সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং (সকল পদের প্রশ্ন সমাধান) | COOP Exam Question Solution 2023 | #lwbiozid
সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
সমবায় অধিদপ্তরের পরিদর্শক,মহিলা পরিদর্শক,প্রশিক্ষক,ফিল্ড ইনভেস্টিকেটর,অফিস সহকারী-কাম-কম্পিউটার , সহকারী প্রশিক্ষক,অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে MCQ আকারে। নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন পূর্ণ মার্ক ধরা হয়েছে ৫০ এবং সময়টা হবে ৫০ মিনিট বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের উপর মূলত এই পরীক্ষার প্রশ্ন এসে থাকে। সমবায় অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আর্টিকেল। চলুন দেখে নেয়া যাক সমাধান গুলো:-
শুরুতেই থাকছে (পরিদর্শক/মহিলা পরিদর্শক/প্রশিক্ষক/ফিল্ড ইনভেস্টিকেটর) পদের প্রশ্ন সমাধান:
সমবায় অধিদপ্তর
পদের নাম: পরিদর্শক/মহিলা পরিদর্শক/প্রশিক্ষক/ফিল্ড ইনভেস্টিকেটর;তারিখ: ১৯ মে ২০২৩ ইং;
সময়: ৫০ মিনিট;
পূর্ণমান: ৫০;
১। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি কত?
ক. ১২০ মিটার গ. ৩২০ মিটার খ. ২০০ মিটার ঘ. ৪০০ মিটার
উত্তরঃ ঘ. ৪০০ মিটার।
২। কতজন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?
ক. ২৫ জন। গ. ১০ জন। খ. ১৫ জন। ঘ. ৫ জন।
উত্তরঃ ঘ. ৫ জন।
৩. ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
ক. ২১৬ দিন। খ. ৫৪ দিন। গ. ২৪ দিন। ঘ. ২৪৩ দিন।
উত্তরঃ ক. ২১৬ দিন।
৪। ৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
ক. ১০টি। খ. ১১টি। গ. ১২টি। ঘ. ১৩টি।
উত্তরঃ গ. ১২টি।
৫। ১৮ ও ৭২ এর গুণোত্তর পড় কোনটি ?
ক. ৪ খ. ৬ গ. ৩৬ ঘ. ১৬
উত্তর: গ.৩৬
৬। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
ক. গ্রিক। খ. চীন। গ. ভারত। ঘ. আরব।
উত্তরঃ গ. ভারত।
৭। ১০০ টাকায় ৫০টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে ?
ক. ২০০% খ. ১০০% গ. ৫০% ঘ. ২৫%
উত্তর: খ.১০০%
৮. x4 - x2 − 1 = 0 হলে x2 – 1/x2 = কত?
ক. 3 খ.√5 গ. 1 ঘ. 14
উত্তর: গ.1
৯. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যা কোনটি?
ক. ১২৬ খ. ১২০ গ. ১২৫ ঘ. ১৫০
উত্তর: ক. ১২৬
১০. a2 – b2, a3 – b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?
ক. a+b খ. a-b গ. 0 ঘ. 1
উত্তরঃ ঘ. 1
১১. মাইকেল মধুসুদন দত্তের “মেঘনাদ বধ" কাব্যের উৎস কি?
ক. রামায়ণ খ. মহাভারত গ. ভগবত ঘ. কুমার সম্ভব
উত্তর: ক. রামায়ণ।
১২. ‘অয়ন’ শব্দের সমার্থক কোনটি?
ক. বাতাস খ. পথ গ. সমুদ্র ঘ. পর্বত
উত্তর: খ. পথ।
১৩. বিষের জ্বালায় বিশ্ব জুড়ে- ‘জ্বালায়’ এর কারক ও বিভক্তি কি?
ক. করণে ৭মী খ. কর্তায় শূন্য গ. অধিকরণে ৭মী ঘ. কর্মে ২য়া
উত্তর: ক.করণে ৭মী
১৪. কোন লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
ক. জগৎ মোহনী। খ. প্রেমেন্দ্র মিত্র। গ. প্রমথনাথ বসু। ঘ. প্রথম চৌধুরী।
উত্তর: ঘ.প্রথম চৌধুরী।
১৫. 'বন্য' শব্দের চলিত রূপ কি?
ক. বনানী খ. বুন গ. বুনো ঘ. বন
উত্তর: গ.বুনো।
১৬. ‘সিডর' কোন দেশী শব্দ?
ক. ইংরেজী খ. সিংহলি গ. ফারসী ঘ. পর্তুগিজ
উত্তর: খ.সিংহলি।
১৭. কোনটি শুদ্ধ শব্দ?
ক. প্রানি খ. প্রানী গ. প্রাণি ঘ. প্রাণী
উত্তর: ঘ.প্রাণী।
১৮. ‘সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
ক. সুধাংশু খ. শশাংক গ. বিধু ঘ. আদিত্য
উত্তরঃ ঘ. আদিত্য।
১৯. শংকা এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শং + কা খ. শম + কা গ. সম্ + কা ঘ. সং + কা
উত্তরঃ খ. শম + কা
২০. ‘লাজ’ কোন ধরণের পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. অব্যয়
উত্তরঃ ক. বিশেষ্য।
২১. ‘সাফারী পার্ক” কি?
ক. ফলের বাগান খ.খোলা উদ্যান
গ. পশু পালনের স্থান ঘ. জীবজন্তুর অভয়ারণ্য
উত্তরঃ ঘ. জীবজন্তুর অভয়ারণ্য।
২২. দেশের প্রথম মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়?
ক. ১১ ডিসেম্বর, ২০২২ খ. ১২ ডিসেম্বর, ২০২২
গ. ১৬ ডিসেম্বর, ২০২২ ঘ. ২৮ ডিসেম্বর, ২০২২
উত্তর: ঘ. ২৮ ডিসেম্বর, ২০২২
২৩. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
ক. ১৯৫৩ সালের ০৪ ডিসেম্বর
খ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী
গ. ১৯৫৪ সালের ২৩ জুন
ঘ. ১৯৫২ সালের ০৪ ডিসেম্বর
উত্তর: ক. ১৯৫৩ সালের ০৪ ডিসেম্বর।
২৪. কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
ক. মার্কিন যুক্তরাষ্ট্য খ. যুক্তরাজ্য গ. গ্রীস ঘ. ফ্রান্স
উত্তর: খ. যুক্তরাজ্য।
২৫. ‘আলীবাবা’ কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?
