সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

 

 

বাংলা থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন বাংলা প্রশ্ন এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন, বাংলা ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন |

 

< সম্পূর্ণ তথ্য একত্রে > 


 

বাংলা প্রশ্নগুলোর সমাধান

01.‘আশা’এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ নিরাশা।

02. “খেলাঘর” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: মাহমুদুল হক।

03. সিংহাসন এর সন্ধি বিচ্ছেদ কি
উত্তরঃ সিংহ + আসন

04. মুসলিম-মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ আনিসুজ্জামান।

05. “নেকড়ে অরণ্য” কে লিখেছেন?
উত্তরঃ শওকত ওসমান।

06.‘গগন’ শব্দের অর্থ কী?
উত্তরঃ আকাশ।

07.‘অকুল পাথার’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ সীমাহীন বিপদ।

08.‘কিশোর কবি’ বলা হয় কাকে?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

09.‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
উত্তরঃ তুমুলকাণ্ড বা ভীষণ গন্ডগোল।

10.প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

11. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

12.‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
উত্তরঃ অলসতা,আলস্য

13. দুঃসময়ের মুখোমুখি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শামসুর রাহমান।

14.“আমাদের সংগ্রাম চলবেই” গানটি কার লেখা?
উত্তরঃ সিকান্দার আবু জাফর।

15.‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ সুফিয়া কামাল।
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 
 

16. পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

17. ইউসুফ-জুলেখা কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।

18.‘গায়ক’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ
উত্তরঃ গৈ + অক

19.  বীরবলের হালখাতা গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

20.  বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

21. মাঝি, আমাশয়, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ পুতৃগিজ।

22. সৌম্য এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: উগ্র।

23. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ কবিগান।

24. বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুইপা।

25. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”- পদটির রচয়িতা কে?
উত্তরঃ জ্ঞানদাস।

26. কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
উত্তরঃ কবি যতীন্দ্রমোহন বাগচী।

27. কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ?
উত্তর: নির + আময়

28.'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ  সৈয়দ শামসুল হক।

29. বত্রিশ সিংহাসন’ কার রচনা?
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালংকার।

30. বীরাঙ্গনা কার পত্রকাব্য?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

31.‘প্রথম প্রহর’, ‘বিমর্ষ রাত্রি’, ‘তৃষ্ণা’ গ্রন্থসমূহের রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক | 

32.‘যা খুব দীর্ঘ নয়’ এক কথায়-
উত্তরঃ নাতিদীর্ঘ ।

33. তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা-
উত্তর: অদ্বৈত মল্লবর্মণ।

34. জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।

35.‘তামার বিষ’ কথাটির অর্থ  কি?
উত্তরঃ অর্থের কুপ্রভাব।
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 

36.‘বৃক্ষ’ এর বহুবচন কি?
উত্তরঃ বৃক্ষরাজি।

37.‘মরিতে’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিন্দিত।

38.‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যটির লেখক কে?
উত্তরঃ আহসান হাবীব।

39.‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক?
উত্তরঃ কর্মকারক।

40. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
উত্তরঃ উপভাষা।

41.‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 

42.“ইতর বিশেষ” বলতে কি বোঝায়?
উত্তরঃ পার্থক্য।

43.‘অর্ধচন্দ্র’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া।

44.‘দত্তকুলোদ্ভব’কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

45.“গণকবর” শব্দে ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বহুবচন অর্থে।

46.“চাচা কাহিনী” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ  সৈয়দ মুজতবা আলী।

47. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

৪৮.অবলা শব্দের অর্থ কী?
উত্তর: নারী।

49.“হিমু” নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

50. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ নিশীথ।

51.‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

52.‘গুপ্ত’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ব্যক্ত/প্রকাশিত।

53.‘জানিবার ইচ্ছা’ এর সংক্ষিপ্তরূপ কি?
উত্তরঃ জিজ্ঞাসা।
 
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 

54.“কাঁদো নদী কাঁদো” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ  সৈয়দ ওয়ালীউল্লাহ।

55. বড়ু চণ্ডীদাসের কাব্য গ্রন্থের সম্পাদক-
উত্তর: মুহম্মদ আবদুল হাই ও আনােয়ার পাশা।

56.‘অহরহ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি?
উত্তরঃ অহঃ + অহ

57. যা চিরস্থায়ী নয়?
উত্তর: নশ্বর।

58. রামায়ন কে রচনা করেন?
উত্তরঃ আদিকবি ঋষি বাল্মীকি।

59.‘আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।

60.‘কেঁচে গণ্ডূষ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ পুনরায় আরম্ভ।

61. লাল নীল দীপাবলী’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হুমায়ুন আজাদ।

62.‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় প্রকাশ হবে-
উত্তরঃ প্রিয়ংবদা।

63. হর্ষ শব্দের অর্থ কী?
উত্তর: আনন্দ।

64. নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: হুমায়ুন কবির।

65.‘অলস’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ কর্মঠ ।

66.‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

67.‘কাশবনের কন্যা’-উপন্যাসের লেখকের নাম কী?
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।

68. খেউর গাওয়া বাগধারার অর্থ কী?
উত্তরঃ গালাগালি করা।

69. বাংলা ভাষায় সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

70. চকলেট কোন দেশের শব্দ?
উত্তর: মেক্সিকো।

71. কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?
উত্তরঃ গৌরচন্দ্রিকা।

72.‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ অমিয় চক্রবর্তী।

73. বাংলা ছোট গল্পের জানক কাকে বলা হয়?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

74.‘অনুকূল’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ প্রতিকূল।

75. মহাপতঙ্গ গল্পগ্রন্থ কার লেখা?
উত্তরঃ আবু ইসহাক।

76. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালেল ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৫৮ সালে।

77.‘সাত সাগরের মাঝি’, ‘মুহূর্তের কবিতা’, ‘নৌফেল ও হাতেম’ কাব্যগ্রন্থ গুলো কার লেখা?
উত্তরঃ ফররুখ আহমদ।

78. চিনির পুতুল’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ  কর্মবিমুখ।

79.'জীবন আমার বোন' গ্রন্থটি রচনা করেন
উত্তরঃ মাহমুদুল হক।

80. নসীরা নামা’ কাব্য কার রচনা?
উত্তরঃ কবি মরদন। 
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 
 

81.‘আর্বিভাব’ এর বিপরীতার্থক শব্দ কি?
উত্তরঃ তিরোভাব।

82.‘মেঘদূত কাব্য’ কার লেখা?
উত্তরঃ মহাকবি কালিদাস।

83."আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে।

84. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।

85. আগুনের পরশমণি গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

86. অপ্রতুল শব্দের অর্থ কি?
উত্তরঃ অপর্যাপ্ত।

87. যিনি বক্তৃতা দানে পটু এককথায় কী বলে?
উত্তরঃ বাগ্মী।

88. মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তরঃ নির্মলেন্দু গুণ।

89.‘শিক্ষক’ এর বহুবচন কি হবে?
উত্তরঃ শিক্ষকমণ্ডলী ।

90.“অরণ্যে রোদন” শব্দের অর্থ কি?
উত্তরঃ নিস্ফল আবেদন।

91.“নীল অপরাজিতা” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ুন আহমেদ।

92. কমলাকান্তের দপ্তর কার লেখা?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

93.‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ চলৎ+চিত্র

94.‘শোকার্ত তরবারি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কবি হাসান হাফিজুর রহমান।

95.‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ বিভ্রম।
 

সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০টি বাংলা প্রশ্নত্তোর | চাকরির প্রস্তুতি | Lw Biozid

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিচে দেওয়া হলো।
 

 

96.“মহুয়া” কে রচনা করেছেন?
উত্তরঃ দ্বিজ কানাই।

97. শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে?
উত্তরঃ চন্ডীদাস।

98.‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।

99. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

100. সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ আবু ইসহাক।

আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 
 

Post a Comment

أحدث أقدم