CCFFD | বন অধিদপ্তর | বন অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রস্তুতি | স্পেশাল সাজেশন | Lw Biozid
বন অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেলটিতে বন অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনটি সম্পূন্ন বিগত সালের পরিক্ষাগুলো থেকে নেয়া গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। চলুন সাজেসনটি দেখে নেয়া যাক:-
CCFFD Exam Question | বন অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রস্তুতি | 🔥 স্পেশাল সাজেশন 🔥 Lw Biozid
এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিও
গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।
বন অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রস্তুতি
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
উত্তরঃ আম গাছ।
উত্তরঃ আম গাছ।
প্রশ্ন: যার কোন কিছু চাওয়ার নেই-এক কথায়-
উত্তরঃ অকিঞ্চন।
প্রশ্ন: সুন্দরবন-কে কত সালে World Heritage Site এর ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৯৭ সালে
প্রশ্ন: অন্নহীনে অন্ন দাও- বাক্যে ‘অন্নহীনে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ৭মী বিভক্তি ।
প্রশ্ন: সুন্দরবনের (বাংলাদেশ অংশের) আয়তন কত বর্গ কি.মি?
উত্তরঃ ৬,০১৭ বর্গ কি.মি (মোট: প্রায় ১০ হাজার বর্গ কি.মি.)
প্রশ্ন: তামার বিষ- বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অর্থের কুপ্রভাব।
প্রশ্ন: বিপরীত শব্দ লিখুন: অর্বাচীন
উত্তরঃ প্রাচীন
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার
প্রশ্ন: 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
উত্তরঃ পেরিয়ে
প্রশ্ন: সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি?
উত্তর: সুন্দরীগাছ
প্রশ্ন: অরণ্য- এর বিপরীত লিঙ্গ কোনটি?
উত্তরঃ অরণ্যানী।
প্রশ্ন: ‘আমার দেখা নয়াচীন' বইটির লেখক কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
উত্তরঃ বি + অর্থ
প্রশ্ন: রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
প্রশ্ন: ভাসানচর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: নোয়াখালীর হাতিয়া উপজেলায়
প্রশ্ন: 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষ প্রজাতির নাম কি?
উত্তরঃ বৈলাম।
প্রশ্ন: সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে
প্রশ্ন: সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
প্রশ্ন: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তর: ৭০ বছর (৬ ফেব্রুয়ারি ১৯৫২ - ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত)
প্রশ্ন: দুয়ের মধ্যে একটি এক কথায় প্রকাশ-
উত্তরঃ অন্যতর।
প্রশ্ন: মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি-
উত্তরঃ আলাওল
প্রশ্ন: ঢাকের কাঠি-বাগধারাটির অর্থ -
উত্তরঃ তোষামুদে ।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমানে কার্যকর বন আইনটি কত সনে প্রণীত?
উত্তরঃ ১৯৭৪
প্রশ্ন: "তাৎক্ষণিক" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎক্ষণ + ইক
প্রশ্ন: সৎ-এর স্ত্রী লিঙ্গ হলো-
উত্তরঃ সতী।
প্রশ্ন: কম্পিউটারের কয়েকটি হার্ডওয়ারের নাম লিখুন ।
উত্তর: মনিটর,মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি।
প্রশ্ন: 'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
প্রশ্ন: সৃষ্টি এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ধ্বংস।
প্রশ্ন: ‘রাতারগুল জলজ বন' কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সিলেট।
প্রশ্ন: আমি ঢাকা যাব- ‘ঢাকা’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে শূন্য।
প্রশ্ন: অনেকের মধ্যে একজন-এক কথায় প্রকাশ-
উত্তরঃ অন্যতম।
প্রশ্ন: SDG এর পূর্ণ নাম কি?
উত্তরঃ Sustainable Development Goals.
প্রশ্ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
উত্তরঃ ১৯২০ সালের ১৭ মার্চ।
প্রশ্ন: যে নারীর স্বামীও নেই সন্তানও নেই-
উত্তরঃ অবীরা।
প্রশ্ন: প্রাচীনতম চন্ডীদাস কে?
