LGED Account Assistant Exam Question 2023 | এলজিইডি [LGED] হিসাব সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ | #lwbiozid

 

এলজিইডি [LGED] হিসাব সহকারী প্রশ্ন সমাধান ২০২৩

যেসকল চাকরি প্রার্থীরা এলজিইডি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাব-সহকারী পদে আবেদন করেছিলেন এবং আজ mcq পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন , আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অনেকেই পরীক্ষার প্রশ্ন সমাধান খুজে থাকেন। আর আমাদের আজকের আর্টিকেলটি ২৮ জুলাই ২০২৩ইং (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হওয়া LGED এর হিসাব-সহকারী ৩৬১ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান তুলে ধরেছি।


 
এলজিইডি [LGED] হিসাব-সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩ দেখুন এখানে। ২৮ জুলাই ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত এলজিইডি এর হিসাব-সহকারী পদের নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই আর্টিকেলে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) LGED এর হিসাব সহকারী নিয়োগ পরীক্ষা আজ ২৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। LGED এর সম্পুর্ণ প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই আর্টিকেলে। দেরি না করে চলুন, সম্পূর্ন সমাধানটি দেখে নেয়া যাক:-


এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ
LGED হিসাব-সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
LGED হিসাব সহকারী পদের বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
এলজিইডি প্রশ্ন সমাধান ২০২৩


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

পদের নাম: হিসাব সহকারী
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০
পরীক্ষার তারিখ: ২৮ জুলাই ২০২৩ ইং



স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩
১. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. শশব্যস্ত        খ. কালচক্র
গ. পরাণপাখি    ঘ. বহুব্রীহি
উ. ক. শশব্যস্ত

২. হিসাবকাল নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয়?
ক. সম্পত্তি হিসাব    খ. দায় হিসাব
গ. আয়-ব্যয় হিসাব    ঘ. স্বত্বাধিকার
উত্তরঃ গ. আয়-ব্যয় হিসাব

3. World ‘No … Tobacco Day' is observed on-
ক. May, 25    খ. May, 28
গ. May, 30    ঘ. May, 31
উত্তরঃ ঘ. May, 31

৪. কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয়?
ক. ক্যাশ মেমো    খ. চালান
গ. ডেবিট নোট    ঘ. ক্রেডিট নোট
উত্তরঃ ঘ. ক্রেডিট নোট

৫. সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ক. ক্রিয়া ও অব্যয়    খ. অব্যয় ও ক্রিয়া
গ. সর্বনাম ও বিশেষ্য    ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ. ক্রিয়া ও সর্বনাম

৬. পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম-
ক. পেপেইন    খ. রেনিন
গ. ক্যাটালেজ    ঘ. পেকটিন
উত্তরঃ খ. রেনিন

৭. ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কত দিন লাগবে?
ক. ৩ দিন        খ. ৫ দিন
গ. ২ দিন        ঘ. ৬ দিন
উত্তরঃ খ. ৫ দিন

৮. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেমি এবং উচ্চতা x সেমি হলে x এর মান কোনটি?
ক. √2    খ. √3
গ. 2    ঘ. 3
উত্তরঃ খ. √3

৯. 'গাছপাথর' বাগধারাটির অর্থ কি?
ক. বাড়াবাড়ি    খ. প্রাচীন বস্তু
গ. হিসাব নিকাশ    ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ গ. হিসাব নিকাশ

১০. বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে?
ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও।
খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক।
গ. বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও।
ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি।
উত্তরঃ গ. বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও।

11. Which of the following sentence is correct?
ক. He disguised himself lest he be recognized.
খ. He was disguised lest he should be recognized
গ. He disguised lest he be recognized
ঘ. He disguised himself lest he can be recognized
উত্তরঃ খ. He was disguised lest he should be recognized.

