LGED job preparation || এলজিইডি চূড়ান্ত সাজেশন || Lw Biozid
সাম্প্রতি LGED তধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি LGED এর বিভিন্ন পদে আবেদন করে থাকেন তাহলে এই #পোস্ট টি আপনার জন্যই। এখানে আপনি পাবেন, LGED এর বিগত বছরে বিভিন্ন পদের হয়ে যাওয়া পরিক্ষা গুলো থেকে কিছু #কমন এবং বাছাই করা শতাধিক প্রশ্ন ও সমাধান। যেই প্রশ্ন গুলো আপনার চাকুরীর পরিক্ষাকে আরোও সহজ করে তুলবে।
LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিও গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।
এলজিইডি চূড়ান্ত সাজেশন
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় কবে?
উত্তরঃ 4 মার্চ 1972
উত্তরঃ 4 মার্চ 1972
প্রশ্ন: ‘কুলা’ কোন জাতীয় শব্দ?
উত্তর: দেশী শব্দ।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন: ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ জার্মানি।
প্রশ্ন: ‘মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা।’ এর রচয়িতা কে?
উত্তরঃ অতুল প্রসাদ সেন।
প্রশ্ন: ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ।
প্রশ্ন: মুজিব বর্ষের সময়কাল হলো?
উত্তরঃ ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
প্রশ্ন: পদাবলীর প্রথম কবি কে?
উত্তরঃ বিদ্যাপতি ও চন্ডীদাস বৈষ্ণব।
প্রশ্ন: ‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ
উত্তরঃ সম্ + বিধান
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।
প্রশ্ন: বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
প্রশ্ন: ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ হুমায়ুন আহমেদের লেখা।
প্রশ্ন: ২৪ জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ গণঅভ্যুত্থান দিবস।
প্রশ্ন: ভাত কোন ধরনের শব্দ?
উত্তর: খাঁটি বাংলা
প্রশ্ন: বাংলার মুসলমানদের প্রথম রাজধানীর নাম কি?
উত্তরঃ গৌড়।
প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত?
উত্তরঃ রাজশাহী।
প্রশ্ন: ‘দক্ষিণের রানী’ বলা হয় কাকে?
উত্তরঃ সিডনি, অস্ট্রেলিয়া।
প্রশ্ন: জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ এ্যান্টনিও গুতেরেস (৯ম)
প্রশ্ন: ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ লেখক আবুল মনসুর আহমদ।
প্রশ্ন: ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ চাঁদপুর।
প্রশ্ন: ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ পর্তুগীজ।
প্রশ্ন: বাংলায় সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
উত্তরঃ কেশব সেন।
প্রশ্ন: রাষ্ট্রপতির সরকারি দফতরের নাম কি?
উত্তরঃ বঙ্গভবন।
প্রশ্ন: ডোকলাম সীমান্ত কোন কোন দেশের সীমানা যুক্ত আছে?
উত্তরঃ চীন,ভারত ও ভুটান।
প্রশ্ন: ‘ধন অপেক্ষা জ্ঞান বড়’ এখানে অপেক্ষা হলো?
উত্তরঃ অনুসর্গ
প্রশ্ন: ২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চু্ক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তরঃ ৬টি দেশের।
প্রশ্ন: জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কী?
উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি।
প্রশ্ন: জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কি?-
উত্তরঃ একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন।
প্রশ্ন: লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
উত্তরঃ শায়েস্তা খান।
প্রশ্ন: সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ‘সপ্তাহ’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সপ্ত + অহ
প্রশ্ন: নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ মহাকাশ গবেষণা।
প্রশ্ন: ‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?
উত্তরঃ গণণাবাচক
প্রশ্ন: কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
উত্তরঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে
প্রশ্ন: ‘পা থেকে মাথা পর্যন্ত’ এককথায়-
উত্তরঃ আপাদমস্তক।
প্রশ্ন: বঙ্গবন্ধু শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন?
উত্তরঃ গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।
প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
উত্তরঃ এরোফ্লোঁ
প্রশ্ন: ‘মনগড়া কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ।
প্রশ্ন: কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?
উত্তরঃ নরওয়ে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ 2নং।
প্রশ্ন: মস্তিষ্কের রক্তক্ষরণকে কি বলে?