ক. জাপান খ. চীন গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তর: খ. চীন।
২৬. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য-
ক. পলাশী বারাক ও অন্যান্য
খ. স্বাধীনতা আমার স্বাধীনতা
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তর: গ.পায়ের আওয়াজ পাওয়া যায়।
27. When word is correct?
ক. Fundures. খ. informations
গ. Scenenes. ঘ. Proceeds
উত্তর: ঘ. Proceeds.
২৮. Gallows এর plural কি?
ক. Gallowsies. খ. Galloweses
গ. Gallows. ঘ. Gallowed
উত্তর: গ.Gallows.
29. What is the meaning of a white lie ?
ক. Harumful lie. খ. Useless lie.
গ. lirrelevant lie. ঘ. Harmless lie.
উত্তর: ঘ. Harmless lie.
30. Which word is correctly spelled-
ক. idosyncracy. খ. Gaugi.
গ. Hankerchif. ঘ. Leniant.
উত্তর: খ. Gaugi.
31. Which one of the following word is masculine ?
ক. Mare খ. Lad গ. Fllow ঘ. Pony
উত্তর: খ. Lad.
32. Choose the correct antonym of 'Cynical?
ক. Gullible খ. Equivocal
গ. Pessimistic ঘ. Liberal
উত্তর: ক. Gullible.
33. The train was late - I managed to arrive on time?
ক. On the eenirary খ. contest
গ. Despite ঘ. Incidentally
উত্তরঃ গ. Despite.
38. Choose the correct sentence?
ক. Though he is strong but he is lazy
খ. Though he is strong he is lazy
গ. Though he is strong yet he is lazy
ঘ. Though he is strong or he is lazy
উত্তর: খ.Though he is strong he is lazy.
৩৫. Who is the author of the novel "The God of Small things"?
ক. Thomas Melvile খ. Oscar wind
গ. Arundhati Roy খ. John Milon
উত্তর: গ.Arundhati Roy.
36. To read between the lines means?
ক. To concentrafe খ. To suspect
গ. To read carefully
ঘ. To grasp the hidden meaning
উত্তর: ঘ.To grasp the hidden meaning.
৩৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে পরিচালিত হয়?
ক. ৭টি খ. ৯টি গ. ১১টি ঘ. ১৩টি
উত্তর: গ.১১টি।
৩৮. বঙ্গবন্ধু কত সনে প্রথম মন্ত্রীসভার সদস্য নির্বাচিত হন?
ক. ১৯৪৮ খ. ১৯৫৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৭১
উত্তর: খ. ১৯৫৪ সালে।
৩৯. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ভুটান খ. চীন গ. রাশিয়া ঘ. উজবেকিস্তান
উত্তর: গ.রাশিয়া।
৪০. ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
ক. সুইজারল্যান্ডের জেনেভায় খ. ফ্রান্সের লিওতে
গ. থাইল্যান্ডের ব্যাংককে ঘ. জার্মানীর বার্লিনে
উত্তর: খ.ফ্রান্সের লিওতে।
৪১. কোনটি ‘অবিনাশী’ শব্দের সমার্থক নয়?
ক. অক্ষয় খ. শাশ্বত গ.চিরন্তন ঘ. ক্ষণস্থায়ী
উত্তর: ঘ. ক্ষণস্থায়ী।
৪২. 'সৃষ্টি' এক প্রকৃতি প্রত্যয়?
ক. সূষ + টি খ. সুশ + তি গ. শ্ৰী + টি ঘ.সৃজ+তি
উত্তর: ঘ.সৃজ+তি
৪৩. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. বরিশাল
উত্তর: খ.চট্টগ্রাম।
৪৪. ছয়দফার প্রথম দফা কি ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্বশাসন খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
গ. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ঘ. মুদ্রা বা অর্থ বিষয়ক ক্ষমতা
উত্তর: ক.প্রাদেশিক স্বায়ত্বশাসন।
৪৫. কি ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব?
ক. গাড়ী খ.মোবাইল ফোন গ. বিদ্যুৎ ঘ. ফ্যাশন
উত্তর: গ.বিদ্যুৎ।
৪৬. পঞ্চম ড্রাগনের দেশ কোনটি?
ক. তাইওয়ান খ. থাইল্যান্ড গ. সুবান ঘ. ডেনমার্ক
উত্তর: ক.তাইওয়ান।
৪৭. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ২২০ মিটার প্লাটফর্ম, ৩০ সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
ক. ১৮০ মিটার খ. ২০০ মিটার গ. ২২০ মিটার ঘ. ২৪০ মিটার
উত্তর: ক.১৮০ মিটার।
৪৮. ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ১০
উত্তর: গ.৮
৪৯. The police is locking____the case
Corrct preposition is---
ক. after খ. on গ. up ঘ. into
উত্তর: ঘ.into
50. We waited until the plane_____
ক. did not take off খ. took off
গ. had not taken off ঘ. had taken off
উত্তর: খ.took off.
এবার থাকছে (তাঁত সুপারভাইজার/ক্যাশিয়ার/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি) পদের প্রশ্ন সমাধান:-
সমবায় অধিদপ্তর
পদের নাম: তাঁত সুপারভাইজার/ক্যাশিয়ার/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি;তারিখ: ০২ জুন ২০২৩ ইং;
সময়: ৫০ মিনিট;
পূর্ণমান: ৫০;
1.Do not make a nolse while your father
ক. is being sleeping
খ. is sleeping
গ. has slept
ঘ. asle
উত্তরঃ খ. is sleeping.
2. What kinds of noun is knowledge'?
ক. Proper খ. Material
গ. abstract ঘ. Common
উত্তরঃ গ. abstract
3. Which word is correctly spelt?
ক. Miscellaneous খ. Miscellenious
গ. Misceleneous ঘ. Miscelanous
উত্তর: ক.Miscellaneous.
8. Early rising is conducive____health.
ক. for খ. of
গ. to ঘ. with
উত্তর: গ.to
৫. ‘In a nutshell' means____
ক. Concise খ. Cover
গ. Nutty ঘ. Written
উত্তর: ক.Concise
6. It was high time we____ our habits.
ক. Change খ. Changed
গ. Had changed ঘ. should change
উত্তরঃ গ. Had changed
ব্যাখ্যাঃ It is time, it is high time এগুলোর পরে Subject থাকলে তার পরবর্তী Verb টি Past tense এর হয়। কিন্তু বাক্যের প্রথম অংশে Past Indefinite Tense থাকলে পরবর্তী অংশে Past Perfect Tense হয়।
7. We waited until the plane
ক. did not take off খ.took off
গ. had not taken off. had taken off
উত্তর: খ.took off.
8. Which one is in masculine form?
ক. Drake খ. Princess
গ. Ewe ঘ. Niece
উত্তর: ক.Drake.