১২. 'বিকল' শব্দের 'বি' কোন শ্রেণির উপসর্গ?
ক. ফারসি        খ. সংস্কৃত
গ. বাংলা        ঘ. হিন্দি
উত্তরঃ খ. সংস্কৃত

13. What kind of noun is ' river ?
ক. Material    খ. Collective
গ. Proper        ঘ. Common
উত্তরঃ ঘ. Common

১৪. জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি কোনটি?
ক. তাসখন্দ    খ. ভ্লাদিভোস্টক
গ. ক্রেমলিন    ঘ. লেনিনগ্রাড
উত্তরঃ খ. ভ্লাদিভোস্টক

১৫. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
ক. ক্ষমার্হ        খ. ক্ষমাপ্রদ
গ. ক্ষমার্থ্য        ঘ. ক্ষমাহ্য
উত্তরঃ ক. ক্ষমার্হ

১৬.নিম্নের কোনগুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো ?
ক. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
গ. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
ঘ. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
উত্তরঃ খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ

১৭ . What is the verb form of the word 'ability'?
ক. capable    খ. inability
গ. enable        ঘ. unable
উত্তরঃ গ. Enable

১৮.‘তপোবন' কোন সমাস?
ক. রূপক কর্মধারয়    খ. বহুব্রীহি
গ. দ্বিগু        ঘ. চতুর্থী তৎপুরুষ
উত্তরঃ ঘ. চতুর্থী তৎপুরুষ

১৯. I am looking for someone who ... play the piano. www.prebd.com
ক. able to    খ. is able
গ. can be able to    ঘ. can
উত্তরঃ ঘ. Can

২০. I finally killed the fly ... a rolled up newspaper.
ক. by        খ. with
গ. through    ঘ. from
উত্তরঃ খ. with

২১.দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. ডি ক্লার্ক        খ. পিটার বোখা
গ. ড. মালান     ঘ. ফরস্টার
উত্তরঃ ক. ডি ক্লার্ক

২২.একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত শার্ট পেতে হবে?
ক. ১৫        খ. ১৭
গ. ১৯        ঘ. ৫১
উত্তরঃ ক. ১৫

২৩.বড় > বড্ড কোন ধরনের পরিবর্তন?
ক. বিষমীভবন    খ. সমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্ব    ঘ. ব্যঞ্জন বিকৃতি
উত্তরঃ গ. ব্যঞ্জনদ্বিত্ব

২৪. কোন স্কুলে ১২০ ছাত্রের মধ্যে ৭৫ জন বাংলা ভাষায় এবং ৬০ জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। কত জন উভয় ভাষায় কথা বলতে পারে?
ক. ১০        খ. ১৫
গ. ২০        ঘ. ৩৫
উত্তরঃ খ. ১৫

২৫. Choose the correct meaning of the idiomatic phrases 'put something off"
ক. tolerate something
খ. throw something a way
গ. postpone or cancel a meeting or and engagement
ঘ. hide something
উত্তরঃ গ. postpone or cancel a meeting or and engagement

২৬.The synonym of 'genesis' is-
ক. introduction    খ. preface
গ. beginning    ঘ. foreword
উত্তরঃ গ. beginning

27.The antonym of 'insipid' is-
ক. cold        খ. dull
গ. exciting    ঘ. Sanguine
উত্তরঃ গ. exciting

২৮. Letter of credit ইস্যু করে-
ক. বাংলাদেশ ব্যাংক
খ. আমদানিকারকের ব্যাংক
গ. রপ্তানিকারকের ব্যাংক
ঘ. আইএমএফ
উত্তরঃ খ. আমদানিকারকের ব্যাংক

২৯.‘The Rainbow is
ক. a poem by Wordsworth
খ. a short story by Somerset Maugham
গ.  a novel by D. H. Lawrence
ঘ. a verse by Coleridge
উত্তরঃ ক. a poem by Wordsworth এবং গ.  a novel by D. H. Lawrence

৩০.‘Deciduous' trees are trees those-
ক. have fleshly leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually
উত্তরঃ ঘ. lose the leaves annually

৩১. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক. লাভ ২৫%    খ. ক্ষতি ২৫%
গ. লাভ ১০%    ঘ. ক্ষতি ৫০%
উত্তরঃ ঘ. ক্ষতি ৫০%

32.Who is the author of '1984?
ক. Issac Asimov         খ. Arther C. Clarke
গ. George Orwell        ঘ. H. G. Wells
উত্তরঃ গ. George Orwell

33. Find out the Bangla Meaning of 'Wait on’
ক. অপেক্ষা করা    খ. সেবা করা
গ. অভাব        ঘ. বিহীন
উত্তরঃ খ. সেবা করা

34.‘SCIENCE’ শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা-
ক. ৬০        খ. ১২০
গ. ১৮০        ঘ. ৪২০
উত্তরঃ গ. ১৮০

35.The boy said “ I .... starve than beg”
ক. better        খ. would better
গ. would rather     ঘ. rather
উত্তরঃ গ. would rather

