বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | CCFFD Exam Question Solution 2023 | #lwbiozid
বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
আজকে অনুষ্ঠিত বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বাছাই পরীক্ষা হিসেবে mcq পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যারা উক্ত পদে mcq পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে চান আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর দেখতে আর্টিকেলের সকল ধাপ সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।বন অধিদপ্তর mcq পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
১১ই আগস্ট ২০২৩ তারিখ বন অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঢাকা শহরের ২৬ টি প্রতিষ্ঠানে এমসিকিউ আকারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৮২,১৮১ জন প্রার্থী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষার অংশগ্রহণ করেছে। পরীক্ষাটি ৭০ নম্বরের উপর অনুষ্ঠিত হয় যার প্রশ্নপত্র প্রণয়ন করা হয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয় হতে। উল্লেখ্য যে, প্রশ্নপত্রের প্রতিটি mcq এর মান ১ নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাতিল বলে গণ্য হবে।
বন অধিদপ্তরে (CCFFD)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০
পরীক্ষার তারিখ: ১১ আগস্ট ২০২৩ ইং
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০
পরীক্ষার তারিখ: ১১ আগস্ট ২০২৩ ইং
সম্পূর্ণ সঠিক সমাধান
CCFFD অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার উত্তরমালা ২০২৩
বাংলা অংশের সমাধানঃ
1.'ভোজন' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.ভোজ+জন খ.ভোন+ন
গ.ভুজ+অনট ঘ.ভো+অন
উত্তরঃ গ.ভুজ+অনট
2.'পূর্ণেন্দু' কোন সন্ধি?
ক.স্বরসন্ধি খ.বিসর্গ সন্ধি
গ.ব্যাঞ্জনসন্ধি ঘ.নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক.স্বরসন্ধি
3.'এ দেহে প্রাণ নেই'- বাক্যের 'দেহে' শব্দটিতে কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্তায় ৭মী খ.অপাদানে ৫মী
গ.করণে ৩য়া ঘ.অধিকরণে ৭মী
উত্তরঃ ঘ.অধিকরণে ৭মী
4. 'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?
ক.ধুন খ.বুনো
গ.বন ঘ.বুন
উত্তরঃ খ.বুনো
5.'কচুকাটা করা' বাগধারাটির অর্থ কি?
ক.কচু কেটে ফেলা খ.হত্যা করা
গ.সফলতা লাভ ঘ.ধ্বংস করা
উত্তরঃ ঘ.ধ্বংস করা
6.'ভর্ৎসনা' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক.অপমান খ.প্রশংসা
গ.নিন্দা ঘ.গিবতকারী
উত্তরঃ খ.প্রশংসা
7.'রাজ্ঞী' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক.রাজ্ + নী খ.রাগ+গী
গ.রাজন+গী ঘ.রাজা+গি
উত্তরঃ ক.রাজ্ + নী
8.'ছেলেটি চালাক'- এ বাক্যে 'চালাক' কোন জাতীয় বিশেষণ?
ক.অবস্থা বাচক খ.ভাববাচক
গ.উপাদান বাচক ঘ.গুণবাচক
উত্তরঃ ঘ.গুণবাচক
9.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক.৭টি খ.১০টি
গ.৯টি ঘ.৮টি
উত্তরঃ ঘ.৮টি
10.'ঐরাবত' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক.দিপু খ.দ্বীপ
গ.দ্বিপ ঘ.দীপ
উত্তরঃ গ.দ্বিপ
11.উপসর্গ কোনটি?
ক.থেকে খ.চেয়ে
গ.দ্বারা ঘ.অতি
উত্তরঃ ঘ.অতি
12.কোন বানানটি শুদ্ধ?
ক.পাষাণ খ.পাষান
গ.পাসান ঘ.পাশান
উত্তরঃ ক.পাষাণ
13.মৌলিক শব্দ কোনটি?