9. Which sentence is correct?
ক. You had better going there.
খ. You had better go there.
গ. You better go there.
ঘ. you should better to going there.
উত্তর: খ.You had better go there.
১০. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে এ সংখ্যা। সংখ্যাটি কত?
ক. ৮০ খ. ৭০
গ. ৭৫ ঘ. ৯০
উত্তর: খ.৭০
১১. logx(3/2) = 2 হলে x এর মান কত?
ক. 4/9 খ. 9/4
গ. 3/2 ঘ. √2/3
উত্তর: ক.4/9
১২. ৫ কি.মি. / ঘন্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগে,স্থানটির দূরত্ব কত?
ক. ৮ কি.মি. খ. ১০ কি.মি.
গ. ২৫ কি.মি. ঘ. ১৫ কি.মি.
উ: খ.১০ কি.মি.
১৩. ১২টি পুস্তক থেকে ৫টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
ক. ৭৯২ খ. ২২৪
গ. ১২০ ঘ. ২৫২
উত্তর: গ.১২০
১৪. কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ?
ক.৩৮° খ. ৪২°
গ. ৪১° ঘ. ৪৯০
উত্স: খ.৪২°
১৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে, বৃহত্তম কোণের পরিমান কত?
ক. ৯০° খ. ৮০°
গ. ৭০° ঘ. ৪৫°
উত্তর: খ.৮০°
১৬. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাইন্ডারির মাধ্যমে মোট ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?
ক. ১৫ খ. ১৬
গ. ১২ ঘ. ১৮
উল: ক. ১৫
১৭. যদি x < x 2 < x হলে x এর মান কোনটি ?
ক. 1 খ. 1/2
গ. –1 ঘ. –2
উত্তর: খ. 1/2
১৮. বৃত্তের বাইরে কোন নির্দিষ্ট বিন্দু থেকে কতটি স্পর্শক আঁকা যাবে?
ক. ২টি খ. ১টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: ক.২টি
১৯. একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
ক. ২৭০° খ. ৩৬০°
গ. ৫৪০° ঘ. ৪৫০°
উত্তর: গ.৫৪০°
২০. সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?
ক. মৌলভীবাজারে খ. পঞ্চগড়ে
গ. সিলেটে ঘ. হবিগঞ্জে
উত্তর: ক.মৌলভীবাজারে
২১. গারো উপজাতি কোন জেলায় বাস করে?
ক. পটুয়াখালী জেলায় খ. বান্দরবন জেলায়
গ. নেত্রকোনা জেলায় ঘ. ময়মনসিংহ জেলায়
উত্তর:ঘ. ময়মনসিংহ জেলায়
২২. জাতীয় বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকার বিজয়নগরে খ. ঢাকার লালবাগে
গ. ঢাকার আগারগাঁয়ে ঘ. ঢাকার সেগুনবাগিচায়
উত্তর: গ.ঢাকার আগারগাঁয়ে
২৩. জাতীয় সংসদে বাজেট পাশ হয় কত তারিখে?
ক. ১ জুন খ. ৩০ জুন
গ. ১ জুলাই ঘ. ৩১ ডিসেম্বর
উত্তর: খ.৩০ জুন
২৪. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
ক. ৪ ঘন্টা ১০ মিনিট খ. ৫ ঘন্টা ১৫ মিনিট
গ. ৬ ঘন্টা ১৩ মিনিট ঘ. কোনটিই নয়
উত্তর: গ.৬ ঘন্টা ১৩ মিনিট
২৫. কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
ক. AB গ্রুপ খ. B গ্রুপ
গ. A গ্রুপ ঘ. O গ্রুপ
উত্তর: ঘ.O গ্রুপ
২৬. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক. হরিকেল খ. সমতট
গ. পুণ্ড্র ঘ. রাঢ়
উত্তর: গ.পুণ্ড্র
২৭. লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন?
ক. ৯০ দিন খ. ১০০ দিন
গ. ১২০ দিন ঘ. ১৫০ দিন
উত্তর: গ.১২০ দিন
২৮. বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার?
ক. ILO খ. SAARC
গ. NATO ঘ. BIMSTEC
উত্তর: গ.NATO
২৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. কয়লা
গ. চুনাপাথর
ঘ. সিলিকা
উত্তর: ক.প্রাকৃতিক গ্যা
৩০. সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
ক. ব্যাংকক খ. জেনেভা
গ. বার্লিন ঘ. ঢাকা
উত্তর: ঘ.ঢাকা
৩১. ‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
ক. সাংহাই খ. লন্ডন
গ. সাইপ্রাস ঘ. জেরুজালেম
উত্তর: খ. লন্ডন
৩২. ‘পারুদা' কোন দেশের বিমান সংস্থা?
ক. রাশিয়া খ. চীন
গ. ইন্দোনেশিয়া
ঘ. জার্মানী
উত্তর: গ. ইন্দোনেশিয়া
৩৩. পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
ক. পাতায়া খ. কক্সবাজার
গ. গোয়া ঘ. কোনটিই নয়
উত্তর: খ.কক্সবাজার
৩৪. মিশাইলম্যান হিসেবে কোন ব্যক্তি পরিচিত?
ক. মাও সে তুং
খ. এপিজে আবুল কালাম আজাদ
গ. উইনস্টন চার্চিল
ঘ. রুজভেল্ট
উত্তর: খ.এপিজে আবুল কালাম আজাদ
৩৫. জাতীয় সমবায় দিবস কবে পালিত হয়?
ক. জুলাই মাসের ১ম শনিবার
খ. নভেম্বর মাসের ১ম শনিবার
গ. জুন মাসের ২য় শনিবার
ঘ. যে মাসের ১ম শনিবার
উত্তর: খ.নভেম্বর মাসের ১ম শনিবার
৩৬. ‘ছলচাতুরি’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব খ. তৎপুরুষ
গ. দ্বিগু ঘ. কর্মধারয়
উত্তর: ক.দ্বন্দ্ব
৩৭. ‘সম্ভাব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সদ + ভাব খ. সৎ + ভাব
গ. সদা + ভাব ঘ. সদঃ + ভাব
উত্তর:খ. সৎ + ভাব।
৩৮. নীচের কোনটি শুদ্ধ বাক্য-
ক. তুমি, আমি ও সে দোয়ী
খ. সে, আমি ও তুমি দোষী
গ. আমি, তুমি ও সে দোষী
ঘ. কোনটিই নয়
৩৯. বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: ক.২
৪০. অর্ধচন্দ্র শব্দটির অর্থ-
ক. প্রহার করা খ. গলা ধাক্কা দেয়া
গ. বের করে দেয়া ঘ. তিরষ্কার করা
উত্তর: খ.গলা ধাক্কা দেয়া
৪১. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
ক. মেটে খ. মেটেল
গ. চিন্ময় ঘ. মৃন্ময়
উত্তর: ঘ. মৃন্ময়
৪২. আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অংশ খ. জ্যোতি
গ. ভাতি ঘ. অনল
উত্তর: ঘ.অনল
৪৩. কোন বানানটি শুদ্ধ?