৩৬. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
ক. জসীমউদ্‌দীন    খ. ফররুখ আহমদ
গ. আবুল হাসান    ঘ. শহীদ কাদরী
উত্তরঃ ক. জসীমউদ্‌দীন

৩৭. কোলেস্টেরল এক ধরণের-
ক. অসম্পৃক্ত এলকোহল     খ. জৈব এসিড
গ. পলিমার            ঘ. এমিনো এসিড
উত্তরঃ ক. অসম্পৃক্ত এলকোহল

৩৮. অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে?
ক. অর্বাচীন    খ. বিরক্ত
গ. ইতর        ঘ. উৎসাহ
উত্তরঃ ঘ. উৎসাহ

৩৯.একটি থলিতে ৪টি নীল, ৫টি কালো ও ৬টি সবুজ বল আছে। দৈবচয়নে ব্যাগটি হতে একটি বল নেয়া হলে বলটি কালো হওয়ার সম্ভাব্যতা কত?
ক. ১/১৫        খ. ৬/১৫
গ. ১/৫        ঘ. ১/৩
উত্তরঃ ঘ. ১/৩

৪০. বাস্তব সংখ্যায় | 3x + 2 | < 7 অসমতাটির সমাধান:
ক. -3<x<3    খ. -5/3< x<5/3
গ. -3<x<5/3     ঘ. 5/3<x<-5/3
উত্তরঃ গ. -3<x<5/3

৪১.যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ৬০%        খ. ৬৯%
গ. ৯০%        ঘ. ৯৯%
উত্তরঃ খ. ৬৯%

42.‘Sweet are the uses of adversity' is quoted from Shakespeare's-
ক. Julius Caesar         খ. Macbeth
গ. Comedy of Errors     ঘ. As You Like It
উত্তরঃ ঘ. As You Like It

৪৩. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক. কলম্বিয়া     খ. নিকারাগুয়া
গ. কোস্টারিকা    ঘ. এল সালভাদর
উত্তরঃ গ. কোস্টারিকা

৪৪. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
ক. ৫,৬,৭    খ. ৫, ৭, ১৪
গ. ৩, ৪, ৮    ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. ৫,৬,৭

৪৫. Which of the following sentences is the correct one? www.prebd.com
ক. My father was in hospital during six weeks in summer.
খ. In summer during six weeks my father was in hospital.
গ. My father was in a hospital during six weeks in summer.
ঘ. My father was in hospital for six weeks during the summer.
উত্তরঃ ঘ. My father was in hospital for six weeks during the summer.

৪৬. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পান?
ক. বৈদেশিক সাহায্যে    খ. উন্নয়নের গতি ধারা
গ. দুর্ভিক্ষ ও দারিদ্র্য    ঘ. ক্ষুদ্রঋণ
উত্তরঃ গ. দুর্ভিক্ষ ও দারিদ্র্য

৪৭. নিচের কোন সমীকরণটির একটি মূল 2 + i√3
ক. x 2 + 4x - 7 = 0    খ. x 2 - 3x + 2 = 0
গ. x 2 - 4x + 7 = 0     ঘ. x 2 - 4 x 7 = 0
উত্তরঃ গ. x 2 - 4x + 7 = 0

৪৮. 'দুরূহ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক. দুঃ + উহ্    খ. দুঃ + রুহ
গ. দুর + উহ    ঘ. দুর + হ
উত্তরঃ ক. দুঃ + উহ্

৪৯.“ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে........।” চরণটির শূন্যস্থানে কী হবে?
ক. বেদনা মজলুমের    খ. জীবনের আহাজারি
গ. মৃত্যুর জয়ভেরী    ঘ. মরণের রোনাজারী
উত্তরঃ গ. মৃত্যুর জয়ভেরী

৫০. 'দ্বীপ' এর ব্যাস বাক্য-
ক. চারদিকে জল যার    খ. দুদিকে আবদ্ধ জল যার
গ. দুদিকে অপ যার    ঘ. দ্বীপের মত
উত্তরঃ গ. দুদিকে অপ যার

৫১. 'উৎকর্ষতা' শব্দটি অশুদ্ধ কেন?
ক. ঋ-ত্ব বিধানজনিত    খ. প্রত্যয়জনিত
গ. উপসর্গজনিত    ঘ. সন্ধিজনিত
উত্তরঃ খ. প্রত্যয়জনিত

৫২. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক. ১৪৪        খ. ২৫৬
গ. ৪০০        ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. ১৪৪