উত্তরঃ স্ট্রোক।
প্রশ্ন: ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ ঘাস।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় শ্লোগান কোনটি?
উত্তরঃ জয় বাংলা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি?
উত্তরঃ সিলেট।
প্রশ্ন: ‘ইনকিলাব’ শব্দের অর্থ কি?
উত্তরঃ বিপ্লব, বিদ্রোহ বা আন্দোলন।
প্রশ্ন: পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ 2 ডিসেম্বর 1997
প্রশ্ন: বাংলাদেশ সর্বপ্রথম ক্রিকেট কিশ্বকাপে অংশ নেয় কত সালে?
উত্তরঃ 1999
প্রশ্ন: মুজিবনগরের পূর্বনাম কি ছিলো?
উত্তরঃ বৈদ্যনাথতলা।
প্রশ্ন: বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
উত্তরঃ ফরিদপুর।
প্রশ্ন: বর্ণ কিসের প্রতীক?
উত্তরঃ ধ্বনি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ।
প্রশ্ন: ‘খ্রিস্টাব্দ’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ মিশ্র শব্দ।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন।
প্রশ্ন: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ শামসুর রাহমান।
প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ বেলজিয়াম।
প্রশ্ন: ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ তাকে কি বলা হয়?
উত্তরঃ অনভিজ্ঞ।
প্রশ্ন: সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৮টি।
প্রশ্ন: বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ 4 মার্চ 1972 সালে।
প্রশ্ন: ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
প্রশ্ন: বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।
প্রশ্ন: ‘অনেকের মধ্যে একজন’ বাক্যটির সংক্ষিপ্তরূপ কি হবে?
উত্তরঃ অন্যতম।
প্রশ্ন: ‘ওয়াটার লু’ যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৮ জুন ১৮১৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ 10:6,5:3
প্রশ্ন: জাতীয় পাট দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তরঃ 6 ই মার্চ।
প্রশ্ন: ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ রিকেটস।
প্রশ্ন: ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিলে কোন সন্ধি গঠিত হয়?
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি।
প্রশ্ন: ‘কান্তজির মন্দির’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
প্রশ্ন: ‘রাবণের চিতা’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ চির অশান্তি।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি সংগ্রহ করে?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন: একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?
উত্তরঃ ১৮.৫০-২৪.৯০
প্রশ্ন: নাগার্নো-কারাবাখ কোন কোন দেশের করিডোর?
উত্তরঃ আর্মেনিয়া-আজারবাইজান।
প্রশ্ন: ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ কবি হাসান হাফিজুর রহমান
প্রশ্ন: জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ জন+এক
প্রশ্ন: ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ সহজলভ্য।
প্রশ্ন: ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান।
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
উত্তরঃ মিথেন
প্রশ্ন: পোল্যান্ড ও জার্মানির সীমা নির্ধারক কোনটি?
উত্তরঃ ওডারনীস নদী।
প্রশ্ন: ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
উত্তরঃ আলস্য
প্রশ্ন:কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল একই পাঠ দিবে?
উত্তরঃ -40°
প্রশ্ন: কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়?
উত্তরঃ পঞ্চগড়।
প্রশ্ন: ‘তামার বিষ’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ অর্থের কুপ্রভাব
প্রশ্ন: নওগাঁ কোন বিভাগে অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
প্রশ্ন: গোবি মরুভূমির অবস্থান কোথায়?
উত্তরঃ চীন ও মঙ্গোলিয়ায়।
প্রশ্ন: ‘সত্য বই মিথ্যে বলবো না’ এখানে বই-
উত্তরঃ অনুসর্গ
প্রশ্ন: বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
উত্তরঃ 1 ডিসেম্বর।
প্রশ্ন: জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ ধানক্ষেত।
প্রশ্ন: কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তরঃ লুই পাস্তুর।
প্রশ্ন: ‘কপিলা’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ পদ্মা নদীর মাঝি।
প্রশ্ন: বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
উত্তরঃ আইন বিভাগে।
প্রশ্ন: ময়মনসিংহ জেলায় কোন উপজাতিরা বাস করে?
