DOE Office Sohayok Question Solution 2023 | পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩ | #lwbiozid
DOE Office Sohayok Question Solution 2023
পরিবেশ
অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 প্রকাশিত হয়েছে। Department of
Environment (DOE) পরীক্ষার প্রশ্ন সমাধান 2023 । পরিবেশ বিভাগের পরীক্ষার
প্রশ্ন সমাধান 2023 বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। Department
of Environment (DOE) অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন-সমাধান 2023 এর
সমস্ত তথ্য নীচে দেয়া হলো:-
পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান-2023
প্রতিষ্ঠানের নামঃ পরিবেশ অধিদপ্তর
পরীক্ষা তারিখঃ ২৮ এপ্রিল ২০২৩
পদের নামঃ অফিস সহায়ক
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৭০
পরীক্ষা তারিখঃ ২৮ এপ্রিল ২০২৩
পদের নামঃ অফিস সহায়ক
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৭০
বাংলা অংশের সমাধান
1. সঠিক বানান চিহ্নিত করুনঃউত্তরঃ অতিথি
2. সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘নবান্ন’
উত্তরঃ নব + অন্ন
3.‘নিঝুম’ শব্দের অর্থ কী?
উত্তরঃনীরব
4.‘ব্যাঙ্গের আধুলি’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সামান্য অর্থ
5.‘ফকির’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ আরবি
6.‘পূর্বেই’ শব্দটির চলিত রূপ কোনটি?
উত্তরঃ আগেই
7.নিচের কোন শব্দটি তৎসম ?
উত্তরঃ নক্ষত্র
8.‘মহাত্মা’ কোন সমাস ?
উত্তরঃ বহুব্রিহী
9."ব্যায়ামে শরীর ভালো হয়" বাক্যে ‘ব্যায়ামে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণ কারকে সপ্তমী
10.ডালে ডালে কুসুম ভার। এখানে “ভার” কোন অর্থ প্রকাশ করছে?
উত্তরঃ সমূহ
11.‘বিধবা’ শব্দের বিপরীত শব্দ কি ?
উত্তরঃ সধবা
12.এক কথায় প্রকাশ করুন - ‘জয়ের জন্য যে উৎসব ’
উত্তরঃ জয়ন্তী
13.ছন্দের যাদুকর ছিলেন কে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
14. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ?
উত্তরঃ মা শিশুটিকে হাসান
15.কোনটি তদ্ভব শব্দ ?
উত্তরঃ চাঁদ
16.বাংলা ভাষার পূর্ণমাত্রাসম্পন্ন বর্ণ কয়টি আছে?
উত্তরঃ ৩২ টি
17.নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রী লিঙ্গ ?
উত্তরঃ গীতিকা
18. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন?
উত্তরঃ কালের যাত্রা
19.“Basin” পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি?
উত্তরঃ অববাহিকা
20.নিচের কোনটি শুদ্ধ বাক্য ?
উত্তরঃ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
ইংরেজি অংশের সমাধান
21.What is the correct translation of 'তুমি তোমার ভাই-এর মত লম্বা নও’ ।Ans: You are not as tall as your brother.
22.All at once" means-
Ans: Suddenly
23.It is our duty to (obey) our parents.
Ans: obey
24.The journey was pleasant, here ‘pleasant’ is -
Ans: Adjective
25.The Noun form of "lose" is-
Ans: loss
26.He is __ MA.
Ans: an
27.He has been ill __ Friday.
Ans: since
28.I got up___ six o'clock.
Ans: at
29.I saw you ___ Thursday.
Ans: on
30.'Let us write a letter' বাক্যটির passive form হচ্ছে -
Ans: Let a letter be written by us.
31.কোনটি শুদ্ধ বানান ?
Ans: Possession
32.Do or die is a -
Ans: Compound sentence
33. Look after means-
Ans: to take care
34.What is the verb of ‘short’ ?
Ans: shorten
35. What is the correct antonym of ‘forbid’ ?
Ans: Allow
36.The past participle of the verb 'shut' is-
Ans: shut
37.I caught him---the ear.
Ans: by
38.What is the masculine form of 'Bee'?
Ans: Drone
39.He walks as if he - lame.
Ans: were
40.Wolf এর Plural form কোনটি?
Ans: Wolves
DOE Office Sohayok Question 2023
গণিত অংশের সমাধান
41.৫ এর কত শতাংশ ৭ হবে?উত্তরঃ ১৪০
42.পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত?
উত্তরঃ ১
43. ৩০° এর পূরক কোণ কত?
উত্তরঃ ৬০°
44.-১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয় ?
উত্তরঃ -১
45.১ মিটার = কত ইঞ্চি?
উত্তরঃ ৩৯. ৩৭ ইঞ্চি
46.বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৯ বর্গ সে. মি.
47.০.৫ × ০.০৫ = কত ?
উত্তরঃ ০.০২৫
48.চতুর্ভুজের চার কোণের যোগফল কত?
উত্তরঃ ৩৬০°
49.tan 45°=?
উত্তরঃ 1
50.a+1/a=√3 হলে a3+1/a3=?
উত্তরঃ 0
51.3x=81 হলে x=?
উত্তরঃ 4
52.১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখাগুলোর গড় কত?
উত্তরঃ ৫
53.৯০ কোন সংখ্যার ৭৫% ?
উত্তরঃ ১২০
54.রহিম সাহেবের মাসিক বেতন ৩০০০০ টাকা। তিনি তার বেতনের ৭৫% খরচ করেন। তিনি মাসে কত টাকা সঞ্চয় করেন?
উত্তরঃ ৭৫০০
55.২ : ৩ ও ৬ : X হলে এর x মান কত?
উত্তরঃ 9
56.দুইটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৬০। একটি ২০ হলে ওপরটি কত?
উত্তরঃ ১৫
57. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তরঃ ৪৭
58.√০.০৯ = কত?
উত্তরঃ ০.৩
59. 144^2 - 143^2 = কত?
উত্তরঃ 287
60.√২ এর আসন্ন মান কত?
উত্তরঃ ১.৪১৪
পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩
সাধারণ জ্ঞান অংশের সমাধান
61.মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?উত্তরঃ ১০/৪/১৯৭১
62.বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তরঃ সুপ্রিম কোর্ট
63.বাংলাদেশের আদমশুমারী প্রথম কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৭৪
64.কোনটি বাংলাদেশের ব্যাংক নোট নয় ?
উত্তরঃ ২ টাকা
65.টেকসই উন্নায়নের লক্ষ্যমাত্রা কতটি ?
উত্তরঃ ১৭
66.নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে ?
উত্তরঃ নূরজাহান বেগম
67.জেনেভা কনভেনশন হলো কতগুলো -
উত্তরঃ যুদ্ধ চুক্তি
68.পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত টি ?
উত্তরঃ ৪১
69.দূর থেকে আমরা কোন রঙ আগে দেখতে পাই?
উত্তরঃ লাল
70.BIMSTEC কোন ধরণের প্রতিষ্ঠান?
উত্তরঃ অর্থনৈতিক
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || DSHE account assistant question 2023 || @LwBiozid
- [FWV] পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid
- LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2022 || Lw Biozid
- ১৭ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন সমাধান || 17th NTRCA Question Solution || Lw Biozid
- Railway Khalasi Exam Question Solution 2022 | বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | pdf
- পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Exam Question Solution 2023
- পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Accountant Question Solution 2023
- DOE Office Sohayok Question Solution 2023 | পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩ | Lw Biozid
- (PWD) গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 | Lw Biozid
إرسال تعليق