৫৩. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -
ক. ক্রনোমিটার    খ. কম্পাস
গ. সিসমোগ্রাফ    ঘ. সেক্সট্যান্ট
উত্তরঃ ক. ক্রনোমিটার

৫৪.. He knew it was a very.... operation but he was determined to carry it out.
ক. difficult     খ. dangerous
গ. risky         ঘ. troubiesoms
উত্তরঃ গ. risky

৫৫..0.3 +  0.003 + 0.00003……ধারাটির অসীম পর্যন্ত যোগফল-
ক. 10/33     খ. 1/3    গ. 1/33    ঘ.33/100
উত্তরঃ ক. 10/33

৫৬. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো- এ বাক্য কোন ধরণের?
ক. অনুজ্ঞাবাচক    খ. নির্দেশাত্মক
গ. বিস্ময়বোধক    ঘ. প্রশ্নবোধক
উত্তরঃ খ. নির্দেশাত্মক

৫৭. হাড় ও দাঁতকে মজবুত করে-
ক. আয়োডিন    খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম    ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তরঃ ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

৫৮. ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়     খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়    ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
উত্তরঃ ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়

৫৯. 'গড্ডালিকা প্রবাহ' বাগধারটিতে 'গড্ডল' শব্দের অর্থ কী?
ক. স্রোত         খ. সময়
গ. ভেড়া         ঘ. নদী
উত্তরঃ গ. ভেড়া

৬০. A philanthropist is someone who-
ক. is extremely intelligent
খ. is rich and helps the poor and the needy
গ. studies philology
ঘ. under stands the secret of the needy
উত্তরঃ খ. is rich and helps the poor and the needy

61.Parcel meaning-
ক. quarrel    খ. piece of land
গ. postage     ঘ. unobstructed view
উত্তরঃ খ. piece of land

62. Change the speech: The boy said to me, "let me go now."
ক. The boy told me that he shouls go them
খ. The boy proposed that he might be allowed to go
গ. The boy proposed that he might be allowed to go
ঘ. The boy told me that he might be allowed to go then
উত্তরঃ ঘ. The boy told me that he might be allowed to go then

৬৩. 'বেলা অবেলা কালবেলা' এর লেখক কে?
ক. সুকান্ত ভট্টাচার্য        খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম     ঘ. সমরেশ মজুমদার
উত্তরঃ খ. জীবনানন্দ দাশ

৬৪. কোন বাক্যটি শুদ্ধ?
ক. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা ।
খ. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব না।
গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
উত্তরঃ ক. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা ।

৬৫. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. এডিবি        খ. বিশ্বব্যাংক
গ. জাইকা        ঘ. আইএমএফ
উত্তরঃ খ. বিশ্বব্যাংক

৬৬. নিচে কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ    খ. ঠ    গ. ভ    ঘ. ছ
উত্তরঃ খ. ঠ

৬৭. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
ক. শনিবারের চিঠি    খ. রবিবারের ডাক
গ. বঙ্গদর্শন        ঘ. বিজলি
উত্তরঃ ক. শনিবারের চিঠি

৬৮. A group of dogs is called 'pack of dogs'; what is a group of lions called?
 ক. a pride of lions         খ. a colony of lions
গ. a flock of lions         ঘ. a cluster of lions
উত্তরঃ  ক. a pride of lions

৬৯.একটি বাঁশের ১/৪  অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
ক. ১৬ মিটার    খ. ১২ মিটার
গ. ২০ মিটার    ঘ. ১৫ মিটার
উত্তরঃ গ. ২০ মিটার

৭০. sin2 + cos2 = ?
ক.1/√3    খ. √3/2
গ. 1/2    ঘ. 1
উত্তরঃ ঘ. 1
 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩

পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩

পদের নাম: কমিউনিটি অর্গানাইজার
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ০৯ জুন ২০২৩ইং

LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ 


 

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩

পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং

LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ 





স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান ২০২৩

পদের নাম: কার্য সহকারী
প্রশ্নের ধরণ : MCQ
প্রশ্ন সংখা: ৭০ টি
পূর্ণমান:৭০
সময়: ৬০ মিনিট
তারিখ: ১৪ জুলাই ২০২৩ইং

LGED কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩


LGED Account Assistant Exam Question 2023 | এলজিইডি [LGED] হিসাব সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ | Lw Biozid

Post a Comment

নবীনতর পূর্বতন