ক.গোলাপ খ.গৌরব
গ.শীতল গ.নেয়ে
উত্তরঃ ক.গোলাপ
14.কোনটি তদ্ভব শব্দ?
ক.সূর্য খ.নক্ষত্র
গ.গগন ঘ.চাঁদ
উত্তরঃ ঘ.চাঁদ
15.'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কি?
ক.নীরধি খ.বিটপী
গ.কলাপী ঘ.অবনি
উত্তরঃ খ.বিটপী
16.'জজসাহেব' কোন সমাসের উদাহরণ?
ক.কর্মধারয় খ.বহুব্রীহি
গ.দ্বন্দ ঘ.দ্বীগু
উত্তরঃ ক.কর্মধারয়
17.নিচের কোনটি অনুসর্গ?
ক.পার খ.ব্যতীত
গ.নড়া ঘ.পাড়
উত্তরঃ খ.ব্যতীত
18.'দোলনচাপা' কাব্যের লেখক কে?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.সুকুমার রায়
গ.দাউদ হায়দার ঘ.কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ.কাজী নজরুল ইসলাম
19.'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কার লেখা?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ.শওকত ওসমান
গ.প্যারীচাঁদ মিত্র ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ.প্যারীচাঁদ মিত্র
20.'পদাবলি' কে লিখেছেন?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.মধুসূদন দত্ত
গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ.কায়কোবাদ
উত্তরঃ ক.রবীন্দ্রনাথ ঠাকুর
ক.ভোজ+জন খ.ভোন+ন
গ.ভুজ+অনট ঘ.ভো+অন
উত্তরঃ গ.ভুজ+অনট
2.'পূর্ণেন্দু' কোন সন্ধি?
ক.স্বরসন্ধি খ.বিসর্গ সন্ধি
গ.ব্যাঞ্জনসন্ধি ঘ.নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক.স্বরসন্ধি
3.'এ দেহে প্রাণ নেই'- বাক্যের 'দেহে' শব্দটিতে কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্তায় ৭মী খ.অপাদানে ৫মী
গ.করণে ৩য়া ঘ.অধিকরণে ৭মী
উত্তরঃ ঘ.অধিকরণে ৭মী
4. 'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?
ক.ধুন খ.বুনো
গ.বন ঘ.বুন
উত্তরঃ খ.বুনো
5.'কচুকাটা করা' বাগধারাটির অর্থ কি?
ক.কচু কেটে ফেলা খ.হত্যা করা
গ.সফলতা লাভ ঘ.ধ্বংস করা
উত্তরঃ ঘ.ধ্বংস করা
6.'ভর্ৎসনা' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক.অপমান খ.প্রশংসা
গ.নিন্দা ঘ.গিবতকারী
উত্তরঃ খ.প্রশংসা
7.'রাজ্ঞী' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক.রাজ্ + নী খ.রাগ+গী
গ.রাজন+গী ঘ.রাজা+গি
উত্তরঃ ক.রাজ্ + নী
8.'ছেলেটি চালাক'- এ বাক্যে 'চালাক' কোন জাতীয় বিশেষণ?
ক.অবস্থা বাচক খ.ভাববাচক
গ.উপাদান বাচক ঘ.গুণবাচক
উত্তরঃ ঘ.গুণবাচক
9.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক.৭টি খ.১০টি
গ.৯টি ঘ.৮টি
উত্তরঃ ঘ.৮টি
10.'ঐরাবত' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক.দিপু খ.দ্বীপ
গ.দ্বিপ ঘ.দীপ
উত্তরঃ গ.দ্বিপ
11.উপসর্গ কোনটি?
ক.থেকে খ.চেয়ে
গ.দ্বারা ঘ.অতি
উত্তরঃ ঘ.অতি
12.কোন বানানটি শুদ্ধ?
ক.পাষাণ খ.পাষান
গ.পাসান ঘ.পাশান
উত্তরঃ ক.পাষাণ
13.মৌলিক শব্দ কোনটি?
