LGED job preparation-03,04 || এলজিইডি চূড়ান্ত সাজেশন || Lw Biozid


 

সাম্প্রতি LGED তধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি LGED এর বিভিন্ন পদে আবেদন করে থাকেন তাহলে এই #পোস্ট টি আপনার জন্যই। এখানে আপনি পাবেন, LGED এর বিগত বছরে বিভিন্ন পদের হয়ে যাওয়া পরিক্ষা গুলো থেকে কিছু #কমন এবং বাছাই করা শতাধিক প্রশ্ন ও সমাধান। যেই প্রশ্ন গুলো আপনার চাকুরীর পরিক্ষাকে আরোও সহজ করে তুলবে।

 

LGED job preparation || এলজিইডি 🔥 চূড়ান্ত সাজেশন 🔥 || Lw Biozid 

এই প্রশ্নগুলোর সমাধান আমাদের YouTube চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ভিডিও গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন।


 
এলজিইডি চূড়ান্ত সাজেশন
 
প্রশ্ন: এলজিইডি এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন: মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২

প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৭ সালে।

প্রশ্ন: পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত ?
উত্তরঃ ইস্তাম্বুল

প্রশ্ন: সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: ন্যাটোর বর্তমান সদস্য কত?
উত্তরঃ ৩১

প্রশ্ন: LGED এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Local Government Engineering Department.

প্রশ্ন: ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ রচয়িতা কে?
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কা।

প্রশ্ন: দেশের প্রথম স্মার্ট গ্রাম কোনটি?
উত্তর: ঝিনাইদহ জেলার হিজলী গ্রাম।

প্রশ্ন: 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
উত্তরঃ দুল্‌ + অনা

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১ সালে

প্রশ্ন: ২০২৩ সালের বর্ষপণ্য কোনটি?
উত্তরঃ পাট

প্রশ্ন: কোনটি গ্রীন হাউস গ্যাস?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

প্রশ্ন: পত্রের মূল অংশ কোনটি?
উত্তরঃ পত্রগর্ভ বা অন্তর্ভাগ।
 


প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন?
উত্তরঃ মুন্সী আব্দুর রউফ

প্রশ্ন: বঙ্গবন্ধু/কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩.৪৩ কিলোমিটার।

প্রশ্ন: ধাতু কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।

প্রশ্ন: পূর্ব বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ছয় দফা আন্দোলন

প্রশ্ন: তুমি এতক্ষণ কী করেছ?-বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম।

প্রশ্ন: আলেকজান্দ্রিয়া কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ মিশর

প্রশ্ন: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি?
উত্তরঃ ৩২ টি ( স্বরবর্ণ ৬,ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।

প্রশ্ন: পদ্মা সেতুর উদ্ভোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে

প্রশ্ন: মৌলিক শব্দ কোনটি?
উত্তরঃ গোলাপ।

প্রশ্ন: জাতীয় ভোটার দিবস কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ

প্রশ্ন: ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানের রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্ন: কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ চ

প্রশ্ন: বাংলাদেশ এলডিসি থেকে চূড়ান্তভাবে বের হবে কবে?
উত্তরঃ ২০২৬

প্রশ্ন: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।

প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
উত্তরঃ ইউনেস্কো

প্রশ্ন: বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
উত্তরঃ দশটি।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওয়ের নাম কি?
উত্তরঃ হাকালুকি হাওড়

প্রশ্ন: `শেষের কবিতা' কোন ধরনের রচনা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।

প্রশ্ন: রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
উত্তরঃ ফরাসি।

প্রশ্ন: বাংলাদেশেল সর্বোচ্চ জাতীয় পুরস্কার পদক কোনটি?
উত্তরঃ স্বাধীনতা পদক

প্রশ্ন: রূপপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

প্রশ্ন: কত তারিখে ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হিসাবে যোগদান করে?
উত্তর: ৪ এপ্রিল, ২০২৩

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে ?
উত্তরঃ আব্দুল গাফ্‌ফার চৌধুরী।

প্রশ্ন: LGED এর বর্তমান মন্ত্রীর নাম কী?
উত্তরঃ মোঃ তাজুল ইসলাম (এমপি)

প্রশ্ন: ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত)

প্রশ্ন: দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট

প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
উত্তরঃ অনিলা দেবী।

প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী

প্রশ্ন: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার হলো-
উত্তরঃ বনলতা সেন।

প্রশ্ন: কত সালে বঙ্গবন্ধু জাপান সফর করেন?
উত্তরঃ ১৯৭৩ সালের অক্টোবর মাসে।

প্রশ্ন: আনারস এবং চাবি- শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি?
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

প্রশ্ন: নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সমাস।

প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি.