ক. তিতীক্ষা খ. তীতিক্ষা
গ. তিতিক্ষা ঘ. তীতীক্ষা
উত্তর: গ.তিতিক্ষা
৪৪. তিলে তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ২য়া
খ. অধিকরণে ৭মী
গ. অপাদানে ৫মী
ঘ. কর্মে শূন্য
উত্তর: গ.অপাদানে ৫মী
৪৫. 'শবনম' গ্রন্থের রচয়িতা-
ক. জসীম উদ্দীন খ. সৈয়দ মুজতবা আলী
গ. আবুল ফজল ঘ. জহির রায়হান
উত্তর: খ.সৈয়দ মুজতবা আলী
৪৬. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. পর্তুগীজ
গ. জাপানী ঘ. গুজরাটি
উত্তর: ঘ.গুজরাটি
৪৭. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫ খ. ৭
গ. ১০ ঘ. ১১
উত্তরঃ খ. ৭ টি
৪৮. What is the antonym of 'Concord'?
ক. Increase খ. Conflict
গ. Lucid ঘ. High
উত্তর: খ.Conflict
49. Which sentence is incorrect?
ক. I feel unwell
খ. Open at page 10
গ. He prefers milk than tea
ঘ. I have a headache
উত্তর: গ.He prefers milk than tea
50. What type of parts of speech is 'Beauty'?
ক. Noun খ. Pronoun
গ. Adjective ঘ. Verb
উত্তর: ক. Noun
ক. is being sleeping
খ. is sleeping
গ. has slept
ঘ. asle
উত্তরঃ খ. is sleeping.
2. What kinds of noun is knowledge'?
ক. Proper খ. Material
গ. abstract ঘ. Common
উত্তরঃ গ. abstract
3. Which word is correctly spelt?
ক. Miscellaneous খ. Miscellenious
গ. Misceleneous ঘ. Miscelanous
উত্তর: ক.Miscellaneous.
8. Early rising is conducive____health.
ক. for খ. of
গ. to ঘ. with
উত্তর: গ.to
৫. ‘In a nutshell' means____
ক. Concise খ. Cover
গ. Nutty ঘ. Written
উত্তর: ক.Concise
6. It was high time we____ our habits.
ক. Change খ. Changed
গ. Had changed ঘ. should change
উত্তরঃ গ. Had changed
ব্যাখ্যাঃ It is time, it is high time এগুলোর পরে Subject থাকলে তার পরবর্তী Verb টি Past tense এর হয়। কিন্তু বাক্যের প্রথম অংশে Past Indefinite Tense থাকলে পরবর্তী অংশে Past Perfect Tense হয়।
7. We waited until the plane
ক. did not take off খ.took off
গ. had not taken off. had taken off
উত্তর: খ.took off.
8. Which one is in masculine form?
ক. Drake খ. Princess
গ. Ewe ঘ. Niece
উত্তর: ক.Drake.
9. Which sentence is correct?
ক. You had better going there.
খ. You had better go there.
গ. You better go there.
ঘ. you should better to going there.
উত্তর: খ.You had better go there.
১০. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে এ সংখ্যা। সংখ্যাটি কত?
ক. ৮০ খ. ৭০
গ. ৭৫ ঘ. ৯০
উত্তর: খ.৭০
১১. logx(3/2) = 2 হলে x এর মান কত?
ক. 4/9 খ. 9/4
গ. 3/2 ঘ. √2/3
উত্তর: ক.4/9
১২. ৫ কি.মি. / ঘন্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগে,স্থানটির দূরত্ব কত?
ক. ৮ কি.মি. খ. ১০ কি.মি.
গ. ২৫ কি.মি. ঘ. ১৫ কি.মি.
উ: খ.১০ কি.মি.
১৩. ১২টি পুস্তক থেকে ৫টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
ক. ৭৯২ খ. ২২৪
গ. ১২০ ঘ. ২৫২
উত্তর: গ.১২০
১৪. কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ?
ক.৩৮° খ. ৪২°
গ. ৪১° ঘ. ৪৯০
উত্স: খ.৪২°
১৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে, বৃহত্তম কোণের পরিমান কত?
ক. ৯০° খ. ৮০°
গ. ৭০° ঘ. ৪৫°
উত্তর: খ.৮০°
১৬. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাইন্ডারির মাধ্যমে মোট ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?
ক. ১৫ খ. ১৬
গ. ১২ ঘ. ১৮
উল: ক. ১৫
১৭. যদি x < x 2 < x হলে x এর মান কোনটি ?
ক. 1 খ. 1/2
গ. –1 ঘ. –2
উত্তর: খ. 1/2
১৮. বৃত্তের বাইরে কোন নির্দিষ্ট বিন্দু থেকে কতটি স্পর্শক আঁকা যাবে?
ক. ২টি খ. ১টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: ক.২টি
১৯. একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
ক. ২৭০° খ. ৩৬০°
গ. ৫৪০° ঘ. ৪৫০°
উত্তর: গ.৫৪০°
২০. সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?
ক. মৌলভীবাজারে খ. পঞ্চগড়ে
গ. সিলেটে ঘ. হবিগঞ্জে
উত্তর: ক.মৌলভীবাজারে
২১. গারো উপজাতি কোন জেলায় বাস করে?
ক. পটুয়াখালী জেলায় খ. বান্দরবন জেলায়
গ. নেত্রকোনা জেলায় ঘ. ময়মনসিংহ জেলায়
উত্তর:ঘ. ময়মনসিংহ জেলায়
২২. জাতীয় বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকার বিজয়নগরে খ. ঢাকার লালবাগে
গ. ঢাকার আগারগাঁয়ে ঘ. ঢাকার সেগুনবাগিচায়
উত্তর: গ.ঢাকার আগারগাঁয়ে
২৩. জাতীয় সংসদে বাজেট পাশ হয় কত তারিখে?