ক.গোলাপ খ.গৌরব
গ.শীতল গ.নেয়ে
উত্তরঃ ক.গোলাপ
14.কোনটি তদ্ভব শব্দ?
ক.সূর্য খ.নক্ষত্র
গ.গগন ঘ.চাঁদ
উত্তরঃ ঘ.চাঁদ
15.'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কি?
ক.নীরধি খ.বিটপী
গ.কলাপী ঘ.অবনি
উত্তরঃ খ.বিটপী
16.'জজসাহেব' কোন সমাসের উদাহরণ?
ক.কর্মধারয় খ.বহুব্রীহি
গ.দ্বন্দ ঘ.দ্বীগু
উত্তরঃ ক.কর্মধারয়
17.নিচের কোনটি অনুসর্গ?
ক.পার খ.ব্যতীত
গ.নড়া ঘ.পাড়
উত্তরঃ খ.ব্যতীত
18.'দোলনচাপা' কাব্যের লেখক কে?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.সুকুমার রায়
গ.দাউদ হায়দার ঘ.কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ.কাজী নজরুল ইসলাম
19.'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কার লেখা?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ.শওকত ওসমান
গ.প্যারীচাঁদ মিত্র ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ.প্যারীচাঁদ মিত্র
20.'পদাবলি' কে লিখেছেন?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.মধুসূদন দত্ত
গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ.কায়কোবাদ
উত্তরঃ ক.রবীন্দ্রনাথ ঠাকুর
ইংরেজি অংশের সমাধানঃ
21.Which spelling is correct?
ক.Embarrasment খ.Embarrassment
গ.Embarassment ঘ.Embaresmont
উত্তরঃ খ.Embarrassment
22.Comparative form of 'He is as clever as a fox.'
ক.He is cleverer than a fox
খ.A fox is cleverer than him.
গ.A fox is not as clever as him.
ঘ.A fox is not clever than him.
উত্তরঃ ঘ.A fox is not clever than him.
23.The sun ___ we went out for a walk.
ক.had set and
খ.set and
গ.was setting and
ঘ.was set while
উত্তরঃ ক.had set and
24.What is the synonym of the word 'Sticky"?
ক.Silky খ.lorny
গ.Glutinous ঘ.Adhesive
উত্তরঃ গ.Glutinous,ঘ.Adhesive
25.Which one is common gender?
ক.Girl খ.King
গ.Mother ঘ.Child
উত্তরঃ ঘ.Child
26.'He gave me five books'- In this sentence which is the adjective?
ক.books খ.gave
গ.me ঘ.five
উত্তরঃ ঘ.five
27.Which is the meaning of the idiom- 'smell a rat'?
ক.bad smell খ.suspect something
গ.make difficult ঘ.presence of a thief
উত্তরঃ খ.suspect something
28.Man can not live alone. The word ‘alone’ used here as-
ক.Adverb খ.Pronoun
গ.Adjective ঘ.Preposition
উত্তরঃ ক.Adverb
29.They gave me a form and told me to-
ক.fill in খ.fill it in
গ.fill in it ঘ.None
উত্তরঃ খ.fill it in
30.Man is ___ architect of his own fate.
ক.the খ.an
গ.a ঘ.No article
উত্তরঃ ক.the
31.We waited until the plane-
ক.did not take off
খ.took off
গ.had not taken off
ঘ.had taken off
উত্তরঃ ঘ.had taken off
32.The phrase 'by and by' means —
ক.In course of taking
খ.Suddenly
গ.Soon
ঘ.as it would be
উত্তরঃ গ.Soon
33.Antonym of 'Apex'-
ক.Zenith খ.Bottom
গ.Summit ঘ.Amity
উত্তরঃ খ.Bottom
34.I have ___ headache.