প্রশ্ন: আফতাব শব্দের সমার্থক কোনটি?
উত্তরঃ সূর্য, রবি, সবিতা,ভানু, ভাস্কর।

প্রশ্ন: ২০২৪ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: বচন অর্থ কি?
উত্তরঃ সংখ্যার ধারণা।

প্রশ্ন: রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কত দিন আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উত্তরঃ ৬০-৯০ দিন আগে।

প্রশ্ন: ‘কবর’ নাটকটির লেখক কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।

প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে?
উত্তরঃ ২০৩০
 


প্রশ্ন: বেটাইম শব্দটি গঠিত হয়েছে-
উত্তরঃ ফারসি ও ইংরেজি শব্দ যোগে।

প্রশ্ন: চ্যাট-জিপিটি কি?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রশ্ন: ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের চলিত রূপ হবে?
উত্তরঃ পেরিয়ে।

প্রশ্ন: বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ লাইবেরিয়া

প্রশ্ন: 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

প্রশ্ন: দেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি?
উত্তরঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলা।

প্রশ্ন: ‘যদি বৃষ্টি হয় তবে বের হব না’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল বাক্য।

প্রশ্ন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তরঃ ২২ তম।

প্রশ্ন: বর্ণচোরা বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ কপটচারী।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইরাক

প্রশ্ন: ২০২২ সালে সাহিত্যে নোবেল পান কে?
উত্তরঃ ফরাসী লেখক এ্যানি এরনো (৮২ বছর)

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
উত্তরঃ সংস্কৃত কলেজ।

প্রশ্ন: রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী কোনটি?
উত্তরঃ আমার জীবননীতি আমার রাজনীতি।

প্রশ্ন: ‘বীরবল’ কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

প্রশ্ন: বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেওয়া হয় কত সালে?
উত্তরঃ ২৩ মে ১৯৭৩

প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
উত্তরঃ ধাতু।

প্রশ্ন: বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?
উত্তরঃ ৩ প্রকার।

প্রশ্ন: কলাগাছের বাকলের সুতা থেকে তৈরি প্রথম শাড়ির নাম কী?
উত্তরঃ কলাবতী

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রশ্ন: কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃ হুতোম প্যাঁচা।

প্রশ্ন: বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট?
উত্তরঃ অজয় বাঙ্গা (22)

প্রশ্ন: ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?
উত্তরঃ ভারতচদ্র রায়।

প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে?
উত্তরঃ মুশফিকুর রহিম (৬০ বলে,বিপক্ষ- আয়ারল্যান্ড)।

প্রশ্ন: জেনেভা কনভেনশন কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ যুদ্ধ 

প্রশ্ন: ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনাগাজী (ফেনী)

প্রশ্ন: 'শকুনি মামা' এর অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক।
 


প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স?
উত্তরঃ ৩৫ বছর

প্রশ্ন: ‘মাথা খাটিয়ে কাজ করবে’ এখানে ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বুদ্ধি।

প্রশ্ন: NATO এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্রাসেলস (বেলজিয়াম)

প্রশ্ন: স্মার্ট বাংলাদেশের ভিত্তি কতটি ?
উত্তরঃ ৪টি ( স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট সরকার ও স্মার্ট ইকোনোমি)

প্রশ্ন: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা - এ তিনটি কিসের গুণ?
উত্তরঃ বাক্যের।

প্রশ্ন: 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
উত্তরঃ নিপুণতা।

প্রশ্ন: ‘কলাবতী’ শাড়ির তাঁত শিল্পীর নাম কী?
উত্তরঃ রাঁধাবতী দেবী

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
উত্তরঃ নরসিংদী

প্রশ্ন: গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার। (সরল বাক্য,জটিল/মিশ্র বাক্য ও যৌগিক বাক্য)

প্রশ্ন: প্রথম পাতাল রেলের উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২ফেব্রুয়ারি ২০২৩

প্রশ্ন: ‘মালী’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ মালিনী।

প্রশ্ন: মেট্ররেলের প্রথম যাত্ৰী কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দীন আহমদ কার কাছে শপথ গ্রহণ করেন?
উত্তর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্রশ্ন: সরকার ঘোষিত ‘ঐতিহাসিক দিবস’ কোনটি?
উত্তরঃ  7 মার্চ।

প্রশ্ন: বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

প্রশ্ন: জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন?
উত্তরঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তরঃ  সিলেট জেলার লালখানে।

প্রশ্ন: ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ একমাত্র অবলম্বন

প্রশ্ন: বাংলা ছোট গল্পের জানক কাকে বলা হয়?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত ?
উত্তরঃ  পাট।

প্রশ্ন: নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর সম্পাদক কে ?
উত্তরঃ নূরজাহান বেগম

প্রশ্ন: বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
-মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ‘আশা’এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ নিরাশা।