উত্তরঃ গারো উপজাতি।
প্রশ্ন: ‘উর্বর নয় যা’ এক কথায়-
উত্তরঃ ঊষর/অনুর্বর
প্রশ্ন: আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
প্রশ্ন: ‘কর্মই ধর্ম—–মুক্তি’—শূন্যস্থানে কোন শব্দ বসবে?
উত্তরঃ ধর্মেই।
প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে?
উত্তরঃ দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার
প্রশ্ন: LPG গ্যাসের মূল উপাদান কী?
উত্তরঃ প্রোপেন ও বিউটেন।
প্রশ্ন: বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা (২০১৭)
প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
প্রশ্ন: অহি-নকুল কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ দ্বন্দ্ব সমাসের।
প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ।
প্রশ্ন: শহীদ মিনানেন স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
প্রশ্ন: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮
প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদ কোথায় অবসি্থত?
উত্তরঃ বাগেরহাট।
প্রশ্ন: ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ বাক্যে ‘মুখ’ শব্দটি কি অর্থ প্রকাশ করে?
উত্তরঃ ক্ষমতা।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী।
প্রশ্ন: বাংলা বর্ষের প্রবক্তা কে?
উত্তরঃ সম্রাট আকবর।
প্রশ্ন: তামার সাথে কোন ধাতুর সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?
উত্তরঃ টিন।
প্রশ্ন: ‘ব্যাঙের সর্দি’ এর অর্থ কি?
উত্তরঃ অসম্ভব ঘটনা।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি।
প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ কে ফজলুল হক।
প্রশ্ন: ‘ডেড সি বা মৃত সাগর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ জর্ডানে।
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধটি নির্মাণ করা হয় কত সালে?
উত্তরঃ 1864 সালে।
প্রশ্ন: ঢাকা শহরের গোড়া পত্তন হয় েকোন আমলে?
উত্তরঃ মুঘল আমলে।
প্রশ্ন: কত তারিখে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯১
প্রশ্ন: বাংলাদেশের জতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ তিহানে-১
প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাচামাল কি?
উত্তরঃ বালি
প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়?
উত্তরঃ 180 ডিগ্রী।
প্রশ্ন: বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
প্রশ্ন: জাতীয় সংগীতে মোট কতটি চরণ আছে?
উত্তরঃ 25 টি
প্রশ্ন: 1971 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত ছিল?
উত্তরঃ 43 বছর।
প্রশ্ন: সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে ছিলেন?
উত্তরঃ স্যার টমাস রো।
প্রশ্ন: রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ O
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?
উত্তরঃ রাশিয়া
প্রশ্ন: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে কারা এসেছিল?
উত্তরঃ পর্তুগিজরা।
প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে ?
উত্তরঃ ১৭ মার্চ।
প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
উত্তরঃ ৩টি।
প্রশ্ন: ‘সাহিত্য বিশারদ’ বলা হয় কাকে?
উত্তরঃ আবদুল করিম।
প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তরঃ রোম বলে।
প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?
উত্তরঃ ভূ-পৃষ্ঠে।
প্রশ্ন: ‘ষোড়শ’ এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ষট+দশ।
প্রশ্ন: স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা কয়টি ছিল?
উত্তরঃ 19 টি।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
উত্তরঃ হালদা নদী।
প্রশ্ন: মাননীয় প্রধানমন্ত্রী বললেন,‘গৃহহীনে গৃহ দাও’ এখানে গৃহহীনে কোন কারক?
উত্তরঃ সম্প্রদান কারক।
প্রশ্ন: ফেসবুক এর নির্মাতা কে?
উত্তরঃ মার্ক জাকারবার্গ।
প্রশ্ন: সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
উত্তরঃ সহচর + য।
প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উত্তরঃ 153টি।
প্রশ্ন: ময়মনসিংহ জেলায় কোন উপজাতিরা বাস করে?
উত্তরঃ গারো উপজাতিরা।
প্রশ্ন: ‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ গরল।
প্রশ্ন: ‘রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
উত্তরঃ 7 এর 1 নং অনুচ্ছেদে
প্রশ্ন: ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা?
উত্তরঃ বেগম রোকেয়া।
প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ 10 ই জানুয়ারি।
প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন কে
প্রশ্ন: বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর।
প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘সিডর’ কত সালে বাংলাদেশে আঘাত হানে?