ক. ১ জুন খ. ৩০ জুন
গ. ১ জুলাই ঘ. ৩১ ডিসেম্বর
উত্তর: খ.৩০ জুন
২৪. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
ক. ৪ ঘন্টা ১০ মিনিট খ. ৫ ঘন্টা ১৫ মিনিট
গ. ৬ ঘন্টা ১৩ মিনিট ঘ. কোনটিই নয়
উত্তর: গ.৬ ঘন্টা ১৩ মিনিট
২৫. কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
ক. AB গ্রুপ খ. B গ্রুপ
গ. A গ্রুপ ঘ. O গ্রুপ
উত্তর: ঘ.O গ্রুপ
২৬. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক. হরিকেল খ. সমতট
গ. পুণ্ড্র ঘ. রাঢ়
উত্তর: গ.পুণ্ড্র
২৭. লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন?
ক. ৯০ দিন খ. ১০০ দিন
গ. ১২০ দিন ঘ. ১৫০ দিন
উত্তর: গ.১২০ দিন
২৮. বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার?
ক. ILO খ. SAARC
গ. NATO ঘ. BIMSTEC
উত্তর: গ.NATO
২৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. কয়লা
গ. চুনাপাথর
ঘ. সিলিকা
উত্তর: ক.প্রাকৃতিক গ্যা
৩০. সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
ক. ব্যাংকক খ. জেনেভা
গ. বার্লিন ঘ. ঢাকা
উত্তর: ঘ.ঢাকা
৩১. ‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
ক. সাংহাই খ. লন্ডন
গ. সাইপ্রাস ঘ. জেরুজালেম
উত্তর: খ. লন্ডন
৩২. ‘পারুদা' কোন দেশের বিমান সংস্থা?
ক. রাশিয়া খ. চীন
গ. ইন্দোনেশিয়া
ঘ. জার্মানী
উত্তর: গ. ইন্দোনেশিয়া
৩৩. পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
ক. পাতায়া খ. কক্সবাজার
গ. গোয়া ঘ. কোনটিই নয়
উত্তর: খ.কক্সবাজার
৩৪. মিশাইলম্যান হিসেবে কোন ব্যক্তি পরিচিত?
ক. মাও সে তুং
খ. এপিজে আবুল কালাম আজাদ
গ. উইনস্টন চার্চিল
ঘ. রুজভেল্ট
উত্তর: খ.এপিজে আবুল কালাম আজাদ
৩৫. জাতীয় সমবায় দিবস কবে পালিত হয়?
ক. জুলাই মাসের ১ম শনিবার
খ. নভেম্বর মাসের ১ম শনিবার
গ. জুন মাসের ২য় শনিবার
ঘ. যে মাসের ১ম শনিবার
উত্তর: খ.নভেম্বর মাসের ১ম শনিবার
৩৬. ‘ছলচাতুরি’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব খ. তৎপুরুষ
গ. দ্বিগু ঘ. কর্মধারয়
উত্তর: ক.দ্বন্দ্ব
৩৭. ‘সম্ভাব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সদ + ভাব খ. সৎ + ভাব
গ. সদা + ভাব ঘ. সদঃ + ভাব
উত্তর:খ. সৎ + ভাব।
৩৮. নীচের কোনটি শুদ্ধ বাক্য-
ক. তুমি, আমি ও সে দোয়ী
খ. সে, আমি ও তুমি দোষী
গ. আমি, তুমি ও সে দোষী
ঘ. কোনটিই নয়
৩৯. বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: ক.২
৪০. অর্ধচন্দ্র শব্দটির অর্থ-
ক. প্রহার করা খ. গলা ধাক্কা দেয়া
গ. বের করে দেয়া ঘ. তিরষ্কার করা
উত্তর: খ.গলা ধাক্কা দেয়া
৪১. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
ক. মেটে খ. মেটেল
গ. চিন্ময় ঘ. মৃন্ময়
উত্তর: ঘ. মৃন্ময়
৪২. আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অংশ খ. জ্যোতি
গ. ভাতি ঘ. অনল
উত্তর: ঘ.অনল
৪৩. কোন বানানটি শুদ্ধ?
ক. তিতীক্ষা খ. তীতিক্ষা
গ. তিতিক্ষা ঘ. তীতীক্ষা
উত্তর: গ.তিতিক্ষা
৪৪. তিলে তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ২য়া
খ. অধিকরণে ৭মী
গ. অপাদানে ৫মী
ঘ. কর্মে শূন্য
উত্তর: গ.অপাদানে ৫মী
৪৫. 'শবনম' গ্রন্থের রচয়িতা-
ক. জসীম উদ্দীন খ. সৈয়দ মুজতবা আলী
গ. আবুল ফজল ঘ. জহির রায়হান
উত্তর: খ.সৈয়দ মুজতবা আলী
৪৬. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. পর্তুগীজ
গ. জাপানী ঘ. গুজরাটি
উত্তর: ঘ.গুজরাটি
৪৭. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫ খ. ৭
গ. ১০ ঘ. ১১
উত্তরঃ খ. ৭ টি
৪৮. What is the antonym of 'Concord'?
ক. Increase খ. Conflict
গ. Lucid ঘ. High
উত্তর: খ.Conflict
49. Which sentence is incorrect?
ক. I feel unwell
খ. Open at page 10
গ. He prefers milk than tea
ঘ. I have a headache
উত্তর: গ.He prefers milk than tea
50. What type of parts of speech is 'Beauty'?
ক. Noun খ. Pronoun
গ. Adjective ঘ. Verb
উত্তর: ক. Noun
এবার থাকছে (সহকারী ফিল্ম অপারেটর/নৈশ প্রহরী/অফিস সহায়ক) পদের প্রশ্ন সমাধান:-
সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
পদের নাম: সহকারী ফিল্ম অপারেটর/নৈশ প্রহরী/অফিস সহায়ক
তারিখ : 09-06-2023
সময় : 50 মিনিট
পূর্ণমান : 50
পূর্ণমান : 50
1.১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য ছিল?
ক.৪৮ খ.৫১ গ.৫২ ঘ.৬০
উত্তরঃ খ.৫১
2.আজ বাংলা সনের কত তারিখ?
ক.২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ খ.২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
গ.২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ ঘ.৩০ জ্যৈষ্ঠ ১৪৩০
উত্তরঃ খ.২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
3.BIMSTEC কোন ধরনের সংগঠন?
ক.রাজনৈতিক খ.বাণিজ্যিক
গ.অর্থনৈতিক ঘ.সামাজিক
উত্তরঃ গ.অর্থনৈতিক
4.বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?
ক.ময়মনসিংহ খ.কুমিল্লা
গ.চট্টগ্রাম ঘ.যশোর
উত্তরঃ খ.কুমিল্লা
5.সবচেয়ে বেশী লিচু উৎপন্ন হয় কোন জেলায়?