প্রশ্ন: BIMSTEC কোন ধরণের প্রতিষ্ঠান?
উত্তরঃ অর্থনৈতিক

প্রশ্ন: চকলেট কোন দেশের শব্দ?
উত্তর: মেক্সিকো।

প্রশ্ন: মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

প্রশ্ন: “খেলাঘর” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: মাহমুদুল হক।

প্রশ্ন: ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তরঃ  ১৯৬৬ সালে।

প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ  কক্সবাজার জেলায় অবস্থিত।

প্রশ্ন: ‘অহরহ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি?
উত্তরঃ অহঃ + অহ

প্রশ্ন: সবচেয়ে বেশি পামওয়েল কোন দেশে উৎপাদিত হয় ?
উত্তরঃ  মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রশ্ন: মুসলিম-মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ আনিসুজ্জামান।

প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে?
উত্তরঃ  5 ই জুন।

প্রশ্ন: সিংহাসন এর সন্ধি বিচ্ছেদ কি
উত্তরঃ সিংহ + আসন

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ  সেন্টমার্টিন।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ  সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)

প্রশ্ন: “নেকড়ে অরণ্য” কে লিখেছেন?
উত্তরঃ শওকত ওসমান।

প্রশ্ন: ‘গগন’ শব্দের অর্থ কী?
উত্তরঃ আকাশ।


প্রশ্ন: কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উত্তরঃ  রাষ্ট্রপতি।

প্রশ্ন: ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ  মার্ক জাকারবার্গ 

প্রশ্ন: ‘অকুল পাথার’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ সীমাহীন বিপদ।

প্রশ্ন: আর্য জাতিরা কোন দেশ থেকে এসেছেল?
উত্তরঃ  ইরান।

প্রশ্ন: খেউর গাওয়া-বাগধারার অর্থ কী?
উত্তরঃ গালাগালি করা।

প্রশ্ন: কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়?
উত্তরঃ  ইন্দোনেশিয়া।

প্রশ্ন: আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ  প্যারিসে।

প্রশ্ন: ‘কিশোর কবি’ বলা হয় কাকে?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধিন ছিল ?
উত্তরঃ  ২ নং সেক্টরে

প্রশ্ন: OIC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ  Organization of Islamic Cooperation.

প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ  এডিস মশা।

প্রশ্ন: ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
উত্তরঃ তুমুলকাণ্ড বা ভীষণ গন্ডগোল।

প্রশ্ন: প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন: জাতিসংঘেরর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ  নিউইয়র্কে।

প্রশ্ন: জাতীয় যুব দিবস কত তারিখে উদযাপিত হয়?
উত্তরঃ ১লা নভেম্বর ।

প্রশ্ন: OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ  57টি।

প্রশ্ন: বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: বিখ্যাত ইস্তাম্বুল শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ  তুরস্ক

প্রশ্ন: বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ  এশিয়া মহাদেশে।

প্রশ্ন: দুঃসময়ের মুখোমুখি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শামসুর রাহমান।

প্রশ্ন: নিষিদ্ধ দেশ নামে পরিচিত কেনটি?
উত্তরঃ  তিব্বত।

প্রশ্ন: ‘সাদা হাতির দেশ' বলা হয় কোন দেশকে?
উত্তরঃ  থাইল্যান্ডকে

প্রশ্ন: ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি কার লেখা?
উত্তরঃ সিকান্দার আবু জাফর।

প্রশ্ন: সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ  জাপানকে।

প্রশ্ন: ‘গায়ক’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ
উত্তরঃ গৈ + অক

প্রশ্ন: কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে?
উত্তরঃ  আফ্রিকা  (৫৪ টি দেশ রয়েছে।)

প্রশ্ন: মদিনা শরীফের পুর্ব নাম-
উত্তরঃ  ইয়াসরিব

প্রশ্ন: সৌম্য এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: উগ্র।

প্রশ্ন: ‘শ্বেতহস্তীর দেশ’ নামে পরিচিত দেশ কোনটি?
উত্তরঃ  থাইল্যান্ড।

প্রশ্ন: বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর ' নামে পরিচিত?
উত্তরঃ  লাসা

 

প্রশ্ন: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ  সৈয়দ শামসুল হক।

প্রশ্ন: কোন শহরকে ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয়?
উত্তরঃ  রোম

প্রশ্ন: ভূ-বেষ্টিত রাষ্ট্র কোনটি?
উত্তরঃ  আফগানিস্তান।

প্রশ্ন: ‘যা খুব দীর্ঘ নয়’ এক কথায়-
উত্তরঃ নাতিদীর্ঘ ।

প্রশ্ন: ‘ফকির’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?  
উত্তরঃ আরবি

প্রশ্ন: “Basin” পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি?
উত্তরঃ অববাহিকা