উত্তরঃ 2007 সালে।
প্রশ্ন: কোনটি পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা?
উত্তরঃ ২১২ ডিগ্রী ফারেনহাইট/১০০ ডিগ্রী সেলসিয়াস।
প্রশ্ন: কোনটি শুষ্ক বরফের উপাদান?
উত্তরঃ CO2
প্রশ্ন: এলজিইডি এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন: মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২
প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৭ সালে।
প্রশ্ন: পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত ?
উত্তরঃ ইস্তাম্বুল
প্রশ্ন: সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: ন্যাটোর বর্তমান সদস্য কত?
উত্তরঃ ৩১
প্রশ্ন: LGED এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Local Government Engineering Department.
প্রশ্ন: ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ রচয়িতা কে?
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কা।
প্রশ্ন: দেশের প্রথম স্মার্ট গ্রাম কোনটি?
উত্তর: ঝিনাইদহ জেলার হিজলী গ্রাম।
প্রশ্ন: 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
উত্তরঃ দুল্ + অনা
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১ সালে
প্রশ্ন: ২০২৩ সালের বর্ষপণ্য কোনটি?
উত্তরঃ পাট
প্রশ্ন: কোনটি গ্রীন হাউস গ্যাস?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
প্রশ্ন: পত্রের মূল অংশ কোনটি?
উত্তরঃ পত্রগর্ভ বা অন্তর্ভাগ।
প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন?
উত্তরঃ মুন্সী আব্দুর রউফ
প্রশ্ন: বঙ্গবন্ধু/কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩.৪৩ কিলোমিটার।
প্রশ্ন: ধাতু কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
প্রশ্ন: পূর্ব বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ছয় দফা আন্দোলন
প্রশ্ন: তুমি এতক্ষণ কী করেছ?-বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম।
প্রশ্ন: আলেকজান্দ্রিয়া কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ মিশর
প্রশ্ন: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি?
উত্তরঃ ৩২ টি ( স্বরবর্ণ ৬,ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
প্রশ্ন: পদ্মা সেতুর উদ্ভোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে
প্রশ্ন: মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ।
প্রশ্ন: জাতীয় ভোটার দিবস কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ
প্রশ্ন: ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানের রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন: কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ চ
প্রশ্ন: বাংলাদেশ এলডিসি থেকে চূড়ান্তভাবে বের হবে কবে?
উত্তরঃ ২০২৬
প্রশ্ন: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
উত্তরঃ ইউনেস্কো
প্রশ্ন: বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
উত্তরঃ দশটি।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওয়ের নাম কি?
উত্তরঃ হাকালুকি হাওড়
প্রশ্ন: `শেষের কবিতা' কোন ধরনের রচনা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।
প্রশ্ন: রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
উত্তরঃ ফরাসি।
প্রশ্ন: বাংলাদেশেল সর্বোচ্চ জাতীয় পুরস্কার পদক কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পদক
প্রশ্ন: রূপপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা
প্রশ্ন: কত তারিখে ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হিসাবে যোগদান করে?
উত্তর: ৪ এপ্রিল, ২০২৩
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে ?
উত্তরঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
প্রশ্ন: LGED এর বর্তমান মন্ত্রীর নাম কী?
উত্তরঃ মোঃ তাজুল ইসলাম (এমপি)
প্রশ্ন: ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত)
প্রশ্ন: দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
উত্তরঃ অনিলা দেবী।
প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী
প্রশ্ন: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার হলো-
উত্তরঃ বনলতা সেন।
প্রশ্ন: কত সালে বঙ্গবন্ধু জাপান সফর করেন?
উত্তরঃ ১৯৭৩ সালের অক্টোবর মাসে।
প্রশ্ন: আনারস এবং চাবি- শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি?
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
প্রশ্ন: নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সমাস।
প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি.
প্রশ্ন: আফতাব শব্দের সমার্থক কোনটি?
উত্তরঃ সূর্য, রবি, সবিতা,ভানু, ভাস্কর।
প্রশ্ন: ২০২৪ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ
প্রশ্ন: বচন অর্থ কি?