ক.যশোর খ.ময়মনসিংহ
গ.ফরিদপুর ঘ.দিনাজপুর
উত্তরঃ ঘ.দিনাজপুর
6.বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
ক.পল্লী সমাজ খ.শেষ প্রশ্ন
গ.পদ্মরাগ ঘ.পরিণীতা
উত্তরঃ গ.পদ্মরাগ
7.কোনটি সমার্থক শব্দ নয়?
ক.সন্দেশ খ.সংবাদ
গ.সন্দেহ ঘ.গুজব
উত্তরঃ ঘ.গুজব
8.নিচের কোনটি সঠিক বানান?
ক.অপরাহ্ণ খ.মধ্যাহ্ন
গ.সায়াহ্ন ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক.অপরাহ্ণ
9.'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.নৌ+ইক খ.নবৈ+ইক
গ.নবো+ইক ঘ.না+ইক
উত্তরঃ ক.নৌ+ইক
10.কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
ক.বিদ্রোহী খ.আনন্দময়ীর আগমনে
গ.কান্ডারী হুশিয়ার ঘ.অগ্রপথিক
উত্তরঃ খ.আনন্দময়ীর আগমনে
11.'ঘটিরাম' বাগধারাটির অর্থ কি?
ক.ভন্মধার্মিক খ.ন্যাকামো
গ.বড়মুখ ঘ.অপদার্থ
উত্তরঃ ঘ.অপদার্থ
12.'ভুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক.ভাষা খ.পেত্নী
গ.ভোতা ঘ.ভবিষ্যৎ
উত্তরঃ ঘ.ভবিষ্যৎ
13.বাংলা ভাষাই ব্যবহৃত ধ্বনি কত প্রকার?
ক.২ খ.৩
গ.৪ ঘ.৫
উত্তরঃ ক.২
14.'আনারস কোন ভাষা থেকে আগত শব্দ?
ক.পর্তুগীজ খ.ফরাসি
গ.গুজরাটী ঘ.জাপানী
উত্তরঃ ক.পর্তুগীজ
15."বিরাগী' শব্দের অর্থ কি?
ক.উদাসীন খ.প্রতিকূল
গ.রাগহীন ঘ.বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক.উদাসীন
16.কোন বানানটি শুদ্ধ?
ক.সমীচীন খ.সমিচীন
গ.সমিচিন ঘ.সমীচিন
উত্তরঃ ক.সমীচীন
17."উচিত নয় যা"-এক কথায় প্রকাশ কোনটি?
ক.অনুক্ত খ.অনুচিত
গ.কসাচিৎ ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ.অনুচিত
18.He is ______ FRCS.
ক.a খ.an
গ.the ঘ.with
উত্তরঃ খ.an
19.What is masculine form of the word "Bee"?
ক.Drone খ.Hart
গ.Colt ঘ.Bear
উত্তরঃ ক.Drone
20.Choose the correct sentence-
ক.He speaks English like English
খ.He speaks the English like English
গ.He speaks the English like the English
ঘ.He speaks English like the English
উত্তরঃ ঘ.He speaks English like the English
21.Identify the Noun form of the word "Simple"-
ক.Simply খ.Simplify
গ.Simplicity ঘ.Simplication
উত্তরঃ গ.Simplicity
22.Which one is incorrect spelling?
ক.Mispell খ.Referendum
গ.Personnel ঘ.Periphery
উত্তরঃ ক.Mispell
23."পাঁচটা বাজতে ১০ মিনিট বাকি -বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক.It is ten minutes past five
খ.It is ten minutes to five
গ.it is five minutes ten
ঘ.it is five minutes past ten
উত্তরঃ খ.It is ten minutes to five
24.'Out and out' means-
ক.Total খ.Brave
গ.Thoroughly ঘ.Immediately
উত্তরঃ গ.Thoroughly
25.I would like to---- this place.
ক.leave খ.leaving
গ.left ঘ.had left
উত্তরঃ
26.What is the plural form of "Louse"?
ক.Louses খ.Lice
গ.Lices ঘ.Lousess
উত্তরঃ খ.Lice
27.She is good----- English.
ক.in খ.at
গ.of ঘ.with
উত্তরঃ খ.at
28.What is the antonym of the word "Apex?
ক.Pinnacle খ.Bottom
গ.Concord ঘ.Clear
উত্তরঃ খ.Bottom
29.What is the passive form of "Do it?
ক.Let it be done
খ.it is done
গ.it should be done
ঘ.Done it at once
উত্তরঃ ক.Let it be done
30.x2 + 2xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ক.x খ.y
গ.2xy ঘ.-2xy
উত্তরঃ ঘ.-2xy
31.৭ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত?
ক.৭ ইঞ্চি খ.১৪ ইঞ্চি
গ.২২ ইঞ্চি ঘ.৪৪ ইঞ্চি
উত্তরঃ ঘ.৪৪ ইঞ্চি
32.x ও y এর মানের গড় ৯ এবং Z=12 হলে x,y এবং Z এর মানের গড় কত?
ক.৯ খ.১০
গ.১২ ঘ.২১
উত্তরঃ খ.১০
33.১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত?
ক.৫৫ খ.৪৫
গ.৪৯ ঘ.৫০
উত্তরঃ ঘ.৫০
34.১ ইঞ্চি= কত সেন্টি মিটার?
ক.২.৫০ খ.২.৫৪
গ.২.৪৫ ঘ.২.৪০
উত্তরঃ খ.২.৫৪
35.৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
ক.৫০ বছর খ.৫৫ বছর
গ.৬০ বছর ঘ.৬৫ বছর
উত্তরঃ ক.৫০ বছর
36.একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে?
ক.১টি খ.২টি
গ.৩টি ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক.১টি
37.একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
ক.৩টি খ.১টি
গ.৪টি ঘ.অসংখ্য
উত্তরঃ ঘ.অসংখ্য
38.৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক.৩টি খ.৫টি
গ.৭টি ঘ.একটিও নেই
উত্তরঃ খ.৫টি
39.x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত হবে?
ক.12 খ.6
গ.9 ঘ.8
উত্তরঃ গ.9
40.(a+b)2 ও a2 -b2 এর গ.সা.গু. কত?
ক.a2−b2 খ.(a+b)2(a−b)
গ.a+b ঘ.a - b
উত্তরঃ গ.a+b
41.বাৎসরিক শতকরা ১২.৫০ টাকা হারে ১০০০ টাকার ২ বছরের মুনাফা কত টাকা হবে?