প্রশ্ন: আমাদের জাতীয় পতাকার অনুপাত কত?
উত্তরঃ  10:6 এবং 5:3

প্রশ্ন: ‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক?
উত্তরঃ কর্মকারক।

প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ  পঞ্চগড়।

প্রশ্ন: পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তরঃ  চাঁদ

প্রশ্ন: বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
উত্তরঃ উপভাষা।

প্রশ্ন: ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উত্তরঃ  চিলি।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ  ১ জুলাই ১৯২১।

প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তরঃ  ন‍্যূনতম ২৫ বছর হতে হবে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে?
উত্তরঃ  1975 সালে।

প্রশ্ন: ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে ?
উত্তরঃ  ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস।

প্রশ্ন: ‘অর্ধচন্দ্র’ বাগধারাটির অর্থ-
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া।

প্রশ্ন: ‘দত্তকুলোদ্ভব’কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তরঃ  কর্ণফুলী

প্রশ্ন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত কোনটি?
উত্তরঃ  তৈরি পোশাক।

প্রশ্ন: আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তরঃ  রাঙামাটি।

প্রশ্ন: ‘গুপ্ত’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ব্যক্ত/প্রকাশিত।

প্রশ্ন: বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি ?
উত্তরঃ  অ্যাটর্নি জেনারেল।

প্রশ্ন: জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
উত্তরঃ  স্পিকার

প্রশ্ন: বাংলাদেশে প্রথম স্বাধীন জেলার নাম কী?
উত্তরঃ  যশোর।

প্রশ্ন: ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: রাশিয়া।

প্রশ্ন: ‘লাজ’ কোন ধরণের পদ?
উত্তরঃ বিশেষ্য।

প্রশ্ন: অবলা শব্দের অর্থ কী?
উত্তর: নারী।

প্রশ্ন: “হিমু” নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।

প্রশ্ন: ফেসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ  যুক্তরাষ্ট্র

প্রশ্ন: ‘আর্বিভাব’ এর বিপরীতার্থক শব্দ কি?
উত্তরঃ তিরোভাব।

প্রশ্ন: ‘মেঘদূত কাব্য’ কার লেখা?
উত্তরঃ মহাকবি কালিদাস।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
- অস্টেলিয়া।

প্রশ্ন: ‘জানিবার ইচ্ছা’ এর সংক্ষিপ্তরূপ কি?
উত্তরঃ জিজ্ঞাসা।

প্রশ্ন: বাংলাদেশের বেশি গম উৎপাদিত হয় কোথায়?
 - রংপুর জেলায়।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ  ময়মনসিংহ।

প্রশ্ন: কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
উত্তরঃ  যশোর।

প্রশ্ন: ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় প্রকাশ হবে-
উত্তরঃ প্রিয়ংবদা।

প্রশ্ন: ‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে?
উত্তরঃ  স্পিকার।

প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উত্তরঃ  ৯ তলা।

প্রশ্ন: যিনি বক্তৃতা দানে পটু এককথায় কী বলে?
উত্তরঃ বাগ্মী।

প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উত্তরঃ  ৩৫ বছর।

প্রশ্ন: কোন ঘটনাটি বাঙালির ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা?
উত্তরঃ  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

প্রশ্ন: ঢাকা সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ  মেজর খালেদ মোশারফ।

প্রশ্ন: ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
উত্তর: ফ্রান্সের লিওতে।

প্রশ্ন: `সৃষ্টি' এক প্রকৃতি প্রত্যয়?
উত্তর: সৃজ+তি

প্রশ্ন: ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: প্রাদেশিক স্বায়ত্বশাসন।

প্রশ্ন: মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তরঃ নির্মলেন্দু গুণ।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
উত্তরঃ  শেখ মুজিবুর রহমান

প্রশ্ন: চিনির পুতুল’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ  কর্মবিমুখ।

প্রশ্ন: “মহুয়া” কে রচনা করেছেন?
উত্তরঃ দ্বিজ কানাই।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ  জেনারেল এম. এ. জি. ওসমানী

প্রশ্ন: “অরণ্যে রোদন” শব্দের অর্থ কি?
উত্তরঃ নিস্ফল আবেদন।

প্রশ্ন: বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কি?
উত্তরঃ বঙ্গভবন।

প্রশ্ন: “কাঁদো নদী কাঁদো” উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ  সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্ন: বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুইপা।

প্রশ্ন: “চাচা কাহিনী” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ  সৈয়দ মুজতবা আলী।
 
 
আমরা বিশ্বাসের সাথে বলতে পারি যে, আমাদের সমাধানগুলো সম্পূর্ণ সঠিক এবং নির্ভূল। তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে #ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই প্রশ্ন নম্বার উল্লেখ করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
 
 

Post a Comment

أحدث أقدم