উত্তরঃ বড়ুচন্ডীদাস
প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উত্তরঃ ১৪ ডিসেম্বর
প্রশ্ন: পাপে বিরত থাকে- ‘পাপে’ এর কারক ও বিভক্তি কি?
উত্তরঃ অপাদানে ৭মী ।
প্রশ্ন: কোনটি বন অধিদপ্তরের ঘোষণা অনুসারে রক্ষিত এলাকা?
উত্তরঃ জাতীয় উদ্ভিদ উদ্যন, ঢাকা এবং বাশখালী ইকোপার্ক
প্রশ্ন: সোনার পাথর বাটি-বাগধারাটির অর্থ হলো-
উত্তরঃ অলীক বস্তু।
প্রশ্ন: “পদ্মা” শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ উৎপল।
প্রশ্ন: স্বল্প-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ সু + অল্প
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বন কোনটি?
উত্তরঃ আমাজন ফরেস্ট
প্রশ্ন: অতিশয় রমণীয়- এর এক কথায় প্রকাশ-
উত্তরঃ সুরম্য
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: প্রাচীন রামায়ণের (সংস্কৃত) রচয়িতা কে?
উত্তর: বাল্মীকি
প্রশ্ন: 'রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
উত্তরঃ জ্ঞানদাস
প্রশ্ন: kyoto protocol কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ পরিবেশ
প্রশ্ন: কোনটি দ্বন্দ্ব সমাস?
উত্তরঃ হাটেবাজারে
প্রশ্ন: 'মৃন্ময়' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মৃৎ +ময়
প্রশ্ন: IUCN এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Union for Conservation of Nature.
প্রশ্ন: অনাথ-এর বিপরীত লিঙ্গ-
উত্তরঃ অনাথিনী।
প্রশ্ন: কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
উত্তরঃ কমলে কামিনী
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে উল্লিখিত আছে?
উত্তরঃ ৭ম তফসিলে
প্রশ্ন: অগ্রজ-এর বিপরীত শব্দ-
উত্তরঃ বড়
প্রশ্ন: মুজিবনগর বা বাংলাদেশ সরকার কখন গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
প্রশ্ন: বেতন নেওয়া হয় না যাতে-এক কথায়
উত্তরঃ অবৈতনিক।
প্রশ্ন: 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
প্রশ্ন: সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ
প্রশ্ন: বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনটি কত সালে প্রণীত?
উত্তরঃ ২০১২ সালে
প্রশ্ন: “চলচ্চিত্র ” শব্দের সন্ধিবিচ্ছেদ-
উত্তরঃ চলৎ+চিত্র
প্রশ্ন: বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: এনি এরনো
প্রশ্ন: যথাযথ-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ যথা + অযথ
প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ হুমায়ুন কবির
প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
উত্তরঃ ৫ জুন
প্রশ্ন: অতি উচ্চ ধ্বনি-এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ মহানাদ
প্রশ্ন: অত্যাচার-সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ অতি + আচার
প্রশ্ন:নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ পুষ্পকমল দাহাল
প্রশ্ন: লিঙ্গ পরিবর্তন করুন: জেলে
উত্তরঃ জেলেনি
প্রশ্ন: আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয়?
উত্তরঃ ২১ মার্চ।
প্রশ্ন: অধীন-এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ স্বাধীন/মুক্ত
প্রশ্ন: ‘টাইগার হিল” কোথায় অবস্থিত?
উত্তরঃ দার্জিলিং
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ ইতঃপূর্বে
প্রশ্ন: GNP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Gross National Product.
প্রশ্ন: পবন- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ পো + অন
প্রশ্ন: “গোকুলের ষাঁড়” এর অর্থ কোনটি?
উত্তরঃ স্বেচ্ছাচারী
প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
প্রশ্ন: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা
উত্তরঃ প্রলয়োল্লাস
প্রশ্ন: চোখের বালি- দ্বারা কি বোঝানো হয়?
উত্তরঃ শত্রু।
প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ দৈর্ঘ্য ৬.১৫ কি.মি ও প্রস্থ ১৮.১০ মি.
