LGED job preparation-05 || এলজিইডি চূড়ান্ত সাজেশন || Lw Biozid

 

 

LGED job preparation

সাম্প্রতি LGED তধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। আপনি যদি LGED এর যেকোনো পদের নিয়োগ পরিক্ষার পরিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই #পোস্ট টি আপনার জন্যই। এখানে আপনি পাবেন, LGED এর বিগত বছরে বিভিন্ন পদের হয়ে যাওয়া পরিক্ষা গুলো থেকে কিছু #কমন এবং বাছাই করা শতাধিক প্রশ্ন ও সমাধান। যেই প্রশ্ন গুলো আপনার চাকুরীর পরিক্ষাকে আরোও সহজ করে তুলবে।

 

LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid 

এই সাজেশনটি আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিও গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।

 
 
 
এলজিইডি চূড়ান্ত সাজেশন
প্রশ্ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন?
উত্তরঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪

প্রশ্ন: জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।

প্রশ্ন: ‘বৃক্ষ’ এর বহুবচন কি?
উত্তরঃ বৃক্ষরাজি।

প্রশ্ন: ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ  তুর্কি।

প্রশ্ন: সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: চকলেট কোন দেশের শব্দ?
উত্তর: মেক্সিকো।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি।

প্রশ্ন: ‘কেঁচে গণ্ডূষ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ পুনরায় আরম্ভ।

প্রশ্ন: দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থসচিবের।

প্রশ্ন: কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তরঃ আগুনের পরশমণি।

প্রশ্ন: ‘কল্লোল’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ঢেউ।

প্রশ্ন: বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার (উত্তম,মধ্যম,নাম পুরুষ)

প্রশ্ন: ধলেশ্বরী নদীর শাখা কোনটি?
উত্তরঃ বুড়িগঙ্গা।

প্রশ্ন: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
কথোপকথন(১৮০১)[লেখক: উইলিয়াম কেরি]

প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উত্তরঃ মহাস্থানগড়।

প্রশ্ন: ‘গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?
উত্তরঃ ভূমিকা।

প্রশ্ন: ‘ওয়ানগালা' উৎসব কাদের?
উত্তরঃ গারোদের।

প্রশ্ন: ‘দেয়াল' রচনাটি কার?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা” কাব্যটি কোন ধরনের কাব্য?
উত্তরঃ পত্রকাব্য।

প্রশ্ন: ‘গেরিলা' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ নাসিরউদ্দিন ইউসুফ।

প্রশ্ন: ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
উত্তরঃ ইতালি।

প্রশ্ন: সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে।

প্রশ্ন: ‘বাবাকে বড্ড ভয় পাই” এখানে ‘বাবাকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে দ্বিতীয়া।

প্রশ্ন: বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তরঃ হরিপুর।

প্রশ্ন: ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যটির লেখক কে?
উত্তরঃ আহসান হাবীব।

প্রশ্ন: লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে।

প্রশ্ন: “নীল অপরাজিতা” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ুন আহমেদ।

প্রশ্ন: রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তরঃ  রঞ্জন।

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন: ‘নদী ও নারী' কার রচনা?
উত্তরঃ হুমায়ুন কবির।

প্রশ্ন: সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মোহাম্মদপুরে [ষাট গম্বুজ: বাগেরহাট জেলা]

প্রশ্ন: নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল” নামে পরিচিত কোনটি ?
উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়।

প্রশ্ন: “ইতর বিশেষ” বলতে কি বোঝায়?
উত্তরঃ পার্থক্য।

প্রশ্ন: স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কীর্তি?
উত্তরঃ শামীম শিকদার।

প্রশ্ন: ‘পান করার যোগ্য’-এক কথায় কী হবে
উত্তরঃ পেয়।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন
উত্তরঃ উ-থান্ট।

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে ‘বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ১৮৩৯ সালে।

প্রশ্ন: বড়ু চণ্ডীদাসের কাব্য গ্রন্থের সম্পাদক-
উত্তর: মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ।

প্রশ্ন: ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ চলৎ+চিত্র।

প্রশ্ন: "সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: রামায়ন কে রচনা করেন?
উত্তরঃ আদিকবি ঋষি বাল্মীকি।

প্রশ্ন: বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে।

প্রশ্ন: যা চিরস্থায়ী নয়?
উত্তর: নশ্বর।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তরঃ গভর্নর।

প্রশ্ন: ‘জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ জন+এক

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
উত্তরঃ দোলনচাঁপা।

প্রশ্ন: মাঝি, আমাশয়, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ পুতৃগিজ।

প্রশ্ন: তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
উত্তরঃ জসীমউদ্দীন।

প্রশ্ন: ‘ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ কী?
উত্তরঃ প্রায় সম্পূর্ণ।

প্রশ্ন: বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তরঃ ২১ টি।

প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ ডায়েট।

প্রশ্ন: কোনটি দেশি শব্দ?
উত্তরঃ ঢেঁকি।

প্রশ্ন: জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল।

প্রশ্ন: ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' এই বাক্যের 'কী' এর অর্থ-
উত্তরঃ বিরক্তি।

প্রশ্ন: ‘লাপাত্তা' শব্দের ‘লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
উত্তরঃ আরবি ভাষা থেকে।

প্রশ্ন: কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
উত্তরঃ কবি যতীন্দ্রমোহন বাগচী।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
উত্তরঃ বাংলার প্রকৃতির কথা।

প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বসন্ত কুমারী।

প্রশ্ন: UNHCR এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জেনেভা।
 
প্রশ্ন: কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ?
উত্তর: নির + আময়।
 
প্রশ্ন: ‘আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।
 
প্রশ্ন: স্ট্যাচু অব লির্বাটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?
উত্তরঃ গৌরচন্দ্রিকা।
 
প্রশ্ন: বাংলাদেশের সামরিক যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ বিজয় সরনি, ঢাকা।
 
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তরঃ অগ্নিবীণা
 
প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
উত্তরঃ ১৯৭৬ সালের ২৯ আগস্ট।
 
প্রশ্ন: কোন শব্দটি ফারসি?
উত্তরঃ পেরেশান।
 
প্রশ্ন: ‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
উত্তরঃ পর্তুগিজ।
 
প্রশ্ন: আগুনের পরশমণি গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।
 
প্রশ্ন: সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ আবু ইসহাক।
 
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে?
উত্তরঃ সাবিনা খাতুন।
 
প্রশ্ন: বীরাঙ্গনা কার পত্রকাব্য?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
 
প্রশ্ন: আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়?
উত্তরঃ উগান্ডা।
 
প্রশ্ন: ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
উত্তরঃ অলসতা/আলস্য।
 
প্রশ্ন: ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
উত্তরঃ আই।
 
প্রশ্ন: বঙ্গবন্ধু কোন পত্রিকায় কাজ করেছিলেন?
উত্তরঃ ইত্তেহাদ।
 
প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি।
 
প্রশ্ন: জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়?
উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র।
 
প্রশ্ন: ‘শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে?
উত্তরঃ বড়ু চণ্ডীদাস।
 
প্রশ্ন: “গণকবর” শব্দে ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বহুবচন অর্থে।
 
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
 
প্রশ্ন: ‘মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি??
উত্তরঃ মজুরনী।
 
প্রশ্ন: ‘আলতামিরা গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ স্পেন।
 
প্রশ্ন: ‘চপল' এর বিপরীতার্থক শব্দ কি?
উত্তরঃ গম্ভীর।
 
প্রশ্ন: কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল।
 
প্রশ্ন: ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’- এখানে ‘কবি কবি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ উপহাস অর্থে।
 
প্রশ্ন: ‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
 
প্রশ্ন: ইউসুফ-জুলেখা কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
 
প্রশ্ন: বাংলা ভাষায় সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।
 
প্রশ্ন: বাংলাদেশের সরকারি নোট কয়টি রয়েছে?
উত্তরঃ ৩টি (১,২,৫ টাকা)
 
প্রশ্ন: বীরবলের হালখাতা গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
 
প্রশ্ন: ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
 
প্রশ্ন: ‘মাথায়' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মাথা+এ
 
প্রশ্ন: প্রথম বাংলা পত্রিকা কোনটি?
উত্তরঃ দিগদর্শন।
 
প্রশ্ন: ‘বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ' বাক্যের ক্রিয়াটি কোন কালের?
উত্তরঃ পুরাঘটিত বর্তমান।
 
প্রশ্ন: পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
 
প্রশ্ন: 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ফররুখ আহমদ।
 
প্রশ্ন: সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
উত্তরঃ নিপাতনে সন্ধি।
 
প্রশ্ন: কমলাকান্তের দপ্তর কার লেখা?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
 
প্রশ্ন: নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
উত্তরঃ আর্মেনিয়া - আজারবাইজান।
 
প্রশ্ন: ‘শোকার্ত তরবারি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কবি হাসান হাফিজুর রহমান।

প্রশ্ন: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।
 
প্রশ্ন: 'অন্বেষণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ অনু + এষণ
 
প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: হাডসন।

প্রশ্ন: ছেলেমি-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি?
উত্তরঃ ছেলে+ আমি।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন: “যা আগে জানা যায়নি”
উত্তর: অজানা

প্রশ্ন: FIFA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জুরিখ শহরে।

প্রশ্ন: ইউক্রেনের রাজধানীর নাম কি?
উত্তর: কিয়েভ।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করুনঃ ছয় মাস অন্তর
উত্তরঃ ষাণ্মাসিক।

প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন?
উত্তরঃ মুন্সী আব্দুর রব

প্রশ্ন: নদীমাতৃক-শব্দটি কোন সমাস?
উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি (নদী মাতা যার)

প্রশ্ন: বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?
উত্তরঃ ৩ প্রকার

প্রশ্ন: মসৃন- এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বন্ধুর

প্রশ্ন: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
উত্তরঃ কপটচারী

প্রশ্ন: মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তরঃ জামদানী শাড়ি

প্রশ্ন: অল্পবিদ্যা ভয়ংকরী- বাক্যে ‘অল্পবিদ্যা’ কারক ও বিভক্তি কি?
উত্তরঃ কর্মে শূন্য।

প্রশ্ন: কোনটি বিশেষণ বাচক শব্দ?
উত্তরঃ জীবনী

প্রশ্ন: উপস্থিত বুদ্ধি আছে যার-এক কথায়-
উত্তরঃ প্রত্যুৎপন্নমতি

প্রশ্ন: মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
উত্তরঃ বিষাদ সিন্ধু

প্রশ্ন: কোনটি গ্রীন হাউজ গ্যাস?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড

প্রশ্ন: অরণ্যে বৃক্ষে বৃক্ষে ঘর্ষণ জাত অগ্নি-এক কথায় প্রকাশ-
উত্তরঃ দাবানল

প্রশ্ন: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

প্রশ্ন: মন্থর-এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ দ্রুত

প্রশ্ন: 'নারী' কবিতাটি লিখেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে?
উত্তরঃ তিস্তা

প্রশ্ন: চৌধুরী- এর স্ত্রী-লিঙ্গ কি?
উত্তরঃ চৌধুরানী।

প্রশ্ন: সংস্কার- এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ সম্ + কার ।

প্রশ্ন: "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে

প্রশ্ন: ত্রিলোক-কোন সমাস?
উত্তরঃ দ্বিগু সমাস (তিন লোকের সমাহার)

প্রশ্ন: 'বত্রিশ সিংহাসন' কার রচনা?
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

প্রশ্ন: যে ভূমিতে ফসল জন্মায় না-এক কথায়-
উত্তরঃ ঊষর/অনুর্বর।

প্রশ্ন: “মনস্তাপ” এর সন্ধি বিচ্ছেদ করুন:
উত্তর: মনঃ + তাপ

প্রশ্ন: অপারেশন সার্চ লাইট কবে সংঘটিত হয়?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১ সালে।

প্রশ্ন: "হাত হদাই" নাটকের নাট্যকার কে?
উত্তরঃ সেলিম আল দীন

প্রশ্ন: “তিনি ধনী কিন্তু কৃপণ” কোন জাতীয় বাক্য?
উত্তর: যৌগিক

প্রশ্ন: খেয়া পার করে যে-এক কথায় প্রকাশ কি?
উত্তরঃ পাটনী।

প্রশ্ন: সাগর-মহাসাগর কোন ধরনের সম্পদ?
উত্তরঃ আন্তর্জাতিক

প্রশ্ন: 'অর্ধচন্দ্র' -এর অর্থ কি?
উত্তরঃ গলা ধাক্কা দেয়া

প্রশ্ন: জগতে কীর্তিমান হও সাধনায়- ‘জগতে’কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণ কারকে সপ্তমী।

প্রশ্ন: পূর্ব বাংলার মুক্তি সনদ কোনটি?
উত্তরঃ ছয় দফা আন্দোলন

প্রশ্ন: কর্ম সম্পাদনে পরিশ্রমী- বলা হয়-
উত্তরঃ কর্মঠ

প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি?
উত্তরঃ কপালকুন্ডলা

প্রশ্ন: মনগড়া-শব্দটি কোন সমাস?
উত্তরঃ তৃতীয়া তৎপুরুষ সমাস (মন দিয়ে গড়া)

প্রশ্ন: মিথ্যুক-এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ মিথ্যা + উক । 

প্রশ্ন: পরিবার গঠনের পূর্বশর্ত কি?
উত্তরঃ বিবাহ

প্রশ্ন: আচার্য-এর বিপরীত লিঙ্গ কি?
উত্তরঃ আচার্যা।

প্রশ্ন: FIFA World Cup - ২০২২ এর প্রথম ম্যাচটিতে কোন দুইটি দেশ অংশগ্রহণ করে?
উত্তর: কাতার ও ইকুয়েডর

প্রশ্ন: বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-কি বলে?
উত্তরঃ অবিমৃষ্যকারী।

প্রশ্ন: বিষাদ সিন্ধু- এর লেখক কে?
উত্তরঃ মীর মশাররফ হোসেন

প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ। 

প্রশ্ন: "দুই সৈনিক" উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শওকত ওসমান।

প্রশ্ন: ওজন পরিমাপক-এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ  তুলাদন্ড

প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
উত্তরঃ ধাতু

প্রশ্ন: মুখ্য-এর বিপরীত শব্দ-
উত্তরঃ গৌণ

প্রশ্ন: কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
উত্তরঃ অক্কা পাওয়া

প্রশ্ন: 'কবর ' নাটকটি কোন পটভুমিতে লেখা?
উত্তরঃ ভাষা আন্দোলন

প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন-কে

প্রশ্ন: ময়ূরের ডাক- সংক্ষিপ্তরূপ-
উত্তরঃ কেকা

প্রশ্ন: রেখ মা দাসেরে মনে-বাক্যে ‘দাসেরে’ কারক ও বিভক্তি কি?
উত্তরঃ কর্মে দ্বিতীয়া ।

প্রশ্ন: কোন শব্দটি সন্ধি দ্বারা গঠিত?
উত্তরঃ অতীত

প্রশ্ন: লেফাফা দুরস্ত-বাগধারার অর্থ-
উত্তরঃ বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি

প্রশ্ন: বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫

প্রশ্ন: তরল- এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ কঠিন

প্রশ্ন: অতীত- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ অতি + ইত । 

প্রশ্ন: চর্যাপদ কত জনের রচনার সন্ধান পাওয়া যায়?
উত্তরঃ ২৪ জনের

প্রশ্ন: আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
উত্তরঃ নীতিকাব্য

প্রশ্ন: BFIDC এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Forest Industries Development Corporation.

প্রশ্ন: বিহঙ্গের ধ্বনি-এক কথায়-
উত্তরঃ কূজন

প্রশ্ন: 'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
উত্তরঃ মুকুন্দ চক্রবর্তী

প্রশ্ন: সাক্ষাৎ দ্রষ্টা- সংক্ষেপে-
উত্তরঃ সাক্ষী

প্রশ্ন: বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উত্তরঃ শামসুর রহমান

প্রশ্ন: রাজপথ- এটি কোন সমাস?
উত্তরঃ ৬ষ্ঠী তৎপুরুষ (পথের রাজা)

প্রশ্ন: কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
উত্তরঃ প্রতিধ্বনি

প্রশ্ন: ঝাঁকের কৈ-এর অর্থ কি?
উত্তরঃ একই দলভুক্ত।

প্রশ্ন: পা ধোয়ার পানি- এক কথায় প্রকাশ-
উত্তরঃ পাদ্য

প্রশ্ন: “মৃত্যুক্ষুধা" কোন ধরণের গ্রন্থ?
উত্তর: কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস।

প্রশ্ন: গো-মূর্খ - বাগধারাটি দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ অতি মূর্খ।

প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২

প্রশ্ন: অগ্রজ- এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ অনুজ

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী

প্রশ্ন: প্রাতরাশ-সঠিক সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ প্রাতঃ + আশ ।

প্রশ্ন: UNFCCC এর পূর্ণরূপ কি?
উত্তর: United Nations Framework Convention on Climate Change.

প্রশ্ন: যৌবন-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
উত্তরঃ যুব + অন।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন

প্রশ্ন: 'ক্ষমার যোগ্য' -এর বাক্য সংকোচন
উত্তরঃ ক্ষমার্হ

প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: চতুর্ভুজ-কোন সমাস?
উত্তরঃ দ্বিগু সমাস (চতুঃ ভূজের সমাহার)

প্রশ্ন: ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ তিরোভাব

প্রশ্ন: আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" এ বিখ্যাত পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর: ভারত চন্দ্র রায়গুণাকর  (বিখ্যাত কাব্য- অন্নদামঙ্গল)

প্রশ্ন: গৌরচন্দ্রিকা-বাগধারাটি দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ ভূমিকা।

প্রশ্ন: যা হতে পারে না-সংক্ষেপে বলা হয়-
উত্তরঃ অসম্ভব

প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর: সুন্দরবন

প্রশ্ন: শিবরাত্রির সলতে-দ্বারা কি বুঝানো হয়?
উত্তরঃ একমাত্র বংশধর/সন্তান।

প্রশ্ন: অদ্বিতীয়-কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস

প্রশ্ন: "বিসর্জন" নাটকটি কার রচিত?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’- এক কথায় কী হবে?
উত্তরঃ অবিসংবাদী

প্রশ্ন: CNG এর পূর্ণরূপ কি?
উত্তর: Compressed Natural Gas

প্রশ্ন: ব্যাঙের আধুলি-বাগধারার অর্থ-
উত্তরঃ সামান্য সম্পদ।

প্রশ্ন: 'রমণীয়' শব্দের বিপরীত শব্দ হলো-
উত্তরঃ কুৎসিত

প্রশ্ন: সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম-
উত্তরঃ প্রমথ চৌধুরী

প্রশ্ন: উপযুক্ত-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ উপরি + উক্ত 

প্রশ্ন: আশেপাশে-কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস

প্রশ্ন: বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ' কল্লোল ' কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯২৩ সালে

প্রশ্ন: উপকারীর অপকার করেন যিনি-
উত্তরঃ কৃতঘ্ন

প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি।

প্রশ্ন: স্মরণীয়-এর প্রকৃতি ও প্রত্যয় হলো-
উত্তরঃ √ স্মৃ + নীয়।

প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
উত্তরঃ ১২০১-১৮০০ খ্রি.

প্রশ্ন: ‘যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কি হবে?
উত্তরঃ ভূতপূর্ব

প্রশ্ন: জাতীয় শিশু দিবস কবে?
উত্তর: ১৭ মার্চ।

প্রশ্ন: মন্বন্তর-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মনু + অন্তর

প্রশ্ন: বিদ্বান-এর বিপরীত লিঙ্গ-
উত্তরঃ বিদুষী।

প্রশ্ন: শব্দের আগে বসে কোনটি?
উত্তরঃ উপসর্গ

প্রশ্ন: অন্ধের যষ্ঠি-বাগধারাটির অর্থ-
উত্তরঃ একমাত্র অবলম্বন।

প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
উত্তর: মুসা ইব্রাহীম

প্রশ্ন: বিপদে আমি না যেন করি ভয়- ‘বিপদ’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মে সপ্তমী।

প্রশ্ন: ‘যা পূর্বে শোনা যায়নি’ এক কথায় কি বলে?
উত্তরঃ অশ্রুতপূর্ব
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 
 

Post a Comment

নবীনতর পূর্বতন