উত্তরঃ সংখ্যার ধারণা।
প্রশ্ন: রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কত দিন আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উত্তরঃ ৬০-৯০ দিন আগে।
প্রশ্ন: ‘কবর’ নাটকটির লেখক কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।
প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে?
উত্তরঃ ২০৩০
প্রশ্ন: বেটাইম শব্দটি গঠিত হয়েছে-
উত্তরঃ ফারসি ও ইংরেজি শব্দ যোগে।
প্রশ্ন: চ্যাট-জিপিটি কি?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রশ্ন: ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের চলিত রূপ হবে?
উত্তরঃ পেরিয়ে।
প্রশ্ন: বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ লাইবেরিয়া
প্রশ্ন: 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।
প্রশ্ন: দেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি?
উত্তরঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলা।
প্রশ্ন: ‘যদি বৃষ্টি হয় তবে বের হব না’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল বাক্য।
প্রশ্ন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তরঃ ২২ তম।
প্রশ্ন: বর্ণচোরা বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ কপটচারী।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইরাক
প্রশ্ন: ২০২২ সালে সাহিত্যে নোবেল পান কে?
উত্তরঃ ফরাসী লেখক এ্যানি এরনো (৮২ বছর)
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
উত্তরঃ সংস্কৃত কলেজ।
প্রশ্ন: রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী কোনটি?
উত্তরঃ আমার জীবননীতি আমার রাজনীতি।
প্রশ্ন: ‘বীরবল’ কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
প্রশ্ন: বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেওয়া হয় কত সালে?
উত্তরঃ ২৩ মে ১৯৭৩
প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
উত্তরঃ ধাতু।
প্রশ্ন: বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?
উত্তরঃ ৩ প্রকার।
প্রশ্ন: কলাগাছের বাকলের সুতা থেকে তৈরি প্রথম শাড়ির নাম কী?
উত্তরঃ কলাবতী
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ মোহাম্মদ সাহাবুদ্দিন।
প্রশ্ন: কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃ হুতোম প্যাঁচা।
প্রশ্ন: বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট?
উত্তরঃ অজয় বাঙ্গা (22)
প্রশ্ন: ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?
উত্তরঃ ভারতচদ্র রায়।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে?
উত্তরঃ মুশফিকুর রহিম (৬০ বলে,বিপক্ষ- আয়ারল্যান্ড)।
প্রশ্ন: জেনেভা কনভেনশন কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুদ্ধ
প্রশ্ন: ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনাগাজী (ফেনী)
প্রশ্ন: 'শকুনি মামা' এর অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক।
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স?
উত্তরঃ ৩৫ বছর
প্রশ্ন: ‘মাথা খাটিয়ে কাজ করবে’ এখানে ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বুদ্ধি।
প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্রাসেলস (বেলজিয়াম)
প্রশ্ন: স্মার্ট বাংলাদেশের ভিত্তি কতটি ?
উত্তরঃ ৪টি ( স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট সরকার ও স্মার্ট ইকোনোমি)
প্রশ্ন: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা - এ তিনটি কিসের গুণ?
উত্তরঃ বাক্যের।
প্রশ্ন: 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
উত্তরঃ নিপুণতা।
প্রশ্ন: ‘কলাবতী’ শাড়ির তাঁত শিল্পীর নাম কী?
উত্তরঃ রাঁধাবতী দেবী
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
উত্তরঃ নরসিংদী
প্রশ্ন: গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার। (সরল বাক্য,জটিল/মিশ্র বাক্য ও যৌগিক বাক্য)
প্রশ্ন: প্রথম পাতাল রেলের উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২ফেব্রুয়ারি ২০২৩
প্রশ্ন: ‘মালী’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ মালিনী।
প্রশ্ন: মেট্ররেলের প্রথম যাত্ৰী কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দীন আহমদ কার কাছে শপথ গ্রহণ করেন?
উত্তর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ১ম পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ২য় পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর |
- বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার প্রস্তুতি ।। সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে |
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০২ || computer operator exam preparation-02
- BGB Exam Preparation | বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন |
- Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি |
- LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
- এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন-০৩ & ০৪ 🔥 || LGED job exam question || Lw Biozid
- মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান || Metro rail in dhaka gk || Lw Biozid
একটি মন্তব্য পোস্ট করুন