প্রশ্ন: মাছভাত- কোন সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস (মাছ ও ভাত)
প্রশ্ন: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফ্ফার চৌধুরী
প্রশ্ন: 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ রত্ন + আকর
প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তরঃ কালো
প্রশ্ন: যশস্বী-এর বিপরীত লিঙ্গ কোনটি?
উত্তরঃ যশস্বতী।
প্রশ্ন: জাতীয় সংসদের স্থপতি কে?
উত্তর: লুই আই কান।
প্রশ্ন: শোকার্ত-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ শোক + ঋত
প্রশ্ন: “বন্ধুর” শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অসমতল
প্রশ্ন:নেপালের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ ফেদেরাল পার্লামেন্ট
প্রশ্ন: চিড়িয়াখানা-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ চিড়িয়া + খানা।
প্রশ্ন: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
উত্তরঃ বনলতা সেন
প্রশ্ন: সম্পূর্ণ নতুন-এক কথায় বলা হয়-
উত্তরঃ অভিনব।
প্রশ্ন: টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা কয়টি?
উত্তরঃ ১৭টি
প্রশ্ন: "রক্তকরবী" কি?
উত্তরঃ রবীন্দ্রনাথের নাটক
প্রশ্ন: শিকারী বিড়াল গোঁফে চেনা যায়- ‘গোঁফে’ এর কারক ও বিভক্তি কি?
উত্তরঃ করণ কারকে ৭মী
প্রশ্ন: তুলসী বনের বাঘ- বাগধারার অর্থ-
উত্তরঃ ভণ্ড।
প্রশ্ন: টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত?
উত্তর: সিলেটের সুনামগঞ্জ জেলায়।
প্রশ্ন: 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
প্রশ্ন: রাশিয়া কত তারিখে প্রথম ইউক্রেন আক্রমণ করে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি, ২০২২
প্রশ্ন: অতি শীতলও নয়, অতি উষ্ণও নয়- এক কথায়-
উত্তরঃ নাতিশীতোষ্ণ
প্রশ্ন: “প্রসন্ন” এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ বিষণ্ণ
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের "আমার সোনার বাংলা" কবিতাটিতে কতটি চরণ রয়েছে?
উত্তর: ২৫টি।
প্রশ্ন: 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন: ঔদ্ধত্য-বিপরীত শব্দ হলো-
উত্তরঃ বিনয়
প্রশ্ন: প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৫২
প্রশ্ন: মৃগ-এর বিপরীর লিঙ্গ-
উত্তরঃ মৃগী
প্রশ্ন: "তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস
প্রশ্ন: ‘সংস্কৃতি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম+কৃতি
প্রশ্ন: রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি?
উত্তরঃ ৪ টি (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব)
প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন: ‘যিনি বিদ্যা লাভ করেছেন’
উত্তরঃ কৃতবিদ্য
প্রশ্ন: দৈনিক-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
উত্তরঃ দিন+ইক।
প্রশ্ন: “ইত্যাদি” কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ
প্রশ্ন: জলবায়ু বিষয়ক COP-27 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর: মিশরে।
প্রশ্ন: যার হৃদয় শোভন-এক কথায় প্রকাশ কোনটি?
উত্তরঃ সুহৃদ
প্রশ্ন: 'সোনালী কাবিন' কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ আল মাহমুদ
প্রশ্ন: বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুইপা
প্রশ্ন: ঢাক ঢাক গুড় গুড়-বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ গোপন রাখার চেষ্টা।
প্রশ্ন: ঈষৎ- এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ অধিক
প্রশ্ন: 'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
- এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন-০৩ & ০৪ 🔥 || LGED job exam question || Lw Biozid
- LGED job preparation-05 || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ১ম পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ২য় পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর |
- বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার প্রস্তুতি ।। সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে |
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০২ || computer operator exam preparation-02
- BGB Exam Preparation | বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন |
- Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি |
- মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান || Metro rail in dhaka gk || Lw Biozid
- CCFFD Exam Question | বন অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার প্রস্তুতি | স্পেশাল সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন