কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || Computer gk || Lw Biozid
লিখিত পরীকক্ষার প্রস্তুতিঃ
সরকারি দপ্তরগুলোতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক পদে প্রায়ই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এসব পদের সংখ্যা তুলনামূলক বেশি। আগে থেকেই প্রস্তুতি থাকলে নিয়োগ পরীক্ষায় পাস করা সহজ হয়।
কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01 ***exclusive tips*** Lw Biozid
এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
< সম্পূর্ণ তথ্য একত্রে >
কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি
⏩কম্পিউটার শব্দের অর্থ কি?
– গননাকারী যন্ত্র।
– গননাকারী যন্ত্র।
⏩কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
-CPU
⏩বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
-ডায়রিয়া
⏩CPU-এর পূর্ণরূপ কি?
-Central Processing unit.
⏩আধুনিক কম্পিউটারের জনক কে?
-চার্লস ব্যাবেজ।
⏩ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ-
-চীন
⏩মাউস একটি কোন ধরনের ডিভাইস?
- ইনপুট ডিভাইস।
⏩ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?
-CapsLock
⏩কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
-১৯৭১ সালে প্রথমএটি বাজারে আসে, যার নাম ছিল ইন্টেল ৪০০৪।
⏩কম্পিউটারে কোনটি নেই?
→ বুদ্ধি।
⏩সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
-মেঘালয়
⏩MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
– Ctrl+A
⏩কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
-মাইক্রোসফট
⏩কম্পিউটার সফটওয়্যার কত প্রকার?
-দুই প্রকার। (এপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সফটওয়্যার।)
⏩কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
– হার্ডওয়্যার।
⏩মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার কি?
– প্রাণ
⏩কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে?
– ২টি
⏩কম্পিউটারের ভাষার নাম কি?
-বাইনারি।
⏩ই-মেইল কি?
- ইলেকট্রনিক মেইল
⏩বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
-বিল গেটস
⏩Microsoft এর কর্ণধারের নাম কি ?
- বিল গেটস ।
⏩ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ
করে?
– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
⏩কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
-১৯৭৯ সালে
⏩ চ্যাট (Chat) অর্থ কি?
-খোশগল্প করা
⏩কম্পিউটারের স্মৃতি কত প্রকার?
-প্রধানত দুই প্রকার।
⏩PC এর পূর্ণরূপ কি?
– Personal Computer.
⏩1 KB = ?
-1024 Byte.
⏩কম্পিউটারের আবিষ্কারক কে?
– হাওয়ার্ড এ্যাইকিন।
⏩কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে/
– Rom
⏩বর্তমান যুগকে কী বলা হয়?
- তথ্যপ্রযুক্তির যুগ।
⏩কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?
- ন্যানো সেকেন্ডে।
⏩কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
-মাইক্রো প্রসেসর বা CPU .
⏩কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন?
-১৯৭১ সালে
⏩বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কত সাল চালু হয়?
-১৯৯৬ সালের ৪ জুন।
⏩একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে?
-১২টি।
⏩কমপিউটারের প্রধান ভাষা কোনটি?
- ইংরেজি।
⏩ অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
–ইন্টারনেট
⏩বাংলাদেশের প্রথম কম্পিউটার কি ছিল?
-মেইনফ্রেম কম্পিউটার
⏩কী-বোর্ডে কতগুলো কী থাকে?
-৮৪ থেকে ১০১/ 104 টি কী আছে।
⏩কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
– Compute
⏩ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে।
– যুক্তরাষ্ট্রে
⏩পাওয়ার-পয়েন্ট ফাইলকে কি বলা হয়-
-প্রেজেনটেশন
⏩ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় কোনটি ?
– পেনড্রাইভ
⏩অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় কোথায়?
-ফন্ট ডায়লগ বক্সে
⏩কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে-
–কম
⏩কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি।
- মাদারবোর্ড।
⏩কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
- তিন ধরনের।
⏩বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি?
-ইন্টারনেট
⏩কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
– গণিতবিদ
⏩উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল কত সালে?
-১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
⏩যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
-এন্টিভাইরাস
⏩ F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা হয়
-ফাংশন কী
⏩এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
- স্প্রেডশিট
⏩পেনড্রাইভ এর অপর নাম কি?
- ফ্লাশ ড্রাইভ।
⏩বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি?
-উইকিপিডিয়া
⏩কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
-সফটওয়্যার
⏩কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
-সফ্টওয়্যার
⏩কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
–তথ্য বা ডাটা
কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01 ***exclusive tips*** Lw Biozid
এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
< সম্পূর্ণ তথ্য একত্রে >
⏩সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
-সুপার কম্পিউটার
⏩সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ?
– ভারত
⏩কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
- File
⏩ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন?
-ফাইল মেনুর
⏩চন্দ্রাবতী হলো-
-বাংলা ফন্টের নাম
⏩কম্পিউটার মাউস কে তৈরী করেন?
-উইলিয়াম ইংলিস
⏩WWW এর জনক কে?
- টিম বার্নস লি
⏩কার্সর (Cursor) কি?
-এটি একটি আলোক রেখা
⏩অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
– ডিলিট বা ব্যাকস্পেস
⏩ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?
-ম্যাক্রো ভাইরাস
⏩ মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? –
ইদুরের মত
⏩Save এর সর্টকাট কমান্ড লিখ।
-Ctrl+S
⏩MS word-এ Symbol কোন মেনুতে আছে।
– Insert
⏩মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে…
– ১৯৯২
⏩MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়-
– File
⏩পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়
– File
⏩Save অর্থ কি?
- সংরক্ষণ করা
⏩MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি?
– Ctrl+F
⏩M.S Excel –এ কতটি রো আছে?
-৬৫,৫৩৬টি
⏩ M.S Excel –এ কতটি কলাম আছে?
-২৫৬টি
⏩ M.S Excel –এ কতটি Cell আছে?
-১,৬৭,৭৭,২১৬টি
⏩নোটবুক নামে পরিচিত কোনটি?
-ল্যাপটপ
⏩পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম-
– MARK-1
⏩কিবোর্ডে কয়টি Alt Key আছে?
-২
⏩কিবোর্ডে ESC কয়টি?
-১
⏩কিবোর্ডে Home Key কয়টি?
-১
⏩কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
-মাইক্রো কম্পিউটার।
⏩অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?
– পুরো কম্পিউটার সিষ্টেম
⏩কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে?
– অ্যাপল।
⏩এনিমেশন শব্দের অর্থ কি?
-জীবন্ত করা।
⏩বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
-পিপীলিকা
⏩ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?
-স্ট্যাটাস
⏩ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়?
-টুইট
⏩ কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়?
-ফেসবুক
⏩অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?
- হ্যাকিং
⏩কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়?
- পাঁচ ভাগে।
⏩বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে?
- একটিও নয়।
⏩ প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?
- অ্যাডা অগাস্ট.
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং
নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়,
তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে
দেওয়ার অনুরোধ রইলো।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ১ম পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি বাংলা প্রশ্নত্তোর ।। ২য় পর্ব ।।
- সম্প্রতি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর |
- বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরিক্ষার প্রস্তুতি ।। সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে |
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০১ || computer operator exam preparation-01
- কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি ০২ || computer operator exam preparation-02
- BGB Exam Preparation | বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন |
- Railway Exam Preparation | রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি |
- LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid
إرسال تعليق