ক.২৫০ টাকা খ.১২৫ টাকা
গ.১০০ টাকা ঘ.৫০ টাকা
উত্তরঃ ক.২৫০ টাকা
42.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
ক.সোনারগাঁও খ.জাহাঙ্গীর নগর
গ.ঢাকা ঘ.গৌড়
উত্তরঃ ঘ.গৌড়
43.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.এ কে ফজলুল হক
গ.খাজা নাজিম উদ্দিন
গ.আবুল হাশেম
উত্তরঃ ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
44.UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?
ক.১৮ নভেম্বর ১৯৯৯
খ.১৭ নভেম্বর ১৯৯৯
গ.১৯ নভেম্বর ২০০৯
ঘ.২০ নভেম্বর ২০০১
উত্তরঃ খ.১৭ নভেম্বর ১৯৯৯
45.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে?
ক.৭ জুন ১৯৬৬ খ.৭ জুন ১৯৬৯
গ.৭ মার্চ ১৯৭১ ঘ.কোনটি নয়।
উত্তরঃ ক.৭ জুন ১৯৬৬
46.কত তারিখে মুজিবনগর সরকার পঠিত হয়?
ক.১৭ এপ্রিল ১৯৭১ খ.১০ এপ্রিল ১৯৭১
গ.২৫ মার্চ ১৯৭১ ঘ.২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ খ.১০ এপ্রিল ১৯৭১
47.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন?
ক.বি, এ সিদ্দিকী খ.খাজা ওয়ালীউদ্দিন
গ.হুমায়ুন রশীদ চৌধুরী ঘ.হাসনাত আবদুল হাই
উত্তরঃ গ.হুমায়ুন রশীদ চৌধুরী
48.বাংলাদেশের সামরিক যাদুঘর কোথায় অবস্থিত?
ক.ঢাকা ক্যান্টনমেন্ট খ.বিজয় সরনি, ঢাকা
গ.আগ্রাবাদ, চট্টগ্রাম ঘ.সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা
উত্তরঃ খ.বিজয় সরনি, ঢাকা
49.রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন?
ক.কফি আনান খ.ইয়াসির আরাফাত
গ.মার্টিন লুথার কিং ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ.ইয়াসির আরাফাত
50.দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
ক.স্থল বেষ্টিত রাষ্ট্র খ.নিরপেক্ষ রাষ্ট্র
গ.বাফার রাষ্ট্র ঘ.জিরোসাম রাষ্ট্র
উত্তরঃ গ.বাফার রাষ্ট্র
ক.৪৮ খ.৫১ গ.৫২ ঘ.৬০
উত্তরঃ খ.৫১
2.আজ বাংলা সনের কত তারিখ?
ক.২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ খ.২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
গ.২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ ঘ.৩০ জ্যৈষ্ঠ ১৪৩০
উত্তরঃ খ.২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
3.BIMSTEC কোন ধরনের সংগঠন?
ক.রাজনৈতিক খ.বাণিজ্যিক
গ.অর্থনৈতিক ঘ.সামাজিক
উত্তরঃ গ.অর্থনৈতিক
4.বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?
ক.ময়মনসিংহ খ.কুমিল্লা
গ.চট্টগ্রাম ঘ.যশোর
উত্তরঃ খ.কুমিল্লা
5.সবচেয়ে বেশী লিচু উৎপন্ন হয় কোন জেলায়?
ক.যশোর খ.ময়মনসিংহ
গ.ফরিদপুর ঘ.দিনাজপুর
উত্তরঃ ঘ.দিনাজপুর
6.বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
ক.পল্লী সমাজ খ.শেষ প্রশ্ন
গ.পদ্মরাগ ঘ.পরিণীতা
উত্তরঃ গ.পদ্মরাগ
7.কোনটি সমার্থক শব্দ নয়?
ক.সন্দেশ খ.সংবাদ
গ.সন্দেহ ঘ.গুজব
উত্তরঃ ঘ.গুজব
8.নিচের কোনটি সঠিক বানান?
ক.অপরাহ্ণ খ.মধ্যাহ্ন
গ.সায়াহ্ন ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক.অপরাহ্ণ
9.'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.নৌ+ইক খ.নবৈ+ইক
গ.নবো+ইক ঘ.না+ইক
উত্তরঃ ক.নৌ+ইক
10.কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
ক.বিদ্রোহী খ.আনন্দময়ীর আগমনে
গ.কান্ডারী হুশিয়ার ঘ.অগ্রপথিক
উত্তরঃ খ.আনন্দময়ীর আগমনে
11.'ঘটিরাম' বাগধারাটির অর্থ কি?
ক.ভন্মধার্মিক খ.ন্যাকামো
গ.বড়মুখ ঘ.অপদার্থ
উত্তরঃ ঘ.অপদার্থ
12.'ভুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক.ভাষা খ.পেত্নী
গ.ভোতা ঘ.ভবিষ্যৎ
উত্তরঃ ঘ.ভবিষ্যৎ
13.বাংলা ভাষাই ব্যবহৃত ধ্বনি কত প্রকার?
ক.২ খ.৩
গ.৪ ঘ.৫
উত্তরঃ ক.২
14.'আনারস কোন ভাষা থেকে আগত শব্দ?
ক.পর্তুগীজ খ.ফরাসি
গ.গুজরাটী ঘ.জাপানী
উত্তরঃ ক.পর্তুগীজ
15."বিরাগী' শব্দের অর্থ কি?
ক.উদাসীন খ.প্রতিকূল
গ.রাগহীন ঘ.বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক.উদাসীন
16.কোন বানানটি শুদ্ধ?
ক.সমীচীন খ.সমিচীন
গ.সমিচিন ঘ.সমীচিন
উত্তরঃ ক.সমীচীন
17."উচিত নয় যা"-এক কথায় প্রকাশ কোনটি?
ক.অনুক্ত খ.অনুচিত
গ.কসাচিৎ ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ.অনুচিত
18.He is ______ FRCS.
ক.a খ.an
গ.the ঘ.with
উত্তরঃ খ.an
19.What is masculine form of the word "Bee"?
ক.Drone খ.Hart
গ.Colt ঘ.Bear
উত্তরঃ ক.Drone
20.Choose the correct sentence-
ক.He speaks English like English
খ.He speaks the English like English
গ.He speaks the English like the English
ঘ.He speaks English like the English
উত্তরঃ ঘ.He speaks English like the English
21.Identify the Noun form of the word "Simple"-
ক.Simply খ.Simplify
গ.Simplicity ঘ.Simplication
উত্তরঃ গ.Simplicity
22.Which one is incorrect spelling?
