাস করে?
উত্তরঃ পাকিস্তান।

প্রশ্ন: চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৬২ সালে।

প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ রায়ান জিঙ্কে। (২০২২)

প্রশ্ন: UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।

প্রশ্ন: স্বর্ণ নগরী বলা হয় কোন নগরীকে?
উত্তরঃ জোহান্সবার্গ ।

প্রশ্ন: এফ আর খান কোন টাওয়ার এর স্থপতি?
উত্তরঃ সিয়ার্স টাওয়ার।

প্রশ্ন: হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং কোন দেশের নাগরিক?
উত্তরঃ ব্রিটিশ নাগরিক।

প্রশ্ন: ২০২১ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের স্বাগতিক দেশ কোনটি?
উত্তরঃ জাপান।

প্রশ্ন: হাউজ অব কমন্স কোন দেশের পার্লামেন্ট?
উত্তরঃ যুক্তরাজ্য।

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি।

প্রশ্ন: লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন?
উত্তরঃ ব্রিটিশ চ্যান্সেলর অব এক্সচেকার।

প্রশ্ন: প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ঢাকা (ডিসেম্বর ১৯৮৫)

প্রশ্ন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ নরেন্দ্র মোদী।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তরঃ ভারত।

প্রশ্ন: আমাজন বনাঞ্চল বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?
উত্তরঃ প্রায় ২০ শতাংশ।

প্রশ্ন: জি-২০ বা Group of twenty কোন ধরনের জোট?
উত্তরঃ অর্থনৈতিক জোট।

প্রশ্ন: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে-
উত্তরঃ পানামা খাল।

প্রশ্ন: আরব বসন্ত উত্থান কোন দেশ হতে হয়েছিল?
উত্তরঃ তিউনিসিয়া।

প্রশ্ন: কুয়েতের মুদ্রার নাম কি?
উত্তরঃ কুয়েতি দিনার।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।

প্রশ্ন: আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ কমলা হ্যারিস।

প্রশ্ন: ক্রেমলিন কোথায় অবস্থিত?
উত্তরঃ রাশিয়ার মস্কোতে অবস্থিত।

প্রশ্ন: নরওয়ের আইনসভার নাম কি?
উত্তরঃ স্টরটিং।

প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা।

প্রশ্ন: ইয়াসির আরাফাত কত সালে PLO চেয়ারম্যান হন?
উত্তরঃ ১৯৬৯ সালে।

প্রশ্ন: আমেরিকা শিকাগো শহরে অবস্থিত শিয়ারস টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিলেন?
উত্তরঃ ফজলুর রহমান খান। (বাংলাদেশ)

প্রশ্ন: কোন দেশ থেকে সর্বপ্রথম করোনা ভাইরাসের মিশ্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: চেরনোবিলের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে।

প্রশ্ন: স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: ভারতের মোট রাজ্যের সংখ্যা কত?
উত্তরঃ ২৮টি।

প্রশ্ন: ‘গ্রিনিচ মান মন্দির’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাজ্য।

প্রশ্ন: বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি?
উত্তরঃ স্টকহোম সম্মেলন (১৯৭২ সাল)।

প্রশ্ন: ২০২০ সালের ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ৫৯তম চতুর্বার্ষিক রাষ্ট্রপতি নির্বাচন।
 
প্রশ্ন: BIMSTEC এর সদস্য দেশ কয়টি?
উত্তরঃ বর্তমান সদস্য দেশ ৭ টি। (বাংলাদেশ,ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড,  ভুটান, মায়ানমার এবং নেপাল।)

প্রশ্ন: এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি কে?
উত্তরঃ মালালা ইউসুফজাই।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
উত্তরঃ বিজয় লক্ষী পণ্ডিত।

প্রশ্ন: ভারতের প্রথম লোকসভা গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৫২ সালে।

প্রশ্ন: একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কে?
উত্তরঃ উইনস্টন চার্চিল।

প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৪ বছর।

প্রশ্ন: নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি?
উত্তরঃ ইলা মিত্র।

প্রশ্ন: সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
উত্তরঃ খান আব্দুল গাফ্ফার খান।

প্রশ্ন: বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয়-
উত্তরঃ জাপান।

প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর।

প্রশ্ন: যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ ঋসি সুনাক।

প্রশ্ন: স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।

প্রশ্ন: ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোনটিকে?
উত্তরঃ রোম।

প্রশ্ন: গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায়।

প্রশ্ন: ADB এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৬৮টি।

প্রশ্ন: শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে?
উত্তরঃ নরওয়ে।

প্রশ্ন: মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ টুংকু আবদুল রহমান।

প্রশ্ন: মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ আনোয়ার ইব্রাহীম।

প্রশ্ন: রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কোন সালে সংগঠিত হয়?
উত্তরঃ ১৯১৭ সালে।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়।

প্রশ্ন: লোকসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ চীন।

প্রশ্ন: বর্তমান ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড (2019)  

প্রশ্ন: সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমুণ্ডু।

প্রশ্ন: রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র ‘বাইকনুর কসমোড্রম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কাজাখস্তান।

প্রশ্ন: আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে/উপকূলে অবস্থিত?
উত্তরঃ ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে।

প্রশ্ন: KYOTO Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ জাপান এর কিয়োটো শহরে।

প্রশ্ন: লেবাননের রাজধানীর নাম কি?
উত্তরঃ বৈরুত।

প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?
উত্তরঃ ১৯১৮ সালে।

প্রশ্ন: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর।

প্রশ্ন: সৌদি আরবের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।

প্রশ্ন: ‘সূর্যোদয়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ জাপান।

প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৪ শে অক্টোবর ১৯৪৫

প্রশ্ন: ভারত পাকিস্তান চালুকৃত ট্রেনের নাম কি?
উত্তরঃ সমঝোতা এক্সপ্রেস।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ লন্ডন (১৯৪৬)

প্রশ্ন: জার্মানিতে ঐতিহাসিক বার্লিন দেয়াল তৈরি করা হয় কখন?
উত্তরঃ ১৯৬১ সালে।

প্রশ্ন: গায়ানা দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন: জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ৪৬ তম।

প্রশ্ন: পূর্ব তিমুর এর বর্তমান নাম কি?
উত্তরঃ তিমুর-লেস্তে।

প্রশ্ন: টাইটানিক কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়?
উত্তরঃ ১৯১২ সালে।

প্রশ্ন: বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।

প্রশ্ন: শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?
উত্তরঃ ইংল্যান্ডে।

প্রশ্ন: প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ কাঠমান্ডু।

প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন?
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড।

প্রশ্ন: সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ ১৫টি।

প্রশ্ন: তিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ চীনের বেইজিং শহরে।

প্রশ্ন: জাতিসংঘ কত তারিখে ফিলিস্তিন দিবস পালন করে?
উত্তরঃ ২৯ নভেম্বর।

প্রশ্ন: NASA সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি।

প্রশ্ন: ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ রিও ডি জেনিরিও।

প্রশ্ন: ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
উত্তরঃ মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।

প্রশ্ন: আয়তনে বৃহত্তম দেশ হলো-
উত্তরঃ রাশিয়া।

প্রশ্ন: আন্তর্জাতিক ওজোন দিবস কত তারিখে?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর।

প্রশ্ন: মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তরঃ ইরান।

প্রশ্ন: OIC (ইসলামিক সহযোগীতা সংস্থা) এর প্রধান কার্যালয়?
উত্তরঃ জেদ্দা।

প্রশ্ন: বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ  দ্রৌপদী মুর্মু।

প্রশ্ন: রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
উত্তরঃ বলশেভিক পার্টি।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
উত্তরঃ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

প্রশ্ন: FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ রোম।

প্রশ্ন: কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদীগণ কর্তৃক সমভাবে সমাদৃত?
উত্তরঃ জেরুজালেম।

প্রশ্ন: অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।

প্রশ্ন: বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: LOC (line of control) কোন কোন দেশের সাথে সংযুক্ত?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।

প্রশ্ন: বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
উত্তরঃ বেলজিয়াম।

প্রশ্ন: টুপাক আমারু কি?
উত্তরঃ পেরুর বামপন্থি গেরিলা সংগঠন।

প্রশ্ন: এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৮ সালে (কার্যকর ১৯৭০)।

প্রশ্ন: বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।

প্রশ্ন: UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস।

প্রশ্ন: পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তরঃ ভারত ও শ্রীলংকা।

প্রশ্ন: ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে।

প্রশ্ন: সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ৮টি।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় ও গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান হ্রদ।

প্রশ্ন: NATO কোন ধরনের জোট?
উত্তরঃ সামরিক।

প্রশ্ন: BRICS (ব্রিক্‌স) এর সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন: জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ-
উত্তরঃ ভারত।

প্রশ্ন: এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
উত্তরঃ পূর্ব তিমুর। (২০ মে ২০০২ইং)

প্রশ্ন: বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী পৃথিবীর শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: OPEC এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃ ভিয়েনা।

প্রশ্ন: প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র গঠিত হয়েছে?
উত্তরঃ ১৫টি।

প্রশ্ন: মুসলমান ও পৌত্তলিকদের মধ্যে ‘মদিনা সনদ’ স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: চাঁদে অভিযান চালনাকারী ৪র্থ দেশ হচ্ছে-
উত্তরঃ ভারত।
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 
 
 

Post a Comment

নবীনতর পূর্বতন