ক.an খ.a
গ.the ঘ.No article
উত্তরঃ খ.a
35.You ___ better go now. The missing word in the sentence is:
ক.would খ.might
গ.had ঘ.may
উত্তরঃ গ.had
36.Which of the word is plural?
ক.Formula খ.Vertex
গ.Memoranda ঘ.Agendum
উত্তরঃ গ.Memoranda
37.The price of daily necessaries increases-
ক.by hook or by crook
খ.by fits and starts
গ.by the by
ঘ.by leaps and bounds
উত্তরঃ ঘ.by leaps and bounds
38.He was ___ to die.
ক.in খ.since
গ.form ঘ.about
উত্তরঃ ঘ.about
39.What is the adjective of 'Village"?
ক.rural খ.village people
গ.villagely ঘ.villaging
উত্তরঃ ক.rural
40.Choose the correct sentence:
ক.This is fact.
খ.This is a true fact.
গ.This is a fact.
ঘ.This area fact
উত্তরঃ গ.This is a fact.
গণিত অংশের সমাধানঃ
41.৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক.২০% খ.১৮% গ.২১% ঘ.১৬%
উত্তরঃ ক.২০%
42.একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে ?
ক.২১ দিন খ.২২ দিন
গ.২৪ দিন ঘ.২০ দিন
উত্তরঃ ঘ.২০ দিন
43.a/b=4, a+2b=12 হলে a এর মান কত?
ক.12 খ.16 গ.8 ঘ.4
উত্তরঃ গ.8
44.a=3, b=2হলে (a+b)^3এর মান কত?
ক.120 খ.100 গ.150 ঘ.125
উত্তরঃ ঘ.125
45.পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ১৯ বছর হলে, মেয়ের বয়স কত?
ক.১৪ বছর খ.১৫ বছর
গ.১৬ বছর ঘ.১৮ বছর
উত্তরঃ প্রশ্ন ভুল [১৯ এর স্থলে ২৯ হলে উত্তর হবে ১৫বছর।]
46.একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?
ক.৩০০ টাকা খ.২৫০ টাকা
গ.৩১৫ টাকা ঘ.৩২৫ টাকা
উত্তরঃ ক.৩০০ টাকা
47.a+1/a=3 হলে, a2 + 1/a2= কত?
ক.9 খ.7
গ.11 ঘ.12
উত্তরঃ খ.7
48.যদি x + 1/x = 5 হয়, তবে x/x2 + x + 1এর মান কত?
ক.1/6 খ.1/7
গ.1/4 ঘ.1/5
উত্তরঃ ক.1/6
49.৯০° ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি
ক.২৭০° খ.০°
গ.৯০° ঘ.১৮০°
উত্তরঃ গ.৯০°
50.নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক.৮৭ খ.৬৩ গ.৭২ ঘ.কোনোটিই নয়
উত্তরঃ ঘ.কোনোটিই নয়
51.কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
ক.১৬ খ.৩৬ গ.২৫ ঘ.৪৯
উত্তরঃ গ.২৫
52.যে চতুর্ভুজের বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?
ক.আয়তক্ষেত্র খ.সামান্তরিক
গ.রম্বস ঘ.ট্রাপিজিয়াম
উত্তরঃ গ.রম্বস
53.ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
ক.৩০ দিনে খ.৪০ দিনে গ.২৫ দিনে ঘ.৩৫ দিনে
উত্তরঃক.৩০ দিনে
54.a + b = 5 এবং ab = 3 হলে ab এর মান কত?
ক.3 খ.5 গ.4 ঘ.2
উত্তরঃ গ.4
55.কোনো পরীক্ষায় ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
ক.১০% খ.১৫% গ.১২% ঘ.১১%
উত্তরঃ ক.১০%
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
56.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ.সৈয়দ নজরুল ইসলাম
গ.তাজউদ্দীন আহমেদ
ঘ.এম. মনসুর আলী
উত্তরঃ গ.তাজউদ্দীন আহমেদ
57.মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
ক.২ নং সেক্টর খ.৩ নং সেক্টর
গ.১০ নং সেক্টর ঘ.৮ নং সেক্টর
উত্তরঃ ক.২ নং সেক্টর
58.মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক কে?
ক.চাষী নজরুল ইসলাম
খ.নাসিরউদ্দীন ইউসুফ
গ.তানভীর মোকাম্মেল
ঘ.বদরুল আনাম সৌদ
উত্তরঃ খ.নাসিরউদ্দীন ইউসুফ
59.পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক.বঙ্গ খ.হরিকেল
গ.গৌড় ঘ.পুণ্ড্র
উত্তরঃ খ.হরিকেল
60.বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক কে?
ক.লর্ড বেন্টিঙ্ক খ.ওয়ারেন হেস্টিংস
গ.লর্ড ক্লাইভ ঘ.লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ গ.লর্ড ক্লাইভ
61.Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?
ক.চীন খ.দক্ষিণ কোরিয়া
গ.ফ্রান্স ঘ.যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ.যুক্তরাষ্ট্র
62.UNCBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
ক.মন্ট্রিল খ.নাইরোবি
গ.জেনেভা ঘ.প্যারিস
উত্তরঃ ক.মন্ট্রিল
63.আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয়?
ক.৫ জুন খ.২১ মার্চ
গ.২৯ জুলাই ঘ.১২ আগস্ট
উত্তরঃ খ.২১ মার্চ
64.কোনটি UNESCO World Heritage Site নয়?
ক.সুন্দরবন খ.টাঙ্গুয়ার হাওড়
গ.ষাট গম্বুজ মসজিদ ঘ.পাহাড়পুর বৌদ্ধবিহার
উত্তরঃ খ.টাঙ্গুয়ার হাওড়
65.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করে?
ক.১১ মার্চ, ২০২০ খ.৮ মার্চ, ২০২০
গ.৩০ জানুয়ারি, ২০২০ ঘ.১৫ জানুয়ারি, ২০২০
উত্তরঃ ক.১১ মার্চ, ২০২০
তথ্য প্রযুক্তি অংশের সমাধানঃ66.মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক.Scanner খ.OMR
গ.MICR ঘ.OCR
উত্তরঃ ঘ.OCR
67.কোনটি কম্পিউটারের সংরক্ষণ Key বাটন?
ক.F8 খ.F6
গ.F10 ঘ.F12
উত্তরঃ ঘ.F12
68.সামাজিক যোগাযোগ মাধ্যম LinkedIn এর উদ্ভাবক কে?
ক.জ্যাক ডর্সি খ.মার্ক জাকারবার্গ
গ.রেইড হফম্যান ঘ.লুডি কর্প
উত্তরঃ গ.রেইড হফম্যান
69.‘Bluetooth’ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
ক.Megnetic খ.Radio
গ.Optical ঘ.Laser
উত্তরঃ খ.Radio
70.সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে?
ক.১৭(গ) খ.১৯ (১) গ.১৫(ক) ঘ.১৮(ক)
উত্তরঃ ঘ.১৮(ক)
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || DSHE account assistant question 2023 || @LwBiozid
- [FWV] পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid
- LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2022 || Lw Biozid
- ১৭ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন সমাধান || 17th NTRCA Question Solution || Lw Biozid
- Railway Khalasi Exam Question Solution 2022 | বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | pdf
- পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Exam Question Solution 2023
- পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Accountant Question Solution 2023
- DOE Office Sohayok Question Solution 2023 | পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩ | Lw Biozid
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান || Lw Biozid
- (PWD) গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 | Lw Biozid
- সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের পরিদর্শক/মহিলা পরিদর্শক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- LGED কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || Lw Biozid
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) প্রশ্ন সমাধান ২০২৩ | NSI field staff exam question 2023
- বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ |
একটি মন্তব্য পোস্ট করুন