ক.Mispell খ.Referendum
গ.Personnel ঘ.Periphery
উত্তরঃ ক.Mispell
23."পাঁচটা বাজতে ১০ মিনিট বাকি -বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক.It is ten minutes past five
খ.It is ten minutes to five
গ.it is five minutes ten
ঘ.it is five minutes past ten
উত্তরঃ খ.It is ten minutes to five
24.'Out and out' means-
ক.Total খ.Brave
গ.Thoroughly ঘ.Immediately
উত্তরঃ গ.Thoroughly
25.I would like to---- this place.
ক.leave খ.leaving
গ.left ঘ.had left
উত্তরঃ
26.What is the plural form of "Louse"?
ক.Louses খ.Lice
গ.Lices ঘ.Lousess
উত্তরঃ খ.Lice
27.She is good----- English.
ক.in খ.at
গ.of ঘ.with
উত্তরঃ খ.at
28.What is the antonym of the word "Apex?
ক.Pinnacle খ.Bottom
গ.Concord ঘ.Clear
উত্তরঃ খ.Bottom
29.What is the passive form of "Do it?
ক.Let it be done
খ.it is done
গ.it should be done
ঘ.Done it at once
উত্তরঃ ক.Let it be done
30.x2 + 2xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ক.x খ.y
গ.2xy ঘ.-2xy
উত্তরঃ ঘ.-2xy
31.৭ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত?
ক.৭ ইঞ্চি খ.১৪ ইঞ্চি
গ.২২ ইঞ্চি ঘ.৪৪ ইঞ্চি
উত্তরঃ ঘ.৪৪ ইঞ্চি
32.x ও y এর মানের গড় ৯ এবং Z=12 হলে x,y এবং Z এর মানের গড় কত?
ক.৯ খ.১০
গ.১২ ঘ.২১
উত্তরঃ খ.১০
33.১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত?
ক.৫৫ খ.৪৫
গ.৪৯ ঘ.৫০
উত্তরঃ ঘ.৫০
34.১ ইঞ্চি= কত সেন্টি মিটার?
ক.২.৫০ খ.২.৫৪
গ.২.৪৫ ঘ.২.৪০
উত্তরঃ খ.২.৫৪
35.৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
ক.৫০ বছর খ.৫৫ বছর
গ.৬০ বছর ঘ.৬৫ বছর
উত্তরঃ ক.৫০ বছর
36.একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে?
ক.১টি খ.২টি
গ.৩টি ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক.১টি
37.একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
ক.৩টি খ.১টি
গ.৪টি ঘ.অসংখ্য
উত্তরঃ ঘ.অসংখ্য
38.৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক.৩টি খ.৫টি
গ.৭টি ঘ.একটিও নেই
উত্তরঃ খ.৫টি
39.x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত হবে?
ক.12 খ.6
গ.9 ঘ.8
উত্তরঃ গ.9
40.(a+b)2 ও a2 -b2 এর গ.সা.গু. কত?
ক.a2−b2 খ.(a+b)2(a−b)
গ.a+b ঘ.a - b
উত্তরঃ গ.a+b
41.বাৎসরিক শতকরা ১২.৫০ টাকা হারে ১০০০ টাকার ২ বছরের মুনাফা কত টাকা হবে?
ক.২৫০ টাকা খ.১২৫ টাকা
গ.১০০ টাকা ঘ.৫০ টাকা
উত্তরঃ ক.২৫০ টাকা
42.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
ক.সোনারগাঁও খ.জাহাঙ্গীর নগর
গ.ঢাকা ঘ.গৌড়
উত্তরঃ ঘ.গৌড়
43.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.এ কে ফজলুল হক
গ.খাজা নাজিম উদ্দিন
গ.আবুল হাশেম
উত্তরঃ ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
44.UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?
ক.১৮ নভেম্বর ১৯৯৯
খ.১৭ নভেম্বর ১৯৯৯
গ.১৯ নভেম্বর ২০০৯
ঘ.২০ নভেম্বর ২০০১
উত্তরঃ খ.১৭ নভেম্বর ১৯৯৯
45.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে?
ক.৭ জুন ১৯৬৬ খ.৭ জুন ১৯৬৯
গ.৭ মার্চ ১৯৭১ ঘ.কোনটি নয়।
উত্তরঃ ক.৭ জুন ১৯৬৬
46.কত তারিখে মুজিবনগর সরকার পঠিত হয়?
ক.১৭ এপ্রিল ১৯৭১ খ.১০ এপ্রিল ১৯৭১
গ.২৫ মার্চ ১৯৭১ ঘ.২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ খ.১০ এপ্রিল ১৯৭১
47.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন?
ক.বি, এ সিদ্দিকী খ.খাজা ওয়ালীউদ্দিন
গ.হুমায়ুন রশীদ চৌধুরী ঘ.হাসনাত আবদুল হাই
উত্তরঃ গ.হুমায়ুন রশীদ চৌধুরী
48.বাংলাদেশের সামরিক যাদুঘর কোথায় অবস্থিত?
ক.ঢাকা ক্যান্টনমেন্ট খ.বিজয় সরনি, ঢাকা
গ.আগ্রাবাদ, চট্টগ্রাম ঘ.সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা
উত্তরঃ খ.বিজয় সরনি, ঢাকা
49.রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন?
ক.কফি আনান খ.ইয়াসির আরাফাত
গ.মার্টিন লুথার কিং ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ.ইয়াসির আরাফাত
50.দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
ক.স্থল বেষ্টিত রাষ্ট্র খ.নিরপেক্ষ রাষ্ট্র
গ.বাফার রাষ্ট্র ঘ.জিরোসাম রাষ্ট্র
উত্তরঃ গ.বাফার রাষ্ট্র
এখানে সমবায় অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার পরিপূর্ণ
সমাধান পাবেন। যা গত ১৯ মে ২০২৩ইং থেকে ০৯ জুন ২০২৩ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || DSHE account assistant question 2023 || @LwBiozid
- [FWV] পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid
- LGED job exam question solution || এলজিইডি কার্য সহকারী প্রশ্ন সমাধান 2023 || Lw Biozid
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2022 || Lw Biozid
- ১৭ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন সমাধান || 17th NTRCA Question Solution || Lw Biozid
- Railway Khalasi Exam Question Solution 2022 | বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | pdf
- পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Exam Question Solution 2023
- পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক পদের প্রশ্ন সমাধান-2023 || DOE Accountant Question Solution 2023
- DOE Office Sohayok Question Solution 2023 | পরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন-সমাধান ২০২৩ | Lw Biozid
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান || Lw Biozid
- (PWD) গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 | Lw Biozid
- সমবায় অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের পরিদর্শক/মহিলা পরিদর্শক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- সমবায় অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ইং
- LGED কমিউনিটি অর্গানাইজার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ || Lw Biozid
إرسال تعليق