Metro rail gk questions || সাম্প্রতিক সাধারণ জ্ঞান (Metro Rail) || #lwbiozid

 
 

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

মেট্রো রেল বলতে মেট্রোপলিটন এলাকায় চলা রেল কে বোঝায়। বাংলাদেশের বড় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা মেট্রো রেল। যা ঢাকা শহরকে রাজধানী হিসেবে করবে আরো গতিশীল। মুক্ত করবে যানজট হতে। বর্তমানে ঢাকার জনসংখ্যা প্রায় দেড় কোটি। এই বিশাল জনসংখ্যার চাপ নিরসনে সময়ের সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন আনতে এই মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি নিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (PDF সহ) নিয়ে আলোচনা করব।


মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তিতে সরকার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার মেট্রোরেল সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এই প্রকল্পটি পরিচালনা করেছে “ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথা (ডিএমটিসিএল)।”

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

আজকাল বিভিন্ন সরকারি চাকরীর পরিক্ষায় মেট্রোরেল সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। যেটায় মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq অথবা মেট্রোরেল সম্পর্কে অনুচ্ছেদ লিখতে বলা হয় । সরকারি চাকরির পরিক্ষায় মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq বেশি আসে। মেট্রোরেল প্রকল্প বিষয়ক গুরুত্বপূর্ণ ও সাধারন জ্ঞান বিষয়ক mcq গুলো এক নজরে দেখে নিন।


মেট্রোরেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

এই তথ্য গুলো আমাদের YouTube চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। ভিডিও লিংক নিচে দেওয়া হলো:
 

 

প্রশ্নোত্তরে ঢাকা মেট্রোরেল

 প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।

প্রশ্নঃ মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২ (সবার জন্য উন্মুক্ত ২৯ ডিসেম্বর ২০২২)
 
প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম চালক কে?
উত্তরঃ মরিয়ম আফিজা।
 
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।
 
প্রশ্ন: মেট্রোরেল ঘন্টায় কত বিদ্যুৎ ব্যয় করবে?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।
 
প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?
উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম। (সিবিটিসি)
 
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৬ জুন ২০১৬।
 
প্রশ্ন : মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?
উত্তর : ১০০ কিমি/ঘণ্টা।
 
প্রশ্ন: মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)
 
প্রশ্ন : প্রথম ধাপের ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত?
উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।
 
প্রশ্নঃ মেট্রোরেলের প্রতি ট্রেনে বগি কয়টি?
উত্তরঃ ৬ টি।
 
প্রশ্ন: উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ এমআরটি লাইন ৬।

প্রশ্ন: সর্বপ্রথম দ্রুত ট্রানজিট সিস্টেম চালু হয় কোথায়/
উত্তরঃ লন্ডনে (১৮৬৩ সালে)

প্রশ্ন: মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
 
প্রশ্ন: মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি  লিমিটেড।
 
প্রশ্ন: ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।

প্রশ্নঃ মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু কবে?
উত্তরঃ  ২৯ নভেম্বর ২০২১

প্রশ্ন: মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ ২ মিটার।

প্রশ্ন: ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন।
 
প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিঘণ্টায় যাত্রী পরিবহন সক্ষমতা কত?
উত্তরঃ ঘন্টায় ৬০ হাজার এবং দৈনিক ৫ লাখ।
 
প্রশ্নঃ মেট্রোরেলের স্টেশন সংখ্যা কত?
উত্তরঃ প্রথমে ১৬ টি ছিল। সংশোধিত - ১৭ টি।
 
প্রশ্ন: মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।
 
প্রশ্ন: মেট্রোরেলের প্রথম যাত্রী কে?
উত্তরঃ শেখ হাসিনা। (ভাড়া ছিল- 60 টাকা)

প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
উত্তর : ১৯ জুলাই ২০২২।

প্রশ্নঃ মেট্রোরেল চলাচলের সময়-
উত্তরঃ সকাল সারে ৮টা থেকে দুপুর সারে ১২টা পর্যন্ত।
 
প্রশ্ন: মেট্রোরেল প্রকল্পের ব্যয় কত টাকা?
উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।
 
প্রশ্ন: মেট্রোরেলের স্লোগান কি?
উত্তরঃ বাঁচবে সময় বাঁচবে তেল, জ্যাম কমাবে মেট্রোরেল।

প্রশ্ন: মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০ থেকে ৪০ মিটার।

প্রশ্ন: মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?
উত্তর: 2013 সালে

প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

প্রশ্ন: DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।
 
প্রশ্ন : এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প ‘একনেক’ এ অনুমোদিত হয় কবে?
উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২।

প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
 
প্রশ্নঃ বর্তমান মেট্রোরেল সংখ্যা কতটি?
উত্তরঃ মোট ২৪ টি।

প্রশ্ন: আগারগাও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০২১।
 
প্রশ্ন: মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।
 
প্রশ্ন: মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।

প্রশ্ন : মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?
উত্তর : থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।

প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলো কোন দেশ থেকে আনা হয়?
উত্তর : জাপান।
 
প্রশ্ন: এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।
 
প্রশ্নঃ মেট্রোরেল এর ভাড়া কত?
উত্তরঃ ৫ টাকা। (প্রতি কিলোমিটার)

প্রশ্নঃ মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২১.২৬ কিলোমিটার।

প্রশ্ন: মেট্রোরেল ৩য় ধাপ কত কিলোমিটার হবে?
উত্তরঃ ৪.৭ কিলোমিটার।
 
প্রশ্ন : মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?
উত্তর : সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
 
প্রকল্পের ধাপ বা প্যাকেজ কয়টি
উত্তরঃ ৮টি
 
প্রশ্ন: মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?
উত্তর : ২ হাজার ৩০৮ জন।

প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্প পরিচালক কে?
উত্তরঃ আফতাব উদ্দিন তালুকদার।

প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?
উত্তর : তিনতলা।

প্রশ্ন: মেট্রোরেল ৩য় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা থেকে পল্লবী।

প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ১৮০ মিটার।

প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল—
উত্তর : উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

প্রশ্ন: মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।

প্রশ্ন: ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

প্রশ্ন: ঢাকা মেট্রোরেল এর বাজেট কত?
উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন: মেট্রোরেল প্রকল্পের সমাপ্তি কত সালে?
উত্তরঃ ২০২৫ সাল (সম্ভাব্য)

প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

প্রশ্ন: RSTP অনুযায়ী কয়টি ম্যাস রেপিড প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে?
উত্তরঃ ৫টি।

প্রশ্ন:  মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
উত্তর : ২৯ নভেম্বর ২০২১।
 
 
 
প্রিয় ভিজিটর বন্ধুরা, আমরা মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও সমাধান তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্নটি উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।

Post a Comment

